Loading AI tools
পশ্চিমবঙ্গের রাজ্য সড়ক, ভারত উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২ নং রাজ্য সড়ক (পশ্চিমবঙ্গ) হল ভারত এর পশ্চিমবঙ্গ রাজ্যের একটি গুরুত্ব পূর্ণ রাজ্য সড়ক বা স্টেট হাইওয়ে।এই রাজ্য সড়কটি বাঁকুড়া জেলা, হুগলি জেলা ও উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্য দিয়ে বিস্তৃত। এই রাজ্য সড়কটি ৩২৩ কিলোমিটার (২০১ মা) দীর্ঘ।
২ নং রাজ্য সড়ক (পশ্চিমবঙ্গ) | ||||
---|---|---|---|---|
রাজ্য সড়ক ২ | ||||
পথের তথ্য | ||||
দৈর্ঘ্য | ৩২৩ কিমি (২০১ মা) | |||
প্রধান সংযোগস্থল | ||||
থেকে: | বাঁকুড়া | |||
এস এইচ ৪ খাতরা SH 9 from Simlapal to Taldangra SH 7 at Arambag SH 15 from Champadanga to Tarakeswar NH 19/ Durgapur Expressway at Singur SH 13 (Delhi Road) from Baidyabati to Dankuni Belghoria Expressway from Dankuni to Dunlop SH 6 (Grand Trunk Road) at Bally Barrackpore Trunk Road from Dunlop to Barrackpore এস এইচ ১ from Barrackpore to Barasat SH 3 at Khotapota | ||||
পর্যন্ত: | মালনঞ্চ | |||
অবস্থান | ||||
জেলাসমূহ | বাঁকুড়া জেলা, হুগলি জেলা, উত্তর চব্বিশ পরগনা | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
| ||||
|
২ নং রাজ্য সড়কটি বাঁকুড়া শহর থেকে উৎপন্ন হয়ে খাতরা, বিষ্ণুপুর, আরামবাগ হয়ে উত্তরপাড়ার কাছে হুগলি নদী পাড় হয়ে দক্ষিণেশ্বর, ব্যারাকপুর হয়ে বারাসাত শহরে পৌঁছায়। এরপর সড়কটি বারাসাত, বসিরহাট, হাসনাবাদ হয়ে মালঞ্চতে শেষ হয়েছে।সড়কটি মোট কিলোমিটার পথ অতিক্রম করেছে।[১]
জেলা অনুযায়ী সড়কটির দৈর্ঘ্য
২ নং রাজ্য সড়কটি বেশ কয়েকটি অংশে বিভক্ত ।এই অংশ গুলি নিচে ছকে দেওয়া [৩][৪][৫] হল-
সড়ক অংশ | জেলা | ব্লক | দৈর্ঘ্য (কিমি) |
---|---|---|---|
বাঁকুড়া-খাতরা | বাঁকুড়া জেলা | বাঁকুড়া ১ সমষ্টি উন্নয়ন ব্লক, ইন্দপুর ব্লক, হারবান্ধ সমষ্টি উন্নয়ন ব্লক, খাতরা সমষ্টি উন্নয়ন ব্লক | ৩০ |
খাতরা মোড়-তালডানগ্রা-চেনচুরা | বাঁকুড়া জেলা | সিমলাপাল ব্লক, তালডানগ্রা ব্লক | ২২ |
চেচুরা-বিষ্ণপুর | বাঁকুড়া জেলা | বিষ্ণপুর ব্লক | ২৪ |
বিষ্ণপুর বাইপাস | বাঁকুড়া জেলা | ৫ | |
বিষ্ণপুর-কোটুলপুর | বাঁকুড়া জেলা | জয়তিপুর ব্লক, কোটুলপুর ব্লক | ৩৬ |
কোটুলপুর-আরামবাগ | হুগলি জেলা | গোঘাট ১, গোঘাট ২ , আরামবাগ ব্লক | ১৮ |
আরামবাগ-পুরশুরা-চম্পাডাঙওগা | হুগলি জেলা | পুরশুরা ব্লক, তারকেশ্বর ব্লক | ২১ |
চাম্পাডাঙ্গা-তারকেশ্বর-বিদ্যাবতী | হুগলি জেলা | হারিপাল সমষ্টি উন্নয়ন ব্লক,সিঙ্গুর সমষ্টি উন্নয়ন ব্লক | ৪০ |
বিদ্যাবতী-উত্তরপাড়া | হুগলি জেলা | শ্রীরামপুর উত্তরপাড়া | ১৮ |
উত্তরপাড়া-দক্ষিণেশ্বর-ডানলোপ-ব্যারাকপুর | উত্তর চব্বিশ পরগনা | ব্যারাকপুর ২ সমষ্টি উন্নয়ন ব্লক | ১২ |
ব্যারাকপুর-বারাসাত | উত্তর চব্বিশ পরগনা | বারাসাত ২ সমষ্টি উন্নয়ন ব্লক | ১৩ |
বারাসাত-বসিরহাট-হাসনাবাদ | উত্তর চব্বিশ পরগনা | দেগঙ্গা সমষ্টি উন্নয়ন ব্লক, বসিরহাট ১, বসিরহাট ২ | ৬৬ |
হাসনাবাদ-চৈতাল-মালঞ্চ | উত্তর ২৪ পরগনা | হাসনাবাদ সমষ্টি উন্নয়ন ব্লাক | ২২ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.