ফিনা বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ বা বিশ্ব সাঁতার প্রতিযোগিতা (ইংরেজি: FINA World Aquatics Championships) সাঁতার, ডাইভিং, উন্মুক্ত সাঁতার, সিনক্রোনাইজড সুইমিং এবং ওয়াটার পোলো জলক্রীড়ায় বিশ্ব প্রতিযোগিতাবিশেষ। এ বিভাগগুলো ফিনা কর্তৃক পরিচালিত। সকল জলক্রীড়া বিষয়গুলোই ৫০ মিটারের লং কোর্স পুলে অনুষ্ঠিত হয়ে থাকে।
এ প্রতিযোগিতাটি ১৯৭৩ সালে সর্বপ্রথম অনুষ্ঠিত হয়। শুরুতে প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হলেও ১৯৭৮-১৯৯৮ সাল পর্যন্ত প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হতো। ২০০১ সাল থেকে পুনরায় দুই বছর পরপর অনুষ্ঠিত হচ্ছে।
ক্রীড়া বিষয়সমূহ
সাল | তারিখ | চ্যাম্পিয়নশীপ | স্থান | প্রতিযোগীর সংখ্যা | বিষয় সংখ্যা | পদক বিজয়ী দেশ |
---|---|---|---|---|---|---|
১৯৭৩ | ৩১ আগস্ট – ৯ সেপ্টেম্বর | ১ম ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ | বেলগ্রেড, যুগোস্লাভিয়া | ৬৮৬ | ১৮ (পুরুষ), ১৯ (প্রমিলা) | যুক্তরাষ্ট্র |
১৯৭৫ | ১৯ – ২৭ জুলাই | ২য় ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ | কেলি, কলম্বিয়া | ৬৮২ | ১৮ (পুরুষ), ১৯ (প্রমিলা) | যুক্তরাষ্ট্র |
১৯৭৮ | ২০ – ২৮ আগস্ট | ৩য় ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ | পশ্চিম বার্লিন, পশ্চিম জার্মানি | ৮২৮ | ১৮ (পুরুষ), ১৯ (প্রমিলা) | যুক্তরাষ্ট্র |
১৯৮২ | ২৯ জুলাই – ৮ আগস্ট | ৪র্থ ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ | গুয়েকুয়িল, ইকুয়েডর | ৮৪৮ | ১৮ (পুরুষ), ১৯ (প্রমিলা) | যুক্তরাষ্ট্র |
১৯৮৬ | ১৩ – ২৩ আগস্ট | ৫ম ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ | মাদ্রিদ, স্পেন | ১১১৯ | ১৯ (পুরুষ), ২২ (প্রমিলা) | পূর্ব জার্মানি |
১৯৯১ | ৩ – ১৩ জানুয়ারি | ৬ষ্ঠ ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ | পার্থ, অস্ট্রেলিয়া | ১১৪২ | ২১ (পুরুষ), ২৪ (প্রমিলা) | যুক্তরাষ্ট্র |
১৯৯৪ | ১ – ১১ সেপ্টেম্বর | ৭ম ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ | রোম, ইতালি | ১৪০০ | ২১ (পুরুষ), ২৪ (প্রমিলা) | গণচীন |
১৯৯৮ | ৮ – ১৭ জানুয়ারি | ৮ম ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ | পার্থ, অস্ট্রেলিয়া (২) | ১৩৭১ | ২৬ (পুরুষ), ২৯ (প্রমিলা) | যুক্তরাষ্ট্র |
