Remove ads
বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সাইফুদ্দিন আহমেদ (১৯২৭ - ২৭ সেপ্টেম্বর ২০১০) যিনি শুধু সাইফুদ্দিন নামে অধিক পরিচিত একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ছিলেন। [১][২] এছাড়া তিনি নিয়মিত টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। তিনি মূলত একজন কৌতুক অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন। [৩] ১৯৫৬ সালে আব্দুল জব্বার খান নির্মিত তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম বাংলা ও সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনেতা হিসেবে অভিষেক ঘটে। [২] তিনি ষাটের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত চলচ্চিত্রে নিয়মিত ছিলেন। এসময় তিনি প্রায় চারশত চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে মুখ ও মুখোশ (১৯৫৬), চাওয়া পাওয়া (১৯৬৭), আঁকাবাঁকা (১৯৭০), ময়নামতি (১৯৬৯), এতটুকু আশা (১৯৬৮), নীল আকাশের নিচে (১৯৬৯), জল ছবি (১৯৭১), মধু মিলন (১৯৭০), বধু বিদায় (১৯৭৮), আরাধনা (১৯৭৯), সুন্দরী (১৯৭৯), শহর থেকে দূরে (১৯৭৯), শেষ উত্তর (১৯৮০), বড় ভাল লোক ছিল (১৯৮২), চন্দ্রনাথ (১৯৮৪), দহন (১৯৮৫) ও বেদের মেয়ে জোসনা (১৯৮৯) উল্লেখযোগ্য।
সাইফুদ্দিন | |
---|---|
জন্ম | সাইফুদ্দিন আহমেদ ১৯২৭ |
মৃত্যু | ২৭ সেপ্টেম্বর ২০১০ ৮২–৮৩) | (বয়স
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৫৬ - ২০১০ |
পরিচিতির কারণ | মুখ ও মুখোশ, সুন্দরী |
সন্তান | সাঈদ আহমেদ |
আত্মীয় | আব্দুল জব্বার খান (চলচ্চিত্র পরিচালক) (ভগ্নিপতি) |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৭৯) |
১৯৭৯ সালে সাইফুদ্দিন সুন্দরী চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর এ অভিনেতা মারা যান।
সাইফুদ্দিন ১৯২৭ ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলায় জন্মগ্রহণ করেন।
বছর | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | সহশিল্পী | ভাষা | মুক্তির তারিখ | নোট |
---|---|---|---|---|---|---|---|
১৯৫৬ | মুখ ও মুখোশ | আবদুল জব্বার খান | পূর্ণিমা সেনগুপ্তা, আতিয়া, পিয়ারি বেগম, আমিনুল হক | বাংলা | ৩ আগস্ট ১৯৫৬ | ||
১৯৬২ | জোয়ার এলো | আবদুল জব্বার খান | সুলতানা জামান, আমিনুল হক, আনোয়ার হোসেন | বাংলা | ২৪ আগস্ট ১৯৬২ | ||
১৯৬৩ | নাচঘর | আবদুল জব্বার খান | গোলাম মুস্তাফা, শবনম, নাসিমা খান, হাসান ইমাম, আনোয়ার হোসেন | উর্দু | ১ নভেম্বর ১৯৬৩ | ||
১৯৬৪ | বন্ধন | কাজী জহির | ইনাম আহমেদ, তন্দ্রা ভট্টাচার্য | উর্দু | ৬ নভেম্বর ১৯৬৪ | ||
১৯৬৬ | পরওয়ানা | কামাল আহমেদ | সুলতানা জামান, হাসান ইমাম | উর্দু | ২৬ আগস্ট ১৯৬৬ | ||
১৯৬৬ | উজালা | কামাল আহমেদ | সুলতানা জামান, আনোয়ারা | উর্দু | ১১ মার্চ ১৯৬৬ | ||
১৯৬৭ | অভিশাপ | রাশেদ আজগর | আনোয়ার হোসেন, খলিল, শওকত আকবর, সুমিতা দেবী, সুলতানা জামান, সুচন্দা | বাংলা | ১৪ এপ্রিল ১৯৬৬ | ||
১৯৬৭ | ময়ুরপঙ্খী | হাবিব মেহেদী | হাসান ইমাম, সুলতানা জামান, ইনাম আহমেদ, রোজিনা, মান্নান | বাংলা | ২৩ জুন ১৯৬৭ | ||
১৯৬৭ | চাওয়া পাওয়া | নারায়ণ ঘোষ মিতা | রাজ্জাক, কবরী, রোজী আফসারী, সুচন্দা, আনোয়ারা, গোলাম মুস্তাফা, আনোয়ার হোসেন | বাংলা | ১ সেপ্টেম্বর ১৯৬৭ | ||
