Loading AI tools
ইন্দো-ইউরোপীয় ভাষা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
স্পেনীয়, স্প্যানিশ, হিস্পানি[5] বা কাস্তিলীয়[lower-alpha 1] ( বা ) ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের রোমান্স শাখার একটি ভাষা। বাকি সব রোমান্স ভাষার মত স্পেনীয় ভাষাও একটি প্রাকৃত লাতিন ভাষা থেকে উৎপত্তি লাভ করে; এই প্রাকৃত ভাষাটি ইবেরীয় উপদ্বীপে (বর্তমান স্পেনে) প্রচলিত ছিল। ১৬শ শতকে স্পেনীয় উপনিবেশ স্থাপনের মধ্য দিয়ে এটি দুই আমেরিকা মহাদেশ, ফিলিপিন ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে। এটি প্রায় ৩৯ কোটি লোকের মাতৃভাষা, এবং সব মিলিয়ে বিশ্বের প্রায় ৪১ কোটি লোক এই ভাষায় কথা বলেন। এদের অধিকাংশই স্পেন, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় বাস করে। মেক্সিকো স্পেনীয়ভাষীর সংখ্যা অনুযায়ী বৃহত্তম দেশ। তারপরেই আছে কলম্বিয়া, স্পেন, আর্জেন্টিনা ও মার্কিন যুক্তরাষ্ট্র।
স্পেনীয় ভাষা হিস্পানি ভাষা | |
---|---|
| |
উচ্চারণ | [espaˈɲol], [kasteˈʎano] |
অঞ্চল | (নিচে দেখুন) |
মাতৃভাষী | ৪০ কোটি[1][2][3] ৫০ কোটি; প্রথম বা দ্বিতীয় ভাষা হিসেবে।[4] |
ইন্দো-ইউরোপীয়
| |
লাতিন (স্পেনীয় বর্ণমালা) | |
সরকারি অবস্থা | |
সরকারি ভাষা | ২১টি দেশসমূহ
আন্তর্জাতিক সংস্থা:
|
নিয়ন্ত্রক সংস্থা | আসোসিয়াসিওন দে আকাদেমিয়াস দে লা লেঙ্গুয়া এস্পানিওলা (রেয়াল আকাদেমিয়া এস্পানিওলা ও আরও ২২টি জাতীয় স্পেনীয় ভাষা আকাদেমি) |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-১ | es |
আইএসও ৬৩৯-২ | spa |
আইএসও ৬৩৯-৩ | spa |
লিঙ্গুয়াস্ফেরা | 51-AAA-b |
যেসব দেশে স্পেনীয় ভাষা প্রাতিষ্ঠানিক ভাষার মর্যাদাসম্পন্ন
যেসব দেশে স্পেনীয় ভাষার কোন প্রাতিষ্ঠানিক মর্যাদা নেই কিন্তু ২৫% বা তার বেশি জনগণ এতে কথা বলে।
যেসব দেশে স্পেনীয় ভাষার কোন প্রাতিষ্ঠানিক মর্যাদা নেই কিন্তু ১০-২০% জনগণ এতে কথা বলে।
যেসব দেশে স্পেনীয় ভাষার কোন প্রাতিষ্ঠানিক মর্যাদা নেই কিন্তু ৫-৯.৯% জনগণ এতে কথা বলে। |
স্পেনের অধিবাসীরা স্পেনীয় ভাষাকে অন্যান্য জাতীয় ভাষার সাথে তুলনার সময় এস্পানিওল (Español) নামে ডাকেন। আবার এটিকে স্পেনের অন্যান্য আঞ্চলিক ভাষার (যেমন- কাতালান, গালিসীয়, বা বাস্ক) সাথে তুলনার সময় কাস্তেইয়ানো (Castellano) নামে ডাকা হয়।
স্পেনীয় ভাষা ২২টি দেশের সরকারি ভাষা: আর্জেন্টিনা, বলিভিয়া (কেচুয়া ও আইমারা-র সাথে সহসরকারী), চিলি, কলম্বিয়া, কোস্টা রিকা, কিউবা, ডমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, এল সালভাদোর, নিরক্ষীয় গিনি (ফরাসি-র সাথে সহসরকারী), গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, প্যারাগুয়ে (গুয়ারানি-র সাথে সহসরকারী), পেরু (কেচুয়া ও আইমারা-র সাথে সহসরকারী), পুয়ের্তো রিকো (ইংরেজির সাথে সহসরকারী), স্পেন (কিছু কিছু অঞ্চলে কাতালান, গালিসীয় ও বাস্কের সাথে সহসরকারী), উরুগুয়ে, ভেনেজুয়েলা, এবং পশ্চিম সাহারা (আরবি-র সাথে সহসরকারী)।
জাতিসংঘের ছয়টি প্রাতিষ্ঠানিক কার্যকরী ভাষার মধ্যে স্পেনীয় একটি। এটি ইউরোপীয় ইউনিয়নেরও একটি প্রাতিষ্ঠানিক ভাষা।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.