Loading AI tools
পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। বেহালা কলকাতার দক্ষিণে অবস্থিত একটি অঞ্চল।
বেহালা পশ্চিম | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
কলকাতার মানচিত্রে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের অবস্থান | |
কলকাতার মানচিত্রে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°২৯′২৪″ উত্তর ৮৮°১৮′৫৪″ পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | দক্ষিণ চব্বিশ পরগনা |
বিধানসভা কেন্দ্র সংখ্যা | ১৫৪ |
ধরন | মুক্ত |
লোকসভা কেন্দ্র | কলকাতা দক্ষিণ |
নির্বাচকমণ্ডলী (বছর) | ২৫৯,৭১৩ (২০১১) |
২০০২ সালে গঠিত ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে কলকাতা পৌরসংস্থার ১১৮, ১১৯, ১২৫, ১২৬, ১২৭, ১২৮, ১২৯, ১৩০, ১৩১, ১৩২ নং ওয়ার্ড নিয়ে ১৫৪ নং বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রটি গঠিত হয়েছে।[1]
বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রটি ২৩ নং কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[1] ইতিপূর্বে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রটি যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল।[2]
নির্বাচনের বছর | কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
১৯৫১ | বেহালা | বীরেন রায় | সারা ভারত ফরওয়ার্ড ব্লক (রুইকার)[3] |
১৯৫৭ | রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় | ভারতের কমিউনিস্ট পার্টি[4] | |
১৯৬২ | রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় | ভারতের কমিউনিস্ট পার্টি[5] | |
১৯৬৭ | বেহালা পশ্চিম | রবীন মুখোপাধ্যায় | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[6] |
১৯৬৯ | রবীন মুখোপাধ্যায় | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[7] | |
১৯৭১ | রবীন মুখোপাধ্যায় | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[8] | |
১৯৭২ | বিশ্বনাথ চক্রবর্তী | ভারতের কমিউনিস্ট পার্টি[9] | |
১৯৭৭ | নির্মল মুখোপাধ্যায় | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[10] | |
১৯৮২ | নির্মল মুখোপাধ্যায় | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[11] | |
১৯৮৭ | নির্মল মুখোপাধ্যায় | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[12] | |
১৯৯১ | নির্মল মুখোপাধ্যায় | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[13] | |
১৯৯৬ | নির্মল মুখোপাধ্যায় | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[14] | |
২০০১ | পার্থ চট্টোপাধ্যায় | পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস[15] | |
২০০৬ | পার্থ চট্টোপাধ্যায় | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[16] | |
২০১১ | বেহালা পশ্চিম | পার্থ চট্টোপাধ্যায় | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[17] |
১৯৫১ সালে স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে ফরওয়ার্ড ব্লক (আরজি) প্রার্থী বীরেন রায় বেহালা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন।[3] পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ১৯৫৭[4] ও ১৯৬২[5] সালের বিধানসভা নির্বাচনে সিপিআই প্রার্থী রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় বেহালা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। এরপর বেহালা বিধানসভা কেন্দ্রটি দু’টি কেন্দ্রে বিভাজিত হয়েছিল। ১৯৬৭,[6] ১৯৬৯,[7] ও ১৯৭১ সালে[8] সিপিআই(এম) প্রার্থী রবীন মুখোপাধ্যায় বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। ১৯৭২ সালে সিপিআই প্রার্থী বিশ্বনাথ চক্রবর্তী এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন।[9]
