উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মুখোশ বাংলাদেশের একটি ব্যান্ড দল। নব্বই দশকের শেষ দিকে কয়েকজন বন্ধু মিলে গড়ে তোলেন গানের দল ‘মুখোশ’। দল গঠনের দুই বছরে পর ২০০০ সালের ঈদে সাউন্ডটেক থেকে প্রকাশিত হয় ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘মুখোশ’।[১][২]
১৯৯৭ সালে যাত্রা শুরু হয় মুখোশ ব্যান্ডটির। প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ২০০০ সালের ঈদুল ফিতরে। ‘মুখোশ’ শিরোনামের সেই অ্যালবামের গানের মধ্যে ছিল ‘বড় হবে’, ‘আয় ওড়না’, ‘ধুর ছাই’ ও ‘অপেক্ষা’ নামের গান। [৩][৪]
বর্তমানে মুখোশ ব্যান্ডটির ড্রামস এবং ব্যান্ড লিডার হিসেবে আছেন রোজ মোহিত, ভোকাল এবং গিটারে খালিদ হোসেন রাজু এবং অতিথি বাদক হিসেবে আছেন সেলিম হায়দার, সাটন, বুলেট ও শাহিন। [৫][৬]
Seamless Wikipedia browsing. On steroids.