Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সামান্থা রুথ প্রভু একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল যিনি মূলত তেলুগু ও তামিল চলচ্চিত্রে কাজ করেন। ২০১০ সালে গৌতম মেননের রোমান্টিক তেলুগু চলচ্চিত্র ইয়ে মায়া চেসাভেতে অভিনয়ের মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে অভিষেক করেন এবং এটি ছিল একযোগে-চিত্রগ্রহণ করা তামিল চলচ্চিত্র ভিন্নাইতান্ডি ভারুভায়া-এর তেলুগু সংস্করণ। তিনি সাবেক শ্রেষ্ঠ নারী চরিত্রে আত্মপ্রকাশের জন্য ফিল্মফেয়ার পুরস্কার - দক্ষিণ এবং একটি নন্দী পুরস্কার বিজয়ী।[১][২][৩] সামান্থা পরবর্তীতে ২০১২ সালের নিথেন এন পোভসন্তাম এবং ইগা চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে শ্রেষ্ঠ তামিল অভিনেত্রীর এবং শ্রেষ্ঠ তেলুগু অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার উভয় জিতেছে। তারপর থেকে, তিনি প্রাথমিকভাবে নায়ক-কেন্দ্রিক তেলুগু চলচ্চিত্র ডোকুডু (২০১১), ইয়েতো ভেল্লিপোয়িন্ধি মানাসু (২০১২), সীথাম্মা ভাকিতলো সিরিমাল্লে চেত্তু (২০১২) এবং আত্তারিন্তিকি দারেদি (২০১৩) এবং তামিল চলচ্চিত্র কাথথিতে (২০১৪) নেতৃস্থানীয় মহিলা চরিত্রের ভূমিকা প্রদর্শিত করতে বেছে নিয়েছে। থেরি এবং ২৪ (উভয় ২০১৬) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ তামিল অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পান। তেলুগু আ আ... (২০১৬) চলচ্চিত্রে কাজের জন্য তিনি চতুর্থ ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন।[৪]
ছবিটি এখনো মুক্তি পায়নি উল্লেখ করে |
সাল | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | ভাষা | নোট | তথ্যসূত্র |
---|---|---|---|---|---|---|
২০১০ | ইয়ে মায়া চেসাভে | জেসি | গৌতম মেনন | তেলুগু | শ্রেষ্ঠ আত্মপ্রকাশকারী অভিনেত্রী জন্য ফিল্মফেয়ার পুরস্কার মনোনীত - শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার - তেলুগু |
[৫] |
২০১০ | ভিন্নাইতান্ডি ভারুভায়া | নন্দিনী | গৌতম মেনন | তামিল | অতিথি হিসেবে উপস্থিত | [৬] |
২০১০ | বানা কাথাদি | প্রিয়া | বদ্রী ভেঙ্কটেশ | [৭] | ||
২০১০ | মস্কোইন কাবেরী | কাবেরী | রবি বর্মন | [৮] | ||
২০১০ | বৃন্দাবনম্ | ইন্দু | ভামসি পাইদিপাল্লি | তেলুগু | [৯] | |
২০১১ | নাদুনিশি নায়গাল | মানসিক রোগী | গৌতম মেনন | তামিল | অতিথি হিসেবে উপস্থিত | [১০] |
২০১১ | ডোকুডু | প্রশান্তি | শ্রীনু ভাইটলা | তেলুগু | মনোনীত - শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার - তেলুগু | [১১] |
২০১২ | এক দিওয়ানা থা | সামান্থা | গৌতম মেনন | হিন্দী | অতিথি হিসেবে উপস্থিত | [১২] |
২০১২ | এগা | বিন্দু | এস. এস. রাজামৌলি | তেলুগু | শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার - তেলুগু | [১৩] |
২০১২ | নান ই | এস, এস, রাজামৌলি | তামিল | [১৪] | ||
২০১২ | নীথানে এন পনভাসান্থাম | নিত্যা বাসুদেবন | গৌতম মেনন | শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার - তামিল | [১৫] | |
