শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা

বাংলাদেশের ৫ম সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বাংলাদেশের একটি সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়[] খুলনা বিভাগ তথা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চিকিৎসা ক্ষেত্রে উচ্চ শিক্ষা, গবেষণা ও সেবার মান এবং সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের স্বার্থে বিভাগীয় শহর খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের খুলনা অঞ্চলের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়ে কার্যক্রম শুরু করে।

দ্রুত তথ্য ধরন, স্থাপিত ...
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা
ধরনসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়
স্থাপিত ফেব্রুয়ারি ২০২১; ৪ বছর আগে (2021-02-04)
বাজেট৳৪.১ কোটি (২০২৪-২৫)[]
ইআইআইএন১৪০২১৩
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যঅধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান
স্নাতকএমবিবিএস
স্নাতকোত্তরএমডি,এমএস, ডিপ্লোমা,এমফিল
ঠিকানা
নিরালা (অস্থায়ী)
, ,
৯১০০
,
শিক্ষাঙ্গনশহর
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটshmu.ac.bd
Thumb
বন্ধ

ইতিহাস

২০১৯ সালের ২১ জুলাই মেডিকেল বিশ্ববিদ্যালয় করতে খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠায়। পরবর্তীকালে জেলা প্রশাসক সম্মেলনে এই বিষয়টি উত্থাপন করেন তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। তিনি ১৯ আগস্ট লিখিতভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাবনা দেন। প্রস্তাবনাটি অনুমোদনের পর ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় স্থাপনে নির্দেশনা দেওয়া হয়।[][][][]

২০২১ সনের ০৬ নং আইন শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা, আইন, ২০২১ দ্বারা প্রণীত হয়।

ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয়টি অস্থায়ী ক্যাম্পাস নিরালা আবাসিক এলাকায় অবস্থিত।

Thumb
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় এর অস্থায়ী ক্যাম্পাস

অনুষদ

  1. মেডিসিন অনুষদ
  2. সার্জারি অনুষদ
  3. বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদ
  4. ডেন্টাল অনুষদ
  5. নার্সিং অনুষদ
  6. বায়োটেকনোলজি ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ
  7. মেডিক্যাল টেকনোলজি অনুষদ
  8. প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদ

অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান

মেডিকেল কলেজ

সরকারি
  1. খুলনা মেডিকেল কলেজ
  2. যশোর মেডিকেল কলেজ
  3. কুষ্টিয়া মেডিকেল কলেজ
  4. সাতক্ষীরা মেডিকেল কলেজ
  5. মাগুরা মেডিকেল কলেজ
বেসরকারি
  1. গাজী মেডিকেল কলেজ
  2. আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ
  3. আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ
  4. খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল

নার্সিং কলেজ

  1. খুলনা নার্সিং কলেজ, খুলনা
  2. খুলনা মমতা নার্সিং কলেজ, খুলনা
  3. এশিয়ান নার্সিং কলেজ, খুলনা
  4. নার্গিস মেমোরিয়াল নার্সিং কলেজ, বাগেরহাট
  5. ওয়ার্ল নার্সিং কলেজ, মাগুরা

উপাচার্যগণ

নিম্নোক্ত ব্যক্তিবর্গ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:

আরও তথ্য ক্রম, নাম ...
ক্রম নাম দায়িত্ব গ্রহণ দায়িত্ব হস্তান্তর
অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান[] ৩ মে ২০২১ অদ্যাবধি
বন্ধ

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.