Remove ads
কলকাতা পৌরসংস্থার একটি প্রশাসনিক বিভাগ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ওয়ার্ড নং ১২৮, কলকাতা পৌরসংস্থা হল কলকাতা পৌরসংস্থার ১৪ নং বরোতে অবস্থিত একটি প্রশাসনিক বিভাগ, যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বেহালা (রামনারায়ণ গভর্নমেন্ট কলোনি-ধামরাজটোলা-সেন পল্লী-নিমতলা) এলাকার কিছু অংশকে কভার করে।
ওয়ার্ড নং ১২৮ | |
---|---|
কলকাতা পৌরসংস্থা | |
প্রতিক্রিয়াশীল মানচিত্রে ১২৮ নং ওয়ার্ডের সীমানা | |
কলকাতায় অবস্থান | |
স্থানাঙ্ক: ২২.৪৮৮৩৪৫° উত্তর ৮৮.২৯৭৬৯৪° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
শহর | কলকাতা |
অঞ্চল | বেহালা (রামনারায়ণ গভর্নমেন্ট কলোনি-ধামরাজটোলা-সেন পল্লী-নিমতলা) |
Reservation | Open |
লোকসভা কেন্দ্র | কলকাতা দক্ষিণ |
বিধানসভা কেন্দ্র | বেহালা পশ্চিম |
বরো | ১৪ |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩২,১৭৯ |
ডাক সূচক সংখ্যা | ৭০০ ০৬১, ৭০০ ০৬৩ |
এলাকা কোড | +৯১ ৩৩ |
১২৮ নং ওয়ার্ডটি উত্তরে পোরুই দাসপাড়া রোড, পোরুই কাঁচা রোড এবং ফকির পাড়া রোড দ্বারা সীমানাযুক্ত; ডায়মন্ড হারবার রোডের পূর্বে; হো চি মিন সরণির দক্ষিণে; এবং পশ্চিমে সোনামুখী, সরসুনা ও সিব্রামপুর মৌজা বরাবর টানা রেখা দ্বারা পশ্চিমে অবস্থিত।
ওয়ার্ডটি কলকাতা পুলিশের পর্ণশ্রী থানা দ্বারা পরিসেবা করা হয়। [১][২][৩]
বেহালা মহিলা থানা দক্ষিণ পশ্চিম বিভাগের এখতিয়ারের অধীনে সমস্ত পুলিশ জেলাকে কভার করে, অর্থাৎ সরসুনা, তারাতলা, বেহালা, পর্ণশ্রী, ঠাকুরপুকুর ও হরিদেবপুর। [১]
ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে, ১২৮ নং ওয়ার্ড, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মোট জনসংখ্যা ছিল ৩২,১৭৯ জন, যার মধ্যে ১৬,০৪১ (৫০%) পুরুষ এবং ১৬,১৩৮ (৫০%) মহিলা। ৬ বছরের নিচে জনসংখ্যা ছিল ২,০১১ জন। ১২৮ নং ওয়ার্ডে মোট শিক্ষিতের সংখ্যা ছিল ৩০,১৬৮ (৬ বছরের বেশি জনসংখ্যার ৯২.৬৭%)। [৪]
ওয়ার্ডটি একটি সিটি মিউনিসিপ্যাল কর্পোরেশন কাউন্সিল নির্বাচনী এলাকা গঠন করে এবং এটি বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র [৫]
নির্বাচন বছর |
নির্বাচনী এলাকা | কাউন্সিলরের নাম | দলীয় অধিভুক্তি | |
---|---|---|---|---|
২০০৫ | ওয়ার্ড নং ১২৮ | রত্না রায় মজুমদার | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) | [৬] |
২০১০ | দোলা সরকার | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | [৭] | |
২০১৫ | রত্না রায় মজুমদার | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) | [৮][৯] |
|- | ২০২২ | | পার্থ সরকার | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.