Loading AI tools
আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাই ছিল একটি আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা যেটি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের ১২শ আসর হিসেবে ২০২৩ সালের জুন ও জুলাই মাসে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হয়।[১] ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী শেষ দুটি দল নির্ধারণের লক্ষ্যে এ টুর্নামেন্টটি আয়োজিত হয়।[২]
তারিখ | ১৮ জুন ২০২৩ – ৯ জুলাই ২০২৩ |
---|---|
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | একদিনের আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | গ্রুপ রাউন্ড-রবিন ও প্লেঅফ |
আয়োজক | জিম্বাবুয়ে |
বিজয়ী | শ্রীলঙ্কা (২য় শিরোপা) |
রানার-আপ | নেদারল্যান্ডস |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ১০ |
খেলার সংখ্যা | ৩৪ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | শন উইলিয়ামস |
সর্বাধিক রান সংগ্রহকারী | শন উইলিয়ামস (৬০০) |
সর্বাধিক উইকেটধারী | ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা (২২) |
আনুষ্ঠানিক ওয়েবসাইট | ক্রিকেট বিশ্বকাপ |
২০১৮ সালে অনুষ্ঠিত টুর্নামেন্টের পূর্ববর্তী আসর জিম্বাবুয়েতে আয়োজিত হয়েছিল।[৩] ২০২০ সালের জুলাই মাসে এ আসরটিও আয়োজনের আকাঙ্ক্ষা প্রকাশ করে জিম্বাবুয়ে।[৪] টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব জিম্বাবুয়েকে প্রদান করার কথা ২০২০ সালের ডিসেম্বর মাসে নিশ্চিত করা হয়।[৫][৬]
টুর্নামেন্টের ফাইনালে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি মূল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস।[৭] ফাইনালে নেদারল্যান্ডসকে ১২৮ রানে পরাজিত করে বিজয়ী হয় শ্রীলঙ্কা।[৮]
টুর্নামেন্টে অংশগ্রহণ করে দশটি দল: ২০২০–২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার শেষ পাঁচটি দল, ২০১৯–২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর পয়েন্ট তালিকার সেরা তিনটি দল ও ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাই প্লেঅফের পয়েন্ট তালিকার সেরা দুটি দল।[৯] টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ একদিনের আন্তর্জাতিক (ওডিআই) হিসেবে খেলা হয়।[১০][১১]
টুর্নামেন্টে প্রথমবারের মত সুপার সিক্স পর্ব থেকে ম্যাচসমূহে আম্পায়ার সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ব্যবহৃত হবে বলে ২০২৩ সালের মে মাসে ঘোষণা দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।[১২]
উত্তরণের যোগ্যতা | তারিখ | আয়োজনস্থল | আসন | উত্তীর্ণ দল |
---|---|---|---|---|
২০২০–২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ (সুপার লিগ টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে শেষ অবস্থানে থাকা ৫ দল) |
৩০ জুলাই ২০২০ – ১৪ মে ২০২৩ | বিভিন্ন | ৫ | আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে নেদারল্যান্ডস শ্রীলঙ্কা |