২০০১ | ১৬ – ২৯ জানুয়ারি | ৯ম ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ | ফুকুকা, জাপান | ১৪৯৮ | ২৯ (পুরুষ), ৩২ (প্রমিলা) | অস্ট্রেলিয়া |
২০০৩ | ১২ – ২৭ জুলাই | ১০ম ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ | বার্সেলোনা, স্পেন | ২০১৫ | ২৯ (পুরুষ), ৩৩ (প্রমিলা) | যুক্তরাষ্ট্র |
২০০৫ | ১৬ – ৩১ জুলাই | ১১শ ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ | মন্ট্রিল, কানাডা | ১৭৮৪ | ২৯ (পুরুষ), ৩৩ (প্রমিলা) | যুক্তরাষ্ট্র |
২০০৭ | ১৮ মার্চ – ১ এপ্রিল | ১২শ ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ | মেলবোর্ন, অস্ট্রেলিয়া | ২১৫৮ | ২৯ (পুরুষ), ৩৬ (প্রমিলা) | যুক্তরাষ্ট্র |
২০০৯ | ১৭ জুলাই – ২ আগস্ট | ১৩শ ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ | রোম, ইতালি (২) | ২৫৫৬ | ২৯ (পুরুষ), ৩৬ (প্রমিলা) | যুক্তরাষ্ট্র |
২০১১ | ১৬ – ৩১ জুলাই | ১৪শ ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ | শাংহাই, চীন | ২২২০ | ২৯ (পুরুষ), ৩৬ (প্রমিলা) | যুক্তরাষ্ট্র |
২০১৩ | ২০ জুলাই – ৪ আগস্ট | ১৫শ ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ | বার্সেলোনা, স্পেন(২) [nb ১] | ২২৯৩[২] | ৩০ (পুরুষ), ৩৭ (প্রমিলা), ১ (মিশ্র) | যুক্তরাষ্ট্র |
২০১৫ | ১২ – ২৮ জুলাই | ১৬শ ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ | কাজান, রাশিয়া[৩] | |||
২০১৭ | ১২ – ২৮ জুলাই | ১৭শ ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ | গুয়াদালাজারা, মেক্সিকো[৩] | |||
২০১৯ | ১৮শ ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ | গুয়াংজু, দক্ষিণ কোরিয়া[৪][৫][৬] | ||||
২০২১ | ১৯শ ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশীপ | বুদাপেস্ট, হাঙ্গেরি [৬][৭] |
সর্বকালের সেরা দলের পদক তালিকা
১৯৭৩ থেকে ২০১১ পর্যন্ত সেরা দলগুলোর পদক তালিকা দেয়া হলো:
১ | মার্কিন যুক্তরাষ্ট্র | ২০০ | ১৫৬ | ১১০ | ৪৬৬ |
২ | চীন | ৮৯ | ৬৭ | ৪৯ | ২০৫ |
৩ | জার্মানি১ | ৮৫ | ১০১ | ৮৯ | ২৭৫ |
৪ | রাশিয়া২ | ৭৭ | ৭৩ | ৬৭ | ২১৭ |
৫ | অস্ট্রেলিয়া | ৭০ | ৭০ | ৫৬ | ১৯৬ |
৬ | ইতালি | ২৪ | ২২ | ৩৪ | ৮০ |
৭ | হাঙ্গেরি | ২৪ | ২০ | ২২ | ৬৬ |
৮ | কানাডা | ১৯ | ৩২ | ৩৩ | ৮৪ |
৯ | নেদারল্যান্ডস | ১৫ | ২২ | ২৫ | ৬২ |
১০ | গ্রেট ব্রিটেন | ১৩ | ১৭ | ২৯ | 5৯ |
১১ | ফ্রান্স | ১০ | ১৮ | ১৬ | ৪৪ |
১২ | ইউক্রেন | ৯ | ৫ | ৮ | ২২ |
১৩ | স্পেন | ৭ | ১৯ | ১৮ | ৪৪ |
১৪ | সুইডেন | ৭ | ১৩ | ১৩ | ৩৩ |
