সাউন্ডটেক
বাংলাদেশী রেকর্ড লেবেল কোম্পানি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সাউন্ডটেক হচ্ছে বাংলাদেশের একটি প্রখ্যাত রেকর্ড লেবেল কোম্পানী।[১][২] কোম্পানীটির স্বত্তাধিকারী হচ্ছেন সুলতান মাহমুদ।[৩]
সাউন্ডটেক | |
---|---|
![]() | |
প্রতিষ্ঠাকাল | ১৯৯২ |
প্রতিষ্ঠাতা | সুলতান মাহমুদ |
অবস্থা | সক্রিয়া |
পরিবেশক | সাউন্ডটেক মিডিয়া |
ধরন | প্রকারভেদ (গান, চলচ্চিত্র, নাটক) |
দেশ | বাংলাদেশ |
অবস্থান | ৬২, দোকান: ২১, ২য় তলা, মুন কমপ্লেক্স, রাবিয়া-এলাচ মার্কেট, পাটুয়াটুলী, ঢাকা-১১০০ |
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট | soundtek |
ইতিহাস
১৯৮২ সালে সুলতান মাহমুদ সাউন্ডেক প্রতিষ্ঠা করেন। আশির দশক থেকে সাউন্ডটেক অডিও ফিতা ক্যাসেটের মাধ্যমে গান প্রকাশ করা শুরু করেন।[৪][৫] সাইন্ডটেকের ইউটিউব চ্যানেল মাত্র ১ বছরে ১ মিলিয়র সাবস্ক্রাইবার পার করে। ১৯৯২ সাল এখনো পর্যন্ত প্রতিষ্ঠানটি প্রায় ১৫০০ এর উপরে অ্যালবাম প্রকাশ করেছে।[৬] সাউন্ডটেকের শেষ টেপরেকর্ড অডিও ফিতা ক্যাসেট ছিল গোলাম মুসাব্বির রাকিব এর 'যারে আমার মন', যেটি ২০০৮ সালে প্রকাশিত হয়।
ধরন
সংগীতশিল্পী
- জেমস
- আইয়ুব বাচ্চু
- রাকিব মুসাব্বির
- আসিফ আকবর
- পার্থ বড়ুয়া
- এন্ড্রু কিশোর
- শাফিন আহমেদ
- ফেরদৌস ওয়াহিদ
- তমাল হাদিউল[১০]
- মিনার রহমান
সংগীত দল
উল্লেখযোগ্য কিছু অ্যালবাম
- ও প্রিয়া তুমি কোথায় (অ্যালবাম) - আসিফ আকবর - ২০০১
- ফিরে ফিরে আসি - এন্ড্রু কিশোর
- যারে আমার মন (একক) গোলাম মুসাব্বির রাকিব
- কালিয়া - ডলি শায়ন্তনী
- তিন পাগলের মেলা - মিশ্র
- তুমি কথা রাখোনী - আসিফ আকবর
- মাধবী কি ছিল ভুল - আতিক হাসান
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.