Loading AI tools
১০ম ফিফা কনফেডারেশন্স কাপ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপ (ইংরেজি ভাষায়: 2017 FIFA Confederations Cup) হলো ১০ম ফিফা কনফেডারেশন্স কাপ, ফিফার দ্বারা আয়োজিত একটি চতুর্বষীয় আন্তর্জাতিক পুরুষ ফুটবল প্রতিযোগিতা। এটি ১৭ জুন হতে ২ জুলাই ২০১৭ পর্যন্ত রাশিয়ায় অনুষ্ঠিত হয়।[1] এটি ২০১৮ ফিফা বিশ্বকাপের পূর্বে অনুষ্ঠিত সবচেয়ে বড় প্রতিযোগিতা। ফাইনালে চিলিকে হারিয়ে জার্মানি শিরোপা লাভ করে।
Кубок конфедераций 2017 | |
---|---|
বিবরণ | |
স্বাগতিক দেশ | রাশিয়া |
তারিখ | ১৭ জুন – ২ জুলাই ২০১৭ |
দল | ৮ (৬টি কনফেডারেশন থেকে) |
মাঠ | ৪ (৪টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | জার্মানি (১ম শিরোপা) |
রানার-আপ | চিলি |
তৃতীয় স্থান | পর্তুগাল |
চতুর্থ স্থান | মেক্সিকো |
পরিসংখ্যান | |
ম্যাচ | ১৬ |
গোল সংখ্যা | ৪৩ (ম্যাচ প্রতি ২.৬৯টি) |
দর্শক সংখ্যা | ৬,২৮,৩০৪ (ম্যাচ প্রতি ৩৯,২৬৯ জন) |
শীর্ষ গোলদাতা | লেয়ন গোরেৎস্কা লার্স স্টিন্ডল টিমো ভেয়ার্নার (প্রত্যেকে ৩ গোল) |
সেরা খেলোয়াড় | জুলিয়ান ড্রাক্সলার |
সেরা গোলরক্ষক | ক্লাউদিও ব্রাভো |
ফেয়ার প্লে পুরস্কার | জার্মানি |
নিম্নোক্ত দলগুলো এই প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছে।
দেশ | কনফেডারেশন | যোগ্যতা নির্ধারণ | যোগ্যতা নির্ধারণের তারিখ | এই প্রতিযোগিতায় পূর্ববর্তী অংশগ্রহণ১,২ |
---|---|---|---|---|
রাশিয়া | উয়েফা | ২০১৮ ফিফা বিশ্বকাপ স্বাগতিক | ২ ডিসেম্বর ২০১০ | ০ (অভিষেক) |
জার্মানি | উয়েফা | ২০১৪ ফিফা বিশ্বকাপ বিজয়ী | ১৩ জুলাই ২০১৪ | ২ (১৯৯৯, ২০০৫) |
অস্ট্রেলিয়া | এএফসি৩ | ২০১৫ এএফসি এশিয়ান কাপ বিজয়ী | ৩১ জানুয়ারী ২০১৫ | ৩ (১৯৯৭, ২০০১, ২০০৫) |
চিলি | কনমেবল | ২০১৫ কোপা আমেরিকা বিজয়ী | ৪ জুলাই ২০১৫ | ০ (অভিষেক) |
মেক্সিকো | কনকাকাফ | ২০১৫ কনকাকাফ কাপ বিজয়ী | ১০ অক্টোবর ২০১৫ | ৬ (১৯৯৫, ১৯৯৭, ১৯৯৯, ২০০১, ২০০৫, ২০১৩) |
নিউজিল্যান্ড | ওএফসি | ২০১৬ ওএফসি নেশন্স কাপ বিজয়ী | ১১ জুন ২০১৬ | ৩ (১৯৯৯, ২০০৩, ২০০৯) |
পর্তুগাল | উয়েফা | উয়েফা ইউরো ২০১৬ বিজয়ী | ১০ জুলাই ২০১৬ | ০ (অভিষেক) |
ক্যামেরুন | ক্যাফ | ২০১৭ আফ্রিকা কাপ অফ নেশন্স বিজয়ী | ৫ ফেব্রুয়ারি ২০১৭ | ২ (২০০১, ২০০৩) |
চারটি স্টেডিয়ামে ২০১৭ ফিফা কনফেডারেশনস কাপের খেলা অনুষ্ঠিত হবে.[2]
সেইন্ট পিটার্সবার্গ | মস্কো |
---|---|
ক্রেস্তভস্কি স্টেডিয়াম (সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম) |
অতক্রিতিয়ে এরিনা (স্পার্টাক স্টেডিয়াম) |
ধারণ ক্ষমতা: ৬৮,১৩৪ | ধারণ ক্ষমতা: ৪৫,৩৬০ |
কাজান | সোচি |
কাজান এরিনা | ফিস্ট অলিম্পিক স্টেডিয়াম (ফিশ্ত স্টেডিয়াম) |
ধারণ ক্ষমতা: ৪৫,৩৭৯ | ধারণ ক্ষমতা: ৪৭,৬৫৯ |
৯টি রেফারিত্রয়ী, ১ জন করে সহায়তাকারী রেফারি এবং ৮ জন ভিডিও সহকারী রেফারিদের এই প্রতিযোগিতার জন্য নিযুক্ত করা হয়েছে।[3][4]
কনফেডারেশন | রেফারি | সহকারী রেফারি(গণ) | সহায়তাকারী রেফারি | ভিডিও সহকারী রেফারি |