২০১৯–২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ (লিগ ২ টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে সেরা ৩ দল) |
১৪ আগস্ট ২০১৯ – ১৬ মার্চ ২০২৩ | ৩ | ওমান নেপাল স্কটল্যান্ড | |
২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চূড়ান্ত বাছাই প্লেঅফ | ২৬ মার্চ ২০২৩ – ৫ এপ্রিল ২০২৩ | নামিবিয়া | ২ | মার্কিন যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত |
মোট | ১০ |
বুলাওয়ায়ো ও হারারের মোট চারটি মাঠে টুর্নামেন্টের ম্যাচসমূহ অনুষ্ঠিত হয়।[১৩]
হারারে | বুলাওয়ায়ো | ||
---|---|---|---|
হারারে স্পোর্টস ক্লাব মাঠ | তাকাশিংগা ক্রিকেট ক্লাব মাঠ | কুইনস স্পোর্টস ক্লাব মাঠ | বুলাওয়ায়ো অ্যাথলেটিক ক্লাব মাঠ |
ধারণক্ষমতা: ১০০০০ | ধারণক্ষমতা: – | ধারণক্ষমতা: ১২৪৯০ | ধারণক্ষমতা: ১২০০০ |
টুর্নামেন্টের জন্য নিম্নলিখিত দলসমূহ ঘোষণা করা হয়:[১৪]
২০২৩ সালের ৮ জুন ওয়েস্ট ইন্ডিজ দলে গুডাকেশ মোতির পরিবর্তে জনসন চার্লসকে অন্তর্ভুক্ত করা হয়।[২৫] টুর্নামেন্ট চলাকালে দিলশান মদুশঙ্কা, দুনিথ ভেল্লালাগে ও সহন আরচ্চিগেকে শ্রীলঙ্কা দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে যোগ করা হয়।[২৬] টুর্নামেন্টের সুপার সিক্স পর্বের আগে চোট পেয়ে জিম্বাবুয়ের ক্লাইভ মাদান্দে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেলে তাঁর পরিবর্তে জিম্বাবুয়ে দলে নিয়াশা মায়াভোকে যোগ করা হয়।[২৭] টুর্নামেন্ট চলাকালে ইয়্যানিক কারিয়া চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থেকে ছিটকে গেলে তাঁর পরিবর্তে কেভিন সিনক্লেয়ারকে ওয়েস্ট ইন্ডিজ দলে নেয়া হয়।[২৮] টুর্নামেন্টের সুপার সিক্স পর্ব চলাকালে দুষ্মন্ত চামিরা চোটের কারণে শ্রীলঙ্কা দল থেকে ছিটকে যান, যে কারণে শ্রীলঙ্কা দলে দিলশান মদুশঙ্কাকে যোগ করা হয়।[২৯] পরবর্তীতে চোটের কারণে লাহিরু কুমারাও শ্রীলঙ্কা দল থেকে ছিটকে গেলে সহন আরচ্চিগেকে শ্রীলঙ্কা দলে যোগ করা হয়।[৩০]
টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী প্রতিটি দল দুটি করে আনুষ্ঠানিক প্রস্তুতিমূলক ম্যাচে অংশগ্রহণ করে।[৩১]
ব |
||
ব্র্যান্ডন ম্যাকমালেন ৩৮ (৫৪) ইয়্যানিক কারিয়া ৪/৪৬ (৯ ওভার) |
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
জিশান মাকসুদ ১০৯ (১০৬) সোমপাল কামি ৫/৫৭ (৯.২ ওভার) |
কুশল ভুর্তেল ১০১ (৯৪) আকিব ইলিয়াস ৪/৪২ (৭.৫ ওভার) |
ব |
||
রভমান পাওয়েল ১০৫ (৫৫) মোহাম্মদ জাওয়াদউল্লাহ ৩/৫০ (৮ ওভার) |
ব |
||
ব্র্যান্ডন ম্যাকমালেন ৪৯ (৫৬) শন উইলিয়ামস ২/১৪ (৩ ওভার) |
ব |
||
ব |
||
২০২৩ সালের ২৩ মে টুর্নামেন্টের গ্রুপ পর্বের সূচি নিশ্চিত করা হয়।[৩২]
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | জিম্বাবুয়ে (H) | ৪ | ৪ | ০ | ০ | ০ | ৮ | +২.২৪১ | সুপার সিক্সে উত্তীর্ণ |
২ | নেদারল্যান্ডস | ৪ | ৩ | ১ | ০ | ০ | ৬ | +০.৬৬৯ | |
৩ | ওয়েস্ট ইন্ডিজ | ৪ | ২ | ২ | ০ | ০ | ৪ | +০.৫২৫ | |
৪ | নেপাল | ৪ | ১ | ৩ | ০ | ০ | ২ | −১.১৭১ | প্লেঅফে উত্তীর্ণ |
৫ | মার্কিন যুক্তরাষ্ট্র | ৪ | ০ | ৪ | ০ | ০ | ০ | −২.১৬৪ |
ব |
||
