লার্স স্টিন্ডল
জার্মান ফুটবলার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
লার্স এডি স্টিন্ডল (জন্ম: ২৬ আগস্ট ১৯৮৮) হলেন একজন জার্মান পেশাদার ফুটবলার, যিনি বরুসিয়া মনশেনগ্লাডবাখ এবং জার্মানি জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
![]() ২০১৭ সালে লার্স স্টিন্ডল | ||||||||||||||
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | লার্স এডি স্টিন্ডল[১] | |||||||||||||
জন্ম | [১] | ২৬ আগস্ট ১৯৮৮|||||||||||||
জন্ম স্থান | স্পেয়ের, পশ্চিম জার্মানি | |||||||||||||
উচ্চতা | ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)[১] | |||||||||||||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | |||||||||||||
ক্লাবের তথ্য | ||||||||||||||
বর্তমান দল | বরুসিয়া মনশেনগ্লাডবাখ | |||||||||||||
জার্সি নম্বর | ১৩ | |||||||||||||
যুব পর্যায় | ||||||||||||||
১৯৯১–২০০০ | টিএসভি উইসেন্টাল | |||||||||||||
২০০০–২০০৭ | কার্লস্রুহ এসসি | |||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | ||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | |||||||||||
২০০৭–২০১০ | কার্লস্রুহ এসসি ২ | ৪৯ | (১১) | |||||||||||
২০০৭–২০১০ | কার্লস্রুহ এসসি | ৫৬ | (১৩) | |||||||||||
২০১০–২০১৫ | হ্যানোভার ৯৬ | ১৩১ | (১৯) | |||||||||||
২০১৫– | বরুসিয়া মনশেনগ্লাডবাখ | ৯০ | (২৪) | |||||||||||
জাতীয় দল‡ | ||||||||||||||
২০০৭ | জার্মানি অনূর্ধ্ব-২০ | ৩ | (০) | |||||||||||
২০০৯ | জার্মানি অনূর্ধ্ব-২১ | ১ | (০) | |||||||||||
২০১৭– | জার্মানি | ১১ | (৪) | |||||||||||
অর্জন ও সম্মাননা
| ||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২০ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
আন্তর্জাতিক ক্যারিয়ার
জ্যেষ্ঠ
২০১৭ সালে, প্রথমবারের মতো স্টিন্ডল জার্মানি জাতীয় দলে ডাক পান। ২০১৭ সালের ৬ জুন তারিখে অনুষ্ঠিত ডেনমার্কের বিরুদ্ধে, ২০১৭ সালের ১০ তারিখে, ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে সান মারিনোর বিরুদ্ধে এবং ২০১৭ সালের ১৭ জুন হতে ২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপের জন্য জাতীয় দলে ডাক পান।[২]
তিনি ২০১৭ সালের ৬ই জুন তারিখে, ডেনমার্কের বিপক্ষে খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন, যেখানে তিনি পূর্ণ ৯০ মিনিট খেলেছিলেন।[৩]
২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার ৫ম মিনিটে তিনি গোল করে, এই গোলটি ছিল জার্মানির হয়ে তার প্রথম গোল।[৪] ৩ দিন পরে, তিনি চিলির বিরুদ্ধে খেলায় তিনি তার দ্বিতীয় গোল করেন, উক্ত খেলাটি ১–১ গোলে ড্র হয়েছিল।[৫] তিনি তার গোলের ধারা ফাইনালেও বজায় রাখেন, যেখানে তার করা একমাত্র গোলটি তার দলকে ফাইনাল জিততে সাহায্য করে। তিনি উক্ত প্রতিযোগিতায় ৩ গোল করে যুগ্ম সর্বোচ্চ গোলদাতায় পরিণত হয়।[৬]
ক্যারিয়ার পরিসংখ্যান
আন্তর্জাতিক পরিসংখ্যান
- ২৮ মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল | উল্লেখ |
---|---|---|---|---|
জার্মানি | ||||
২০১৭ | ১০ | ৪ | ||
২০১৮ | ১ | ০ | ||
সর্বমোট | ১১ | ৪ |
সম্মাননা
আন্তর্জাতিক
- জার্মানি
ব্যক্তিগত
- ফিফা কনফেডারেশন্স কাপ: রৌপ্য জুতা ২০১৭
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.