১২৯ নং ওয়ার্ড, কলকাতা পৌরসংস্থা

কলকাতা পৌরসংস্থার একটি প্রশাসনিক বিভাগ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

১২৯ নং ওয়ার্ড, কলকাতা পৌরসংস্থা

ওয়ার্ড নং ১২৯, কলকাতা পৌরসংস্থা হল কলকাতা পৌরসংস্থার বরো নং ১৪-র একটি প্রশাসনিক বিভাগযা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ কলকাতার বেহালা (আদর্শ নগর-বিজি প্রেস কলোনী- শ্রীমা পল্লী-রবীন্দ্র পল্লী) এলাকার কিছু অংশ জুড়ে গঠিত ।

দ্রুত তথ্য ওয়ার্ড নং ১২৯, দেশ ...
ওয়ার্ড নং ১২৯
কলকাতা পৌরসংস্থা
প্রতিক্রিয়াশীল মানচিত্রে ১২৯ নং ওয়ার্ডের সীমানা
ওয়ার্ড নং ১২৯ কলকাতা-এ অবস্থিত
ওয়ার্ড নং ১২৯
কলকাতায় অবস্থান
স্থানাঙ্ক: ২২.৪৯৬৭৩৫° উত্তর ৮৮.২৯৭৬৯৪° পূর্ব / 22.496735; 88.297694
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
শহরকলকাতা
অঞ্চলবেহালা (আদর্শ নগর-বিজি প্রেস কলোনী- শ্রীমা পল্লী-রবীন্দ্র পল্লী)
সংরক্ষণনেই
লোকসভা কেন্দ্রকলকাতা দক্ষিণ
বিধানসভা কেন্দ্রবেহালা পশ্চিম
বরো১৪
জনসংখ্যা (২০১১)
  মোট৩৯,৫৬৪
ডাক সূচক সংখ্যা৭০০ ০৬০, ৭০০ ০৬৩
এলাকা কোড+৯১ ৩৩
বন্ধ

ভূগোল

ওয়ার্ড নং ১২৯ উত্তরে মহারাণী ইন্দিরা দেবী রোড এবং পল্লশ্রী কলোনী দ্বারা সীমাবদ্ধ; পূর্ব দিকে বেচারাম চ্যাটার্জি রোড, গোয়ালাপাড়া রোড, কাজিপাড়া রোড; দক্ষিণে পারুই দাসপাড়া রোড এবং পারুই কাঁচা রোড; এবং পশ্চিমে পোরুই মাউজা, মহেন্দ্র বন্দ্যোপাধ্যায় রোড এবং বেহালা মৌজা বরাবর টানা একটি রেখার দ্বারা। []

ওয়ার্ডটি কলকাতা পুলিশের পর্নশ্রী থানার আওতাধীন। [][][]

বেহালা মহিলা থানা দক্ষিণ পশ্চিম বিভাগের অধীনে সমস্ত পুলিশ থানাগুলিকে অন্তর্ভুক্ত করে, অর্থাৎ সরসুনা, তারাতলা, বেহালা, পর্নশ্রী, ঠাকুরপুকুর এবং হরিদেবপুর। []

জনগণনার উপাত্ত

ভারতের ২০১১ সালের আদম শুমারি অনুসারে, কলকাতা পৌর সংস্থা ১২৯ নং ওয়ার্ডের মোট জনসংখ্যা ছিল ৩৯,৬৫৪ জন, যার মধ্যে ১৯,৯৯৭ (৫০%) পুরুষ এবং ১৯,,৫৮৫ (৫০%) মহিলা ছিলেন। জনসংখ্যার ৬ বছরের নিচে ছিল ২,০৮৬। ১২৯ নং ওয়ার্ডে মোট সাক্ষরতার সংখ্যা ছিল ৩৪,২১৭ (৬ বছরের বেশি জনসংখ্যার ৯২.৫৬%)। []

কলকাতা পশ্চিমবঙ্গের দ্বিতীয় সবচেয়ে বেশি শিক্ষিত জেলা district [] কলকাতা জেলার সাক্ষরতার হার ১৯৫১ সালে ৫৩.০% থেকে বেড়ে ২০১১ সালের আদমশুমারিতে ৮৬.৩% হয়েছে। []

এছাড়াও দেখুন - সাক্ষরতার হার অনুসারে পশ্চিমবঙ্গ জেলাগুলির তালিকা

ওয়ার্ড পর্যায়ে মাতৃভাষা ও ধর্ম সম্পর্কে আদমশুমারির তথ্য পাওয়া যায় না। জেলা পর্যায়ের তথ্যের জন্য কলকাতা জেলা দেখুন ।

জেলা সেন্সাস হ্যান্ডবুক কলকাতা ২০১১ অনুসারে, কলকাতা পৌর কর্পোরেশনের ১৪১ টি ওয়ার্ড কলকাতা জেলা গঠন করেছে। (3 টি ওয়ার্ড পরে যুক্ত করা হয়েছিল)। []

নির্বাচনের উপাত্ত

ওয়ার্ডটি কলকাতা পৌর সংস্থা কাউন্সিলের নির্বাচনী অঞ্চল গঠন করে এবং এটি বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র এর অন্তর্গত। []

আরও তথ্য নির্বাচন বছর, গণপরিষদ ...
নির্বাচন
বছর
গণপরিষদ কাউন্সিলরের নাম দলীয় অধিভুক্তি
২০০৫ ওয়ার্ড নং ১২৯ অঞ্জন দাশ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস [১০]
২০১০ সংহিতা দাস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস [১১]
২০১৫ সংহিতা দাস সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস [১২][১৩]
বন্ধ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.