Loading AI tools
ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের ইন্দো-আর্য শাখার রোমানি সম্প্রদায়ের ভাষা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রোমানি ভাষা বা জিপসি ভাষা (রোমানি:Rromani ćhib) রোমানি ও সিন্টি জাতির লোকদের মুখের ভাষা। এটি একটি ইন্দো-আর্য ভাষা, অর্থাৎ এর উৎপত্তিস্থল ভারতীয় উপমহাদেশ।
রোমানি | |
---|---|
Rromani ćhib | |
দেশোদ্ভব | ভারতীয় উপমহাদেশ |
জাতি | রোমানি জনগোষ্ঠী |
মাতৃভাষী | ৪.৮ মিলিয়ন (২০১৫)[1]
|
ইন্দো-ইউরোপীয়
| |
সরকারি অবস্থা | |
সরকারি ভাষা | শুটো ওরিযারি (ম্যাসিডনিয়া), সরকারিভাবে-পুনঃব্যবস্থিত সুইডেনের সংখ্যালঘু ভাষা, রোমানিয়ার ৭৯টি রুরাল কমিউনিটিতে সহ-দাপ্তরিক এবং একটি শহর (বুদেস্তি)তে |
সংখ্যালঘু ভাষায় স্বীকৃত | |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-২ | rom |
আইএসও ৬৩৯-৩ | বিভিন্ন প্রকার:rom – Romani (generic)rmn – Balkan Romanirml – Baltic Romanirmc – Carpathian Romanirmf – Kalo Finnish Romanirmo – Sinte Romanirmr – Caló (Spanish Romani)rmy – Vlax Romanirmw – Welsh Romani |
নিচে একটি তালিকা দেওয়া হলো, যাতে সেই সব দেশের নাম ও সেখানে বসবাসকারি রোমানী ভাষাভাষী জনসংখ্যা সম্বন্ধিত তথ্য দেওয়া হলো।
দেশ | ভাষাভাষী | % |
---|---|---|
অস্ট্রিয়া | ২০,০০০ | ৮০% |
আলবেনিয়া | ৯০,০০০ | ৯৫% |
ইউক্রেন | ১১৩,০০০ | ৯০% |
ইতালি | ৪২,০০০ | ৯০% |
এস্তোনিয়া | ১,১০০ | ৯০% |
ক্রোয়েশিয়া | ২৮,০০০ | ৮১% |
গ্রীস | ১৬০,০০০ | ৯০% |
চেক প্রজাতন্ত্র | ১৪০,০০০ | ৫০% |
জার্মানি | ৮৬,০০০ | ৭০% |
ডেনমার্ক | ১,৫০০ | ৯০% |
তুরস্ক | ২৮০,০০০ | ৭০% |
নেদারল্যান্ড | ৩,০০০ | ৯০% |
পোল্যান্ড | ৪,০০০ | ৯০% |
ফিনল্যান্ড | ৩,০০০ | ৯০% |
ফ্রান্স | ২১৫,০০০ | ৭০% |
বসনিয়া ও হার্জেগোভিনা | ৪০,০০০ | ৯০% |
বুলগেরিয়া | ৩৫০,০০০ | ৮০% |
বেলারুশ | ২৭,০০০ | ৯৫% |
বেলজিয়াম | ১০,০০০ | ৮০% |
মলদোভা | ৫৬,০০০ | ৯০% |
ম্যাসেডোনিয়া | ২১৫,০০০ | ৯০% |
যুক্তরাজ্য | ১,০০০ | ০.৫% |
রাশিয়া | ৪০৫,০০০ | ৮০% |
রোমানিয়া | ৪৩৩,০০০ | ৮০% |
লাটভিয়া | ১৮,৫০০ | ৯০% |
লিত্ভা | ৪,০০০ | ৯০% |
সার্বিয়া ও মন্টিনিগ্রো | ৩৮০,০০০ | ৯০% |
সুইডেন | ৯,৫০০ | ৯০% |
স্পেন | ১,০০০ | ১% |
স্লোভাকিয়া | ৩০০,০০০ | ৬০% |
স্লোভেনিয়া | ৮,০০০ | ৯০% |
হাঙ্গেরি | ২৬০,০০০ | ৫০% |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.