সাতক্ষীরা মেডিকেল কলেজ
বাংলাদেশের সাতক্ষীরা জেলায় অবস্থিত সরকারি মেডিকেল কলেজ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সাতক্ষীরা মেডিকেল কলেজ বাংলাদেশের সাতক্ষীরা জেলায় অবস্থিত একটি সরকারি মেডিকেল কলেজ।[১] প্রতিষ্ঠানটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়।[২]
![]() | |
ধরন | সরকারী মেডিকেল কলেজ |
---|---|
স্থাপিত | ২০১১ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা |
অধ্যক্ষ | ডা. রুহুল কুদ্দুছ |
পরিচালক | ডা. কুদরত-ই-খোদা |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৬০ |
শিক্ষার্থী | ৩১০ |
অবস্থান | বাঁকাল, সাতক্ষীরা , ২২.৬৯০১° উত্তর ৮৯.০৪৬৯° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে |
ওয়েবসাইট | www |
![]() |

ইতিহাস
২০১১ সালের ১৬ অক্টোবর সাতক্ষীরা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল।[৩][৪] ২০১২ সালের ১৩ জানুয়ারি শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল। সাতক্ষীরা শহরের কাটিয়া নামক স্থানে একটি ভাড়া বাড়িতে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল। কলেজের সাথে ১০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল চালু করা হয়েছিল। বর্তমানে তা ৫০০ শয্যা। [৫]
হাসপাতাল
কলেজ প্রাঙ্গনেই রয়েছে ৫০০ শয্যা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল। হাসপাতালে আউটডোর, ইনডোর এবং জরুরি বিভাগ সহ রয়েছে আধুনিক রোগনির্ণয় যন্ত্রপাতি, আল্ট্রাসাউন্ড, এক্স-রে, সিটি-স্ক্যান, এম আর আই যন্ত্র। রয়েছে আধুনিক সুবিধা সমৃদ্ধ প্যাথলজি ডিপার্টমেন্ট, অত্যাধুনিক ওটি, আল্ট্রা ক্লিন ওটি, ইমার্জেন্সি ওটি, আইসিইউ, সিসিইউ, সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা, লিফট সুবিধাসহ নানাবিধ সুবিধা। অল্পসময়ের মধ্যেই এই হাসপাতাল সাতক্ষীরাবাসীর আস্থার অপর নাম হয়ে দাড়িয়েছে। প্রতিদিন প্রায় কয়েক হাজার রোগীর সেবা দিয়ে আসছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল।
বিভাগসমূহ
সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভাগগুলো হলঃ[৫]
ক. প্রি-ক্লিনিক্যাল
- এনাটমি
- ফিজিওলজি
- বায়োকেমিস্ট্রি
খ. প্যারা-ক্লিনিক্যাল
- কমিউনিটি মেডিসিন
- ফরেনসিক মেডিসিন & টক্সিকোলজি
- প্যাথলজি
- মাইক্রোবায়োলজি
- ফার্মাকোলজি
গ. ক্লিনিক্যাল
- মেডিসিন বিভাগ
- সার্জারি বিভাগ
- গাইনি বিভাগ
- নাক, কান, গলা বিভাগ
- শিশু বিভাগ
- শিশু-সার্জারি বিভাগ
- অর্থোপেডিক্স বিভাগ
- অর্থো-সার্জারি বিভাগ
- চক্ষু বিভাগ
- চর্ম ও যৌন বিভাগ
- কার্ডিওলজি বিভাগ
- নেফ্রোলজি
- ইউরোলজি
- সাইকিয়াট্রি
- দন্ত বিভাগ
অধ্যক্ষবৃন্দ
- অধ্যাপক ডাঃ এস জেড আতিক (২০১২-২০১৪)
- অধ্যাপক ডাঃ কাজী হাবিবুর রহমান (২০১৫-২০২১)
- অধ্যাপক ডাঃ রুহুল কুদ্দুস (২০২১- বর্তমান)
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.