Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০১৪ এশিয়ান গেমস এশিয়া অলিম্পিক কাউন্সিল (ওসিএ)-এর পরিচালনায় এশিয়ার সর্ববৃহৎ ক্রীড়া বিষয়। আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতাটি ১৭শ এশিয়াড নামে হিসেবে পরিচিত। দক্ষিণ কোরিয়ার ইনছন এলাকায় ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর, ২০১৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়।[1] সর্বমোট ৩৬ ক্রীড়া ও বিভাগের ৪৩৭টি বিষয়ে ক্রীড়াবিদগণ একে-অপরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৭ এপ্রিল, ২০০৭ তারিখে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ভারতের দিল্লির আগ্রহকে পাশ কাটিয়ে ইঞ্চিয়নকে স্বাগতিকের মর্যাদা দেয়া হয়। ১৯৮৬ সালে সিউল ও ২০০২ সালে বুসানের পর ইঞ্চিয়ন দক্ষিণ কোরিয়ার তৃতীয় স্বাগতিক শহরের মর্যাদা পায়।
১৭শ এশিয়ান গেমস | |||
---|---|---|---|
স্বাগতিক শহর | ইনছন, দক্ষিণ কোরিয়া | ||
নীতিবাক্য | Diversity Shines Here | ||
অংশগ্রহণকারী জাতিসমূহ | ৪৫ | ||
অংশগ্রহণকারী ক্রীড়াবিদ | ৯,৫০১ | ||
বিষয়সমূহ | ৩৬ ক্রীড়ায় ৪৩৭ বিষয় | ||
উদ্বোধনী অনুষ্ঠান | ১৯ সেপ্টেম্বর | ||
সমাপ্তি অনুষ্ঠান | ৪ অক্টোবর | ||
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন | পার্ক জিয়ুন-হেয় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি | ||
আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করেন | আহমেদ আল-ফাহাদ আল-শাবাহ অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সভাপতি | ||
ক্রীড়াবিদের শপথ | ওহ জিন হিয়েক নাম হিয়ুন-হি | ||
টর্চ লাইটার | লি ইয়ং-এয় | ||
প্রধান মিলনস্থন | ইনছন এশিয়াড মেইন স্টেডিয়াম | ||
| |||
ওয়েবসাইট | অফিশিয়াল ওয়েবসাইট |
ক্রীড়া পরিচালনার জন্য আনুমানিক $১.৬২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় ধার্য্য করা হয়। তন্মধ্যে ১৯% ইঞ্চিয়ন সরকার ও ৭৮.৯% কোরীয় সরকার বহন করে। সমগ্র বাজেটের $১.৩৯ বিলিয়ন মার্কিন ডলার মাঠের নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়নে ব্যয় হয়। এছাড়াও $১১ মিলিয়ন মার্কিন ডলার অনুশীলনী মাঠ নির্মাণ ও রক্ষণাবেক্ষনে ব্যয় হয়। $১০৩ মিলিয়ন মার্কিন ডলার রাস্তা ও পরিবহন প্রকল্পে খরচ হয়।[2] এপ্রিল, ২০১২ সালে এক প্রতিবেদনে প্রকাশ পায় যে, ঋণ বৃদ্ধিতে নগরটি আর্থিক চাপের মধ্যে পড়েছে।[3] আইএজিওসি আশাবাদী যে, ১৫,০০০ ক্রীড়াবিদের মধ্য থেকে ২,০২৫ ক্রীড়াবিদকে বিনা ভাড়ায় পরিবহন ও সাজসজ্জ্বার দায়িত্ব নেয়ায় $৩৪ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সাশ্রয় ঘটবে।[4]
অংশগ্রহণকারী সকল জাতীয় অলিম্পিক কাউন্সিলের তালিকা নিম্নে দেয়া হয়েছে। বন্ধনীতে অংশগ্রহণকারী দেশের প্রতিযোগীর সংখ্যা উল্লেখ করা হলো।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.