হরি চাঁদ দেওয়ান

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

হরি চাঁদ দেওয়ান

এয়ার মার্শাল হরি চাঁদ দেওয়ান, পবিসেপ (২০ সেপ্টেম্বর ১৯২১ - ২২ আগস্ট ২০১৭) ছিলেন ভারতীয় বিমানবাহিনীর একজন কর্মকর্তা। একাত্তরে ভারতীয় অংশে ভারত-পাকিস্তান যুদ্ধে, ইস্টার্ন এয়ার কমান্ডের প্রধান হিসেবে তার সেবার জন্য তিনি ১৯৭২ সালে পদ্মভূষণে ভূষিত হন। []

দ্রুত তথ্য এয়ার মার্শালহরি চাঁদ দেওয়ান পরম বিশিষ্ট সেবা পদক, জন্ম ...
এয়ার মার্শাল

হরি চাঁদ দেওয়ান

জন্ম২০ সেপ্টেম্বর ১৯২১
মৃত্যু২২ আগস্ট ২০১৭
সেবা/শাখাভারতীয় বিমানবাহিনী
যুদ্ধ/সংগ্রামবার্মা অভিযান
বন্ধ
Thumb
লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরার তত্ত্বাবধানে আমির আবদুল্লাহ খান নিয়াজী পাকিস্তানের আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করছেন। তাঁদের পিছনে (বাম থেকে ডানে) দাঁড়িয়ে আছেন ভাইস অ্যাডমিরাল নীলকান্ত কৃষ্ণন, এয়ার মার্শাল দেওয়ান, লেঃ জেনারেল সগত সিং, মেজর জেনারেল জে এফ আর জ্যাকব

কর্মজীবন

১৯৪০ সালে তিনি কমিশন লাভ করেছিলেন। ১৯৬৯ সালে তিনি পরম বিশিষ্ট সেবা পদকও পেয়েছিলেন। [] তিনি আগস্ট ২০১৭ সালে ৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। []

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.