১৫ | ব্রাজিল | ৭ | ১ | ৪ | ১২ |
১৬ | জাপান | ৬ | ২৬ | ৪৯ | ৮১ |
১৭ | পোল্যান্ড | ৬ | ৫ | ৫ | ১৬ |
১৮ | সার্বিয়া৩ | ৬ | ৪ | ৫ | ১৫ |
১৯ | দক্ষিণ আফ্রিকা | ৫ | ১ | ১১ | ১৭ |
২০ | জিম্বাবুয়ে | ৪ | ৫ | ০ | ৯ |
২১ | ডেনমার্ক | ৩ | ৩ | ৫ | ১১ |
২২ | গ্রিস | ৩ | ২ | ৩ | ৮ |
২৩ | ফিনল্যান্ড | ৩ | ২ | ১ | ৬ |
২৪ | রোমানিয়া | ২ | ১ | ৭ | ১০ |
২৫ | বেলারুশ | ২ | ১ | ০ | ৩ |
২৬ | দক্ষিণ কোরিয়া | ২ | ০ | ১ | ৩ |
২৭ | সুইজারল্যান্ড | ১ | ৪ | ১ | ৬ |
২৮ | মেক্সিকো | ১ | ২ | ৫ | ৮ |
২৯ | তিউনিসিয়া | ১ | ২ | ৩ | ৬ |
৩০ | ক্রোয়েশিয়া | ১ | ২ | ২ | ৫ |
৩১ | বুলগেরিয়া | ১ | ১ | ৪ | ৬ |
৩২ | কোস্টা রিকা | ১ | ১ | ২ | ৪ |
৩৩ | নরওয়ে | ১ | ১ | ১ | ৩ |
৩৪ | বেলজিয়াম | ১ | ০ | ২ | ৩ |
৩৫ | সুরিনাম | ১ | ০ | ০ | ১ |
৩৬ | অস্ট্রিয়া | ০ | ৩ | ৩ | ৬ |
৩৭ | নিউজিল্যান্ড | ০ | ৩ | ২ | ৫ |
৩৮ | স্লোভাকিয়া | ০ | ৩ | ২ | ৫ |
৩৯ | চেক প্রজাতন্ত্র৪ | ০ | ৩ | ১ | ৪ |
৪০ | কিউবা | ০ | ১ | ১ | ২ |
৪১ | আইসল্যান্ড | ০ | ১ | ১ | ২ |
৪২ | লিথুয়ানিয়া | ০ | ০ | ২ | ২ |
৪৩ | আর্জেন্টিনা | ০ | ০ | ১ | ১ |
৪৪ | মিশর | ০ | ০ | ১ | ১ |
৪৫ | মালয়েশিয়া | ০ | ০ | ১ | ১ |
৪৬ | পুয়ের্তো রিকো | ০ | ০ | ১ | ১ |
৪৭ | ভেনেজুয়েলা | ০ | ০ | ১ | ১ |
বিষয়সমূহ
নিম্নে উল্লেখকৃত নির্দিষ্ট বিষয় ব্যতীত প্রত্যেক বিভাগেই পুরুষ ও প্রমিলাদের বিভাগ রয়েছে।
ডাইভিং
- ১ মিটার পুরুষ স্প্রিংবোর্ড
- ৩ মিটার পুরুষ স্প্রিংবোর্ড
- প্লাটফর্ম
- সিনক্রোনাইজড ৩ মিটার পুরুষ স্প্রিংবোর্ড
- সিনক্রোনাইজড প্লাটফর্ম
হাই ডাইভিং
- ২৭ মিটার (কেবলমাত্র পুরুষ)
- ২০ মিটার (কেবলমাত্র প্রমিলা)
উন্মুক্ত সাঁতার
- ৫ কিলোমিটার
- ১০ কিলোমিটার
- ২৫ কিলোমিটার
সুইমিং
দূরত্ব | বেকস্ট্রোক | ব্রেস্টস্ট্রোক | বাটারফ্লাই | ফ্রিস্টাইল | আই.এম. | ফ্রি রিলে | মিডলে রিলে |
---|---|---|---|---|---|---|---|
৫০ মিটার | ● | ● | ● | ● | |||
১০০ মিটার | ● | ● | ● | ● | |||
২০০ মিটার | ● | ● | ● | ● | ● | ||
৪০০ মিটার | ● | ● | ● | ● | |||
৮০০ মিটার | ● | ● | |||||
১৫০০ মিটার | ● |
সিনক্রোনাইজড সুইমিং
(কেবলমাত্র প্রমিলাদের জন্য)
- একক
- দ্বৈত
- দলগত
- ফ্রি কম্বিনেশন
ওয়াটার পোলো
- পুরুষদের প্রতিযোগিতা
- প্রমিলাদের প্রতিযোগিতা
তথ্যসূত্র
পাদটীকা
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.