খাতড়া

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

খাতড়াmap

খাতড়া ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার একটি জনগণনা নগর৷ এটি বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার মহকুমা সদর৷[]

দ্রুত তথ্য খাতড়া, রাষ্ট্র ...
খাতড়া
জনগণনা নগর
Thumb
খাতড়া
Thumb
খাতড়া
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থান
স্থানাঙ্ক: ২২.৯৮° উত্তর ৮৬.৮৫° পূর্ব / 22.98; 86.85
রাষ্ট্র ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাবাঁকুড়া
উচ্চতা১৫৪ মিটার (৫০৫ ফুট)
জনসংখ্যা (২০১১)
  মোট৭,৩৮২
ভাষা
  দাপ্তরিকবাংলা, ইংরাজী
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৭২২১৪০
দূরভাষ কোড+৯১ ৩২৪৩
যানবাহন নিবন্ধনWB (ডব্লু বি)
লোকসভা কেন্দ্রবাঁকুড়া
বিধানসভা কেন্দ্ররাণীবাঁধ
ওয়েবসাইটbankura.gov.in
বন্ধ

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের ভারতের জনগণনা অনুসারে খাতড়া শহরের জনসংখ্যা ৭৩৮২ জন, যার মধ্যে ৩৭৭৪ জন পুরুষ ও ৩৬০৮ জন নারী৷ প্রতি ১০০০ জন পুরুষে ৯৫৬ জন নারী৷ ০-৬ বছর বয়সী শিশু ৬৭২ জন যা সমগ্র জনসংখ্যার ৯.১০%৷ শহরের ৮৪.৩২% তথা ৫৬৫৮ জন অ-শিশু সাক্ষর৷[]

থানা

  • খাতড়া থানার অধীনস্থ সমগ্র খাতড়া সমষ্টি উন্নয়ন ব্লক তথা ১১৭০২২ জন অধিবাসীর বসতিসহ ২২৯.৬৮ বর্গকিলোমিটার অঞ্চল৷[][]
  • খাতড়া মহকুমা মহিলা থানার অন্তর্ভুক্ত সমগ্র খাতড়া মহকুমা৷ থানাটি ১লা জুলাই ২০১৬ খ্রিষ্টাব্দে উদ্বোধন ও কাজ চালু করা হয়৷[]

স্বাস্থ্যকেন্দ্র

খাতড়া শহরে ১০০ শয্যাবিশিষ্ট একটি মহকুমা হাসপাতাল রয়েছে,[] যা ২০০৬ খ্রিষ্টাব্দে ১৮ই নভেম্বর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উদ্বোধন করেন৷[]

শিক্ষা

বাঁকুড়া বিশ্ববিদ্যালয় অনুমোদিত ১৯৭৯ খ্রিষ্টাব্দে উদ্বোধিত খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়টি খাতড়া শহর থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত৷

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.