২০১২ | ইয়েতো ভেল্লিপোয়িন্ধি মানাসু | নিত্যা ইয়েলাভার্থি | গৌতম মেনন | তেলুগু | [১৬] | |
২০১৩ | সীথাম্মা ভাকিতলো সিরিমাল্লে চেত্তু | গীতা | শ্রীকান্ত আড্ডালা | [১৭] | ||
২০১৩ | জাবারদাস্থ | শ্রেয়া | বি. ভি. নন্দিনী রেড্ডী | [১৮] | ||
২০১৩ | সামথিং সামথিং | সুন্দর সি. | অতিথি হিসেবে উপস্থিত | [১৯] | ||
২০১৩ | থীয়া ভেলাই সেইয়ানাম কুমারু | সুন্দর সি. | তামিল | অতিথি হিসেবে উপস্থিত | [২০] | |
২০১৩ | আত্তারিন্তিকি দারেদি | শশী | ত্রিবিক্রম শ্রীনিবাস | তেলুগু | মনোনীত - শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার - তেলুগু | [২১] |
২০১৩ | রামাইয়া ভাস্থাভাইয়া | আকর্ষা | হরিশ শংকর | [২২] | ||
২০১৪ | মানাম | কৃষ্ণাভেনি এবং প্রিয়া [ক] | বিক্রম কুমার | মনোনীত - শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার - তেলুগু | [২৩] | |
২০১৪ | অটোনগর সুরিয়া | শিরিষা | দেবা কাট্টা | [২৪] | ||
২০১৪ | আল্লুডু সীনু | অঞ্জলি | ভি. ভি. বিনায়ক | [২৫] | ||
২০১৪ | আনজান | জীভা | এন. লিঙ্গুসামী | তামিল | [২৬] | |
২০১৪ | রাভাসা | ইন্দু | সন্তোষ শ্রীনিবাস | তেলুগু | [২৭] | |
২০১৪ | কাথথি | অঙ্কিতা | এআর মুরুগাদোস | তামিল | মনোনীত - শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার - তামিল | [২৮] |
২০১৫ | এস/ও সত্যমূর্তি | সামীরা | ত্রিবিক্রম শ্রীনিবাস | তেলুগু | [২৯] | |
২০১৫ | ১০ এন্দ্রাথুকুল্লা | শাকিলা এবং গার্গী মোই [ক] | বিজয় মিল্টন | তামিল | [৩০] [৩১] | |
২০১৫ | থাঙ্গা মগন | যমুনা | ভেলরাজ | [৩২] | ||
২০১৬ | ব্যাঙ্গালোর নাটকাল | গ্রেস | ভাস্কর | অতিথি হিসেবে উপস্থিত | [৩৩] | |
২০১৬ | থেরি | মিত্রা | আতলী | মনোনীত - শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার - তামিল | [৩৪] | |
২০১৬ | ২৪ | সত্যা | বিক্রম কুমার | তেলুগু | মনোনীত - শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার - তামিল | [৩৫] |
২০১৬ | ব্রাহ্মোৎসবম্ | অনুল্লিখিত NRI লন্ডন থেকে আগত | শ্রীকান্ত আড্ডালা | [৩৬] | ||
২০১৬ | অ আ | অনুসূয়া রামালিঙ্গম | ত্রিবিক্রম শ্রীনিবাস | শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার - তেলুগু | [৩৭] | |
২০১৬ | জনতা গ্যারেজ | বুজ্জি | কোরাতালা শিবা | [৩৮] | ||
২০১৭ | রাজু গারি গাধী ২ | আমরুথা | ওহমকার | [৩৯] | ||
২০১৭ | মেরসাল | তারা | আতলী | তামিল | [৪০] | |
২০১৮ | রাঙ্গাস্থালাম | রামা লক্ষ্মী | সুকুমার | তেলুগু | [৪১] | |
২০১৮ | মহানতী | মাধুরাভানি | নাগ আশ্বিন | [৪২] | ||
২০১৮ | নাদিগাইয়ার থিলাগাম | তামিল | [৪৩] | |||
২০১৮ | ইরুম্বু থিরাই | রতি দেবী | পি. এস. মিত্রন | [৪৪] | ||
২০১৮ | সীমা রাজা | সান্ধানথিরা সেলভি | পনরাম | [৪৫] | ||
২০১৮ | ইউ টার্ন | রচনা | পবন কুমার | [৪৬] | ||
২০১৮ | ইউ টার্ন | রচনা | তেলুগু | [৪৭] | ||
২০১৮ | সুপার ডিলাক্স | ভায়েম্বু | থিয়াগারাজন কুমারারাজা | তামিল | [৪৮] | |
২০১৯ | মাজিলি | শ্রাবণী | শিবা নির্ভানা | তেলুগু | [৪৯] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.