সামান্থা রুথ প্রভু

ভারতীয় অভিনেত্রী ও মডেল উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

সামান্থা রুথ প্রভু

সামান্তা রুথ প্রভু (জন্ম: এপ্রিল ২৮, ১৯৮৭) একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল, যিনি প্রধানত তেলুগুতামিল চলচ্চিত্র শিল্পে ​​কাজ করেন; এবং চারটি ফিল্মফেয়ার পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন। সামান্থা ভারতের তামিলনাড়ু রাজ্যে বেড়ে ওঠেন এবং ছেলেবেলাতেই মডেলিং পেশার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পে নিজেকে একজন নেতৃস্থানীয় অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন।

দ্রুত তথ্য সামান্তা রুথ প্রভু, জন্ম ...
সামান্তা রুথ প্রভু
Thumb
২০১৫ সালে
জন্ম (1987-04-28) এপ্রিল ২৮, ১৯৮৭ (বয়স ৩৭)
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামযশোদা[১], সামান্থা আক্কিনেনি[২]
নাগরিকত্ব ভারত
শিক্ষাবি.কম[৩]
মাতৃশিক্ষায়তনস্টেলা মারিস কলেজ, চেন্নাই
পেশা
কর্মজীবন২০১০বর্তমান
দাম্পত্য সঙ্গীনাগা চৈতন্য (বি. ২০১৭; বিচ্ছেদ. ২০২১)
পিতা-মাতা
  • প্রভু (বাবা)
  • নিনেটে প্রভু (মা)
স্বাক্ষর
Thumb
বন্ধ

প্রাথমিক জীবন

সামান্থা ২৮ এপ্রিল ১৯৮৭ সালে[৪][৫] ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইতে জন্ম নেন।[৬]

ব্যক্তিগত জীবন

২০১২ সালে টাইমস অব ইন্ডিয়ার সাথে এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেন যে, তিনি "গভীরভাবে প্রেমে এবং তার সম্পর্কে বেশ সন্তুষ্ট"। তিনি বলেন, "সে এবং আমি খুব শক্তিশালী এবং আমি এতে খুবই খুশি"। তবে তিনি ভবিষ্যত পরিকল্পনা প্রকাশ করতে আপত্তি জানান।[৭] তিনি কস্টিউম ডিজাইনার নিরজা কনার ঘনিষ্ঠ বন্ধু।[৮] ২০০৫ সালে, সামান্থা তার ব্রেক আপের ঘোষণা দেন। তিনি জাবারদাস্ত চলচ্চিত্রের সহ-শিল্পী সিদ্ধার্থের সঙ্গে প্রায় সাড়ে দুই বছরের মতো সময় ধরে ডেট করেন। তবে তারা তাদের এই সম্পর্ক প্রকাশ্যে স্বীকার না করলেও, প্রায়ই তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়।[৯]

এরপর ২০১৫ সালের দিকে তিনি সম্পর্ক করে তোলেন আরেক তেলুগু সুপারস্টার নাগা চৈতন্যর সঙ্গে। ২০১৭ সালের ২৯ জানুয়ারি তাদের বাগদান সম্পন্ন হয়।[১০][১১][১২] ২০১৭ সালের অক্টোবর ৭ এবং ৮ তারিখে তারা যথাক্রমে হিন্দু এবং খ্রিষ্টান ধর্মমতে বিয়ে করেন ভারতের গোয়ায়।[১৩] ২রা অক্টোবর, ২০২১-এ এই দম্পতির বিচ্ছেদ ঘটে।[১৪] চৈতন্য এবং সামান্থাকে একত্রে তিনটি চলচ্চিত্রে দেখা গিয়েছে এবং সেগুলো বক্স অফিসে ব্লকবাস্টার ঘোষিত হয়েছে।

চলচ্চিত্রের তালিকা

পুরস্কার ও মনোনয়ন

আরও তথ্য বছর, পুরস্কার ...
বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল
২০১১ সিনেমা পুরস্কার শ্রেষ্ঠ নারী অভিষেক ইয়ে মায়া চেসাভে বিজয়ী
৫৮তম ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ শ্রেষ্ঠ অভিনেত্রী - তেলুগু মনোনীত
শ্রেষ্ঠ নারী অভিষেক বিজয়ী
নন্দী পুরস্কার বিশেষ জুরি পুরস্কার বিজয়ী
টিএসআর টিভি৯ ফিল্ম অ্যাওয়ার্ডস্ শ্রেষ্ঠ নায়িকা বিজয়ী
বিজয় পুরস্কার শ্রেষ্ঠ নারী অভিষেক বানা কাথাড়ি মনোনীত
২০১২ ৫৯তম ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ শ্রেষ্ঠ অভিনেত্রী - তেলুগু ডুকুড়ু মনোনীত
১ম দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী মনোনীত
২০১৩ ভিকাতান পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী নীথানে এন পনভাসান্থাম বিজয়ী
বিজয় পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী বিজয়ী
টিএসআর টিভি৯ ফিল্ম অ্যাওয়ার্ডস্ শ্রেষ্ঠ অভিনেত্রী এগা বিজয়ী
সিনেমা পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী বিজয়ী
৬০তম ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ শ্রেষ্ঠ অভিনেত্রী - তেলুগু বিজয়ী
শ্রেষ্ঠ অভিনেত্রী - তামিল নীথানে এন পনভাসান্থাম বিজয়ী
২য় দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী মনোনীত
'এগা মনোনীত
২০১৪ মার্গদর্শী বিগ তেলুগু এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডস্ শ্রেষ্ঠ অভিনেত্রী ২০১৩ আত্তারিন্তিকি দারেদি বিজয়ী
৬১তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস্ দক্ষিণ শ্রেষ্ঠ অভিনেত্রী – তেলুগু মনোনীত
৩য় দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী বিজয়ী
সন্তোষম্ শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী বিজয়ী
বন্ধ

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.