কুশল ভুর্তেল ৯৯ (৯৫) রিচার্ড ন্গারাভা ৪/৪৩ (৯ ওভার) |
ব |
||
ব |
||
ব |
||
ভীম সার্কী ৭৭* (১১৪) স্টিভেন টেলর ১/১৪ (৫ ওভার) |
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | শ্রীলঙ্কা | ৪ | ৪ | ০ | ০ | ০ | ৮ | +৩.০৪৭ | সুপার সিক্সে উত্তীর্ণ |
২ | স্কটল্যান্ড | ৪ | ৩ | ১ | ০ | ০ | ৬ | +০.৫৪০ | |
৩ | ওমান | ৪ | ২ | ২ | ০ | ০ | ৪ | −১.২২১ | |
৪ | আয়ারল্যান্ড | ৪ | ১ | ৩ | ০ | ০ | ২ | −০.০৬১ | প্লেঅফে উত্তীর্ণ |
৫ | সংযুক্ত আরব আমিরাত | ৪ | ০ | ৪ | ০ | ০ | ০ | −২.২৪৯ |
ব |
||
কুশল মেন্ডিস ৭৮ (৬৩) আলি আমির নাসির ২/৪৪ (১০ ওভার) |
ব |
||
ব |
||
কার্টিস ক্যাম্ফার ১২০ (১০৮) ব্র্যান্ডন ম্যাকমালেন ৫/৩৪ (৭ ওভার) |
ব |
||
ব |
||
ব |
||
ব্র্যান্ডন ম্যাকমালেন ১৩৬ (১২১) বিলাল খান ৫/৫৫ (১০ ওভার) |
নাসিম খুশি ৬৯ (৫৩) ক্রিস গ্রিভস ৫/৫৩ (১০ ওভার) |
ব |
||
পাথুম নিশঙ্কা ৭৫ (৮৫) ক্রিস গ্রিভস ৪/৩২ (৬.৩ ওভার) |
ব |
||
পল স্টার্লিং ১৬২ (১৩৪) সঞ্চিত শর্মা ৩/৪৬ (৭ ওভার) |
৭ম স্থান সেমিফাইনাল | ৭ম স্থান নির্ধারণী | |||||||
এ৫ | মার্কিন যুক্তরাষ্ট্র | ১৯৬ (৪২.৪) | ||||||
বি৪ | আয়ারল্যান্ড | ১৯৭/৪ (৩৪.২) | ||||||
এ৪ | নেপাল | ২৬৮/৯ (৫০) | ||||||
বি৪ | আয়ারল্যান্ড | ২৬৯/৮ (৪৯.২) | ||||||
বি৫ | সংযুক্ত আরব আমিরাত | ১৮১ (৪৬.৫) | ||||||
এ৪ | নেপাল | ১৮৫/৭ (৪৩.২) | ৯ম স্থান নির্ধারণী | |||||
বি৫ | সংযুক্ত আরব আমিরাত | ৩০৮/৪ (৫০) | ||||||
এ৫ | মার্কিন যুক্তরাষ্ট্র | ৩০৭/৯ (৫০) |
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | নে.রা.রে. | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | শ্রীলঙ্কা | ৫ | ৫ | ০ | ০ | ০ | ১০ | +১.৬০০ | ফাইনালে উত্তীর্ণ |
২ | নেদারল্যান্ডস | ৫ | ৩ | ২ | ০ | ০ | ৬ | +০.১৬০ | |
৩ | স্কটল্যান্ড | ৫ | ৩ | ২ | ০ | ০ | ৬ | +০.১০২ | |
৪ | জিম্বাবুয়ে (H) | ৫ | ৩ | ২ | ০ | ০ | ৬ | −০.০৯৯ | |
৫ | ওয়েস্ট ইন্ডিজ | ৫ | ১ | ৪ | ০ | ০ | ২ | −০.২০৪ | |
৬ | ওমান | ৫ | ০ | ৫ | ০ | ০ | ০ | −১.৮৯৫ |
ব |
||
ব |
||
ব |
||
জেসন হোল্ডার ৪৫ (৭৯) ব্র্যান্ডন ম্যাকমালেন ৩/৩২ (৯ ওভার) |
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
ব্র্যান্ডন কিং ১০০ (১০৪) কলিমুল্লাহ ১/৪৯ (৯ ওভার) |
ব |
||
ব্র্যান্ডন ম্যাকমালেন ১০৬ (১১০) বাস ডে লেডা ৫/৫২ (১০ ওভার) |
ব |
||
কিসি কার্টি ৮৭ (৯৬) মহেশ তীক্ষণ ৪/৩৪ (১০ ওভার) |
পাথুম নিশঙ্কা ১০৪ (১১৩) কেভিন সিনক্লেয়ার ১/৫২ (১০ ওভার) |
ব |
||
অবস্থান | দল | যোগ্যতা |
---|---|---|
১ | শ্রীলঙ্কা | ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে উত্তীর্ণ |
২ | নেদারল্যান্ডস | |
৩ | স্কটল্যান্ড | বিদায় |
৪ | জিম্বাবুয়ে | |
৫ | ওয়েস্ট ইন্ডিজ | |
৬ | ওমান | |
৭ | আয়ারল্যান্ড | |
৮ | নেপাল | |
৯ | সংযুক্ত আরব আমিরাত | |
১০ | মার্কিন যুক্তরাষ্ট্র |
২০২৩ সালের ১০ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রতিযোগিতার সেরা একাদশ ঘোষণা করে।[৪৪]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.