২০১৪ এশিয়ান গেমস
২০১৪ এশিয়ান গেমস এশিয়া অলিম্পিক কাউন্সিল (ওসিএ)-এর পরিচালনায় এশিয়ার সর্ববৃহৎ ক্রীড়া বিষয়। আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতাটি ১৭শ এশিয়াড নামে হিসেবে পরিচিত। দক্ষিণ কোরিয়ার ইনছন এলাকায় ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর, ২০১৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়। সর্বমোট ৩৬ ক্রীড়া ও বিভাগের ৪৩৭টি বিষয়ে ক্রীড়াবিদগণ একে-অপরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৭ এপ্রিল, ২০০৭ তারিখে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ভারতের দিল্লির আগ্রহকে পাশ কাটিয়ে ইঞ্চিয়নকে স্বাগতিকের মর্যাদা দেয়া হয়। ১৯৮৬ সালে সিউল ও ২০০২ সালে বুসানের পর ইঞ্চিয়ন দক্ষিণ কোরিয়ার তৃতীয় স্বাগতিক শহরের মর্যাদা পায়।
পড়ুন
Top Questions
AI generatedআরো প্রশ্ন