১৯৬৮ | বাঁশরী | আবদুল জব্বার খান | রাজ্জাক, কবরী, আনোয়ার হোসেন | বাংলা | ২৪ মে ১৯৬৮ | ||
১৯৬৮ | এতটুকু আশা | নারায়ণ ঘোষ মিতা | রাজ্জাক, সুজাতা, কাজী খালেক,
রোজী আফসারী |
বাংলা | ২৮ জুন ১৯৬৮ | ||
১৯৬৮ | পরশমণি | জহির চৌধুরী | আনোয়ার হোসেন, সুচন্দা, ফতেহ লোহানী | বাংলা | ৬ সেপ্টেম্বর ১৯৬৮ | ||
১৯৬৯ | গাজী কালু চম্পাবতী | মহিউদ্দিন | সুজাতা, হাসান ইমাম, আনোয়ার হোসেন | বাংলা | ৭ ফেব্রুয়ারি ১৯৬৯ | ||
১৯৬৯ | ময়নামতি | কাজী জহির | রাজ্জাক, কবরী, আজিম, সুজাতা | বাংলা | ১৬ মে ১৯৬৯ | ||
১৯৬৯ | নীল আকাশের নিচে | নারায়ণ ঘোষ মিতা | রাজ্জাক, কবরী, ববিতা,
আনোয়ার হোসেন, |
বাংলা | ১০ অক্টোবর ১৯৬৯ | ||
১৯৭০ | সমাপ্তি | মঞ্জুর হোসেন | রাজ্জাক, শাবানা, বেবী জামান, রাজ, খলিল, ওয়াহিদা | বাংলা | ৩০ জানুয়ারি ১৯৭০ | ||
১৯৭০ | আঁকাবাঁকা | বাবুল চৌধুরী | রাজ্জাক, কবরী, ফতেহ লোহানী, সুলতানা জামান, আলতাফ, আনোয়ার হোসেন, | বাংলা | ২৭ মার্চ ১৯৭০ | ||
১৯৭০ | মধুমিলন | কাজী জহির | রাজ্জাক, শাবানা, সুচন্দা, আনোয়ারা, সুলতানা জামান, খান জয়নুল | বাংলা | ৩১ জুলাই ১৯৭০ | ||
১৯৭১ | আমার বউ | আকরাম | আজিম, সুপ্রিয়া, নাসিমা খান | বাংলা | ২২ জানুয়ারি ১৯৭১ | ||
১৯৭১ | জলছবি | এইচ আকবর | ফারুক, ববিতা, রোজি আফসারী, কবরী, আলতাফ, হাসান ইমাম | বাংলা | ৬ ফেব্রুয়ারি ১৯৭১ | ||
১৯৭২ | এরাও মানুষ | নারায়ণ ঘোষ মিতা | রাজ্জাক, শাবানা, কবিতা, হাশমত, খলিল, ফারুক | বাংলা | ২৮ মে ১৯৭২ | ||
১৯৭৩ | পলাতক | রূপকার | রাজ্জাক, শর্মিলী আহমেদ, আনোয়ারা, রবিউল, গোলাম মুস্তাফা | বাংলা | ১৬ মার্চ ১৯৭৩ | ||
১৯৭৩ | স্বপ্ন দিয়ে ঘেরা | হাশমত | রাজ্জাক, কবিতা, গোলাম মুস্তাফা, আনোয়ার হোসেন, শওকত আকবর, সুমিতা দেবী | বাংলা | ১ জুন ১৯৭৩ | ||
১৯৭৮ | অচেনা অতিথি | ||||||
১৯৭৮ | বধু বিদায় | ||||||
১৯৭৮ | মধুমিতা | মোস্তফা মেহমুদ | আলমগীর, শাবানা, প্রবীর মিত্র, মঞ্জু দত্ত,
মায়া হাজারিকা, আনোয়ার হোসেন |
বাংলা | ২১ জুন ১৯৭৮ | ||
১৯৭৮ | অলংকার | ||||||
১৯৭৮ | তুফান | অশোক ঘোষ | ওয়াসিম, শাবানা, মাহমুদ কলি,
সুচরিতা, জসিম, টেলিসামাদ |
বাংলা | ১৩ অক্টোবর ১৯৭৮ | ||
১৯৭৮ | শ্রীমতি ৪২০ | ||||||
১৯৭৯ | নদের চাঁদ | ||||||
১৯৭৯ | যৌতুক | ||||||
১৯৭৯ | আরাধনা | ||||||
১৯৭৯ | মাটির মানুষ | ||||||
১৯৭৯ | শহর থেকে দূরে | ||||||
১৯৭৯ | নওজোয়ান | ||||||
১৯৭৯ | রূপের রাণী চোরের রাজা | ||||||
১৯৭৯ | সুন্দরী | ||||||
১৯৮০ | স্মৃতি তুমি বেদনা | ||||||
১৯৮০ | শেষ উত্তর | ||||||
১৯৮৪ | চন্দ্রনাথ | চাষী নজরুল ইসলাম | রাজ্জাক, সুচন্দা, দোয়েল, শ্যামলী | বাংলা | ২৮ ডিসেম্বর ১৯৮৪ | ||
১৯৮৯ | বেদের মেয়ে জোসনা | বেদে সরদার | তোজাম্মেল হক | রওশন জামিল | বাংলা | ৯ ই জুন ১৯৮৯ | বাংলাদের সর্বোচ্চ ব্যবসাসফল চলচ্চিত্র। |
সাইফুদ্দিন ১৯৭৯ সালে সুন্দরী চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
সাইফুদ্দিন সুফিয়া বেগম এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের পরিবারে এক ছেলে ও তিনি মেয়ে। চলচ্চিত্র পরিচালক আবদুল জব্বার খান সম্পর্কে তার ভগ্নিপতি ছিলেন।
সাইফুদ্দিন ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। [৪][৫] তাকে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়। [৬]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.