---|---|---|---|---|
এএফসি | ফাহাদ আল-মিরদাসি | আব্দুল্লাহ আল-শালাউই মোহাম্মাদ আল-আবাক্রি |
– | রভশন ইরমাতভ |
আলিরেজা ফাঘানি | রেজা সোখান্দান মোহাম্মাদরেজা মন্সুরি | |||
ক্যাফ | বাকারি গাসামা | জেন-কাউডে বিরুমুশাহু মারওয়া রেঞ্জ |
– | মালাং ডাইধিউ |
কনকাকাফ | মার্ক গেইগার | জো ফ্লেচার চার্লস জাস্টিন মোর্গান্তে |
– | জাইর মাররুফো |
কনমেবল | নেস্টর পিটানা | হারনান মাইদানা হুয়ান পাবলো বেলাত্তি |
– | এনরিকে কাসেরেস সান্দ্রো রিচ্চি |
উইলমার রোলদান | আলেক্সান্ডার গুজমান ক্রিস্টিয়ান ডি লা ক্রুজ | |||
ওএফসি | – | – | আব্দেলকাদের জিতুনি | – |
উয়েফা | মিলরাদ মাজিচ | মিলোভান রিসতিচ দালিবর দুরদেভিচ |
– | আর্তুর সোয়ারেস ডিয়াজ অভিডিউ হাতেগান ক্লেমেন্ট তুরপিন |
জিয়ানলুকা রচি | ইলিনিতো দি লিবারেটর মোউরো তনোলিনি | |||
দামির স্কমিনা | জুরে প্রাপ্রোতনিক রবার্ট ভুকান |
প্রতিটি গ্রুপ হতে শীর্ষ দুটি দল সেমি-ফাইনালের জন্য অগ্রসর হবে। প্রতিটি গ্রুপে দলগুলোর অবস্থান নির্ধারণ করা হবে নিম্নোক্ত পদ্ধতি (প্রবিধান ধারা ৩২.৫) অনুসারে:[5]
যদি দুই বা ততোধিক দলের অবস্থান উপর্যুক্ত নিয়মে সমান হয়, তবে নিম্নোক্ত পদ্ধতিতে তাদের অবস্থান নির্ণয় করা হবে:
নিম্নে সকল সময় রাশিয়ার মস্কো সময় অনুযায়ী,[6]
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | পর্তুগাল | ৩ | ২ | ১ | ০ | ৭ | ২ | +৫ | ৭ | নকআউট পর্বের জন্য উত্তীর্ণ |
২ | মেক্সিকো | ৩ | ২ | ১ | ০ | ৬ | ৪ | +২ | ৭ | |
৩ | রাশিয়া (H) | ৩ | ১ | ০ | ২ | ৩ | ৩ | ০ | ৩ | |
৪ | নিউজিল্যান্ড | ৩ | ০ | ০ | ৩ | ১ | ৮ | −৭ | ০ |
মেক্সিকো | ২-১ | নিউজিল্যান্ড |
---|---|---|
|
প্রতিবেদন | উড ৪২' |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | জার্মানি | ৩ | ২ | ১ | ০ | ৭ | ৪ | +৩ | ৭ | নকআউট পর্বের জন্য উত্তীর্ণ |
২ | চিলি | ৩ | ১ | ২ | ০ | ৪ | ২ | +২ | ৫ | |
৩ | অস্ট্রেলিয়া | ৩ | ০ | ২ | ১ | ৪ | ৫ | −১ | ২ | |
৪ | ক্যামেরুন | ৩ | ০ | ১ | ২ | ২ | ৬ | −৪ | ১ |
অস্ট্রেলিয়া | ২-৩ | জার্মানি |
---|---|---|
|
প্রতিবেদন |
|
চিলি | ১-১ | অস্ট্রেলিয়া |
---|---|---|
রদ্রিগেজ ৬৭' | প্রতিবেদন | ট্রোসি ৪২' |
নকআউট পর্বে, সম্পূর্ণ সময় শেষে যদি দুই দলের গোল সংখ্যা সমান থাকে তবে অতিরিক্ত সময় (দুই অর্ধে ১৫ মিনিত করে) দেওয়া হবে। এরপরও যদি গোল সংখ্যা সমান থাকে তবে পেনাল্টি শুট-আউট দ্বারা বিজয়ী নির্ধারণ করা হবে।[5]
চূড়ান্ত অবস্থানেরর উপর ভিত্তি করে, দলগুলো ফিফা থেকে অর্থ পুরস্কার গ্রহণ করবে।[7]
প্রতিযোগিতা অবস্থান | চূড়ান্ত অবস্থান | অর্থ পুরস্কার (মার্কিন ডলার) |
---|---|---|
ফাইনাল | বিজয়ী | $৫,০০০,০০০ |
রানার্স-আপ | $৪,৫০০,০০০ | |
তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ | তৃতীয় অবস্থান | $৩,৫০০,০০০ |
চতুর্থ অবস্থান | $৩,০০০,০০০ | |
গ্রুপ পর্ব | পঞ্চম থেকে অষ্টম অবস্থান | $২,০০০,০০০ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.