Loading AI tools
কলকাতা পৌরসংস্থার একটি প্রশাসনিক বিভাগ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ওয়ার্ড নং ১২৯, কলকাতা পৌরসংস্থা হল কলকাতা পৌরসংস্থার বরো নং ১৪-র একটি প্রশাসনিক বিভাগযা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ কলকাতার বেহালা (আদর্শ নগর-বিজি প্রেস কলোনী- শ্রীমা পল্লী-রবীন্দ্র পল্লী) এলাকার কিছু অংশ জুড়ে গঠিত ।
এই নিবন্ধটিকে উইকিপিডিয়ার জন্য মানসম্পন্ন অবস্থায় আনতে এর বিষয়বস্তু পুনর্বিন্যস্ত করা প্রয়োজন। (মে ২০২১) |
ওয়ার্ড নং ১২৯ | |
---|---|
কলকাতা পৌরসংস্থা | |
প্রতিক্রিয়াশীল মানচিত্রে ১২৯ নং ওয়ার্ডের সীমানা | |
কলকাতায় অবস্থান | |
স্থানাঙ্ক: ২২.৪৯৬৭৩৫° উত্তর ৮৮.২৯৭৬৯৪° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
শহর | কলকাতা |
অঞ্চল | বেহালা (আদর্শ নগর-বিজি প্রেস কলোনী- শ্রীমা পল্লী-রবীন্দ্র পল্লী) |
সংরক্ষণ | নেই |
লোকসভা কেন্দ্র | কলকাতা দক্ষিণ |
বিধানসভা কেন্দ্র | বেহালা পশ্চিম |
বরো | ১৪ |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৯,৫৬৪ |
ডাক সূচক সংখ্যা | ৭০০ ০৬০, ৭০০ ০৬৩ |
এলাকা কোড | +৯১ ৩৩ |
ওয়ার্ড নং ১২৯ উত্তরে মহারাণী ইন্দিরা দেবী রোড এবং পল্লশ্রী কলোনী দ্বারা সীমাবদ্ধ; পূর্ব দিকে বেচারাম চ্যাটার্জি রোড, গোয়ালাপাড়া রোড, কাজিপাড়া রোড; দক্ষিণে পারুই দাসপাড়া রোড এবং পারুই কাঁচা রোড; এবং পশ্চিমে পোরুই মাউজা, মহেন্দ্র বন্দ্যোপাধ্যায় রোড এবং বেহালা মৌজা বরাবর টানা একটি রেখার দ্বারা। [1]
ওয়ার্ডটি কলকাতা পুলিশের পর্নশ্রী থানার আওতাধীন। [2][3][4]
বেহালা মহিলা থানা দক্ষিণ পশ্চিম বিভাগের অধীনে সমস্ত পুলিশ থানাগুলিকে অন্তর্ভুক্ত করে, অর্থাৎ সরসুনা, তারাতলা, বেহালা, পর্নশ্রী, ঠাকুরপুকুর এবং হরিদেবপুর। [2]
ভারতের ২০১১ সালের আদম শুমারি অনুসারে, কলকাতা পৌর সংস্থা ১২৯ নং ওয়ার্ডের মোট জনসংখ্যা ছিল ৩৯,৬৫৪ জন, যার মধ্যে ১৯,৯৯৭ (৫০%) পুরুষ এবং ১৯,,৫৮৫ (৫০%) মহিলা ছিলেন। জনসংখ্যার ৬ বছরের নিচে ছিল ২,০৮৬। ১২৯ নং ওয়ার্ডে মোট সাক্ষরতার সংখ্যা ছিল ৩৪,২১৭ (৬ বছরের বেশি জনসংখ্যার ৯২.৫৬%)। [5]
কলকাতা পশ্চিমবঙ্গের দ্বিতীয় সবচেয়ে বেশি শিক্ষিত জেলা district [6] কলকাতা জেলার সাক্ষরতার হার ১৯৫১ সালে ৫৩.০% থেকে বেড়ে ২০১১ সালের আদমশুমারিতে ৮৬.৩% হয়েছে। [7]
এছাড়াও দেখুন - সাক্ষরতার হার অনুসারে পশ্চিমবঙ্গ জেলাগুলির তালিকা
ওয়ার্ড পর্যায়ে মাতৃভাষা ও ধর্ম সম্পর্কে আদমশুমারির তথ্য পাওয়া যায় না। জেলা পর্যায়ের তথ্যের জন্য কলকাতা জেলা দেখুন ।
জেলা সেন্সাস হ্যান্ডবুক কলকাতা ২০১১ অনুসারে, কলকাতা পৌর কর্পোরেশনের ১৪১ টি ওয়ার্ড কলকাতা জেলা গঠন করেছে। (3 টি ওয়ার্ড পরে যুক্ত করা হয়েছিল)। [8]
ওয়ার্ডটি কলকাতা পৌর সংস্থা কাউন্সিলের নির্বাচনী অঞ্চল গঠন করে এবং এটি বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র এর অন্তর্গত। [9]
নির্বাচন বছর |
গণপরিষদ | কাউন্সিলরের নাম | দলীয় অধিভুক্তি | |
---|---|---|---|---|
২০০৫ | ওয়ার্ড নং ১২৯ | অঞ্জন দাশ | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | [10] |
২০১০ | সংহিতা দাস | অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস | [11] | |
২০১৫ | সংহিতা দাস | সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস | [12][13] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.