সিপিআই(এম) প্রার্থী রবীন মুখোপাধ্যায় ১৯৭৭ সালে কংগ্রেস প্রার্থী সুবোধচন্দ্র দাসকে,[10][18] ১৯৮২ সালে কংগ্রেস প্রার্থী অরুণা ঘোষদস্তিদারকে,[11] এবং ১৯৮৭ সালে কংগ্রেস প্রার্থী লক্ষ্মীকান্ত বসুকে[12] পরাজিত করেন। সিপিআই(এম) প্রার্থী নির্মল মুখোপাধ্যায় ১৯৯১ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী লক্ষ্মীকান্ত বসুকে[13] এবং ১৯৯৬ সালে কংগ্রেস প্রার্থী কুমুদ ভট্টাচার্যকে[14] পরাজিত করেন। ২০০১ ও ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই(এম) প্রার্থী নির্মল মুখোপাধ্যায় (২০০১)[15] ও সিপিআই(এম) প্রার্থী নিরঞ্জম মুখোপাধ্যায়কে[16] পরাজিত করেন।
২০১১ সালের নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ চট্টোপাধ্যায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) প্রার্থী অনুপম দেব সরকারকে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | পার্থ চট্টোপাধ্যায় | ১,২৭,৮৭০ | ৬২.৯৬ | ১০.৫৭# | |
সিপিআই(এম) | অনুপম দেব সরকার | ৬৮,৮৪৯ | ৩৩.৯০ | -১১.৫৪ | |
বিজেপি | অমলেন্দু রায়চৌধুরী | ৪,২৪৮ | ২.০৯ | ||
নির্দল (রাজনীতিবিদ) | জয়ন্ত দত্ত | ২,১৪০ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৫৯,০২১ | ২৯.১ | |||
ভোটার উপস্থিতি | ২,০৩,১০৭ | ৭৮.২ | |||
তৃণমূল নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং | ২২.১১# |
.# ২০০৬ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোটের শতাংশ হারের সুইং একযোগে গণনা করা হয়েছে।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ চট্টোপাধ্যায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) প্রার্থী কৌস্তভ চট্টোপাধ্যায়কে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | পার্থ চট্টোপাধ্যায় | ১,০২,১১৪ | ৪৬.৯০ | -১৬.০৬ | |
সিপিআই(এম) | কৌস্তভ চট্টোপাধ্যায় | ৯৩,২১৮ | ৪২.৮০ | +৮.৯০ | |
বিজেপি | হরিকৃষ্ণ দত্ত | ১৭,৯৬২ | ৮.২০ | +৬.১১ | |
এসইউসিআই(সি) | মৃত্যুঞ্জয় রায় | ১,৪৯৪ | ০.৭০ | প্রযোজ্য নয় | |
বিএসপি | পুষ্পা ঢালি | ১,০৪০ | ০.৫০ | প্রযোজ্য নয় | |
নির্দল | তপন দেবনাথ | ৯২০ | ০.৪০ | প্রযোজ্য নয় | |
নির্দল | বিজয় কুমার সিং | ৭৪৪ | ০.৩০ | প্রযোজ্য নয় | |
নির্দল | বিপুল কুমার দাস | ৪৫০ | ০.২০ | প্রযোজ্য নয় | |
সংখ্যাগরিষ্ঠতা | ৮,৮৯৬ | ৪.১ | −২৪.৯৬ | ||
ভোটার উপস্থিতি | ২,১৭,৯৪২ | ৭৬.৩০ | −১.৯০ | ||
তৃণমূল নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং |
.# ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাপ্ত ভোটের শতাংশ হারের সুইং যুগ্মভাবে গণনা করা হয়েছে।
রাজনৈতিক দল | বিজিত আসন | আসনসংখ্যার পরিবর্তন |
---|---|---|
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | ২৬ | ১৯ |
ভারতীয় জাতীয় কংগ্রেস | ০ | ২ |
সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) | ১ | ১ |
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | ২ | ১৫ |
বিপ্লবী সমাজতন্ত্রী দল | ১ | ২ |
টীকা: নতুন আসন – ৭, অবলুপ্ত আসন – ৮ (বিস্তারিত বিবরণের জন্য টেমপ্লেট আলোচনা পৃষ্ঠা দেখুন)
২০২১ সালের বিধানসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ চট্টোপাধ্যায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে পরাজিত করেন।[20]
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | পার্থ চট্টোপাধ্যায় | ১,১৪,৭৭৮ | ৪৯.৫১ | +২.৬১ | |
বিজেপি | শ্রাবন্তী চট্টোপাধ্যায় | ৬৩,৮৯৪ | ২৭.৫৬ | +১৯.৩৬ | |
সিপিআই(এম) | নীহার ভক্ত | ৪৭,৫০৯ | ২০.৪৯ | -২২.৩১ | |
কাউকে নয় | উপরের কাউকে নয় | ২,৪৩৩ | ১.০৫ | -০.৮১ | |
নির্দল | সনৎ কুমার ভকত | ৮৭৩ | ০.৩৮ | ||
বিএসপি | অমল ঢালি | ৮৬২ | ০.৩৭ | -০.১৩ | |
নির্দল | মৃদুল ওঝা | ৫৫০ | ০.২৪ | ||
নির্দল | অরুণা রায় | ৫৩২ | ০.২৩ | ||
নির্দল | বিজয় কুমার সিং | ৩৮৫ | ০.১৭ | -০.১৩ | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫০,৮৮৪ | ২১.৯৫ | +১৭.৮৫ | ||
ভোটার উপস্থিতি | ২,৩১,৮১৬ | ||||
তৃণমূল নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.