শাহ মাদার
সূফী সাধক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কুতুব-ই-জাহান,হযরত সৈয়দ বদিউদ্দিন আহমেদ জিন্দা শাহ মাদার (৮৫৭ - ১৪৩৪)[১] ছিলেন প্রখ্যাত আধ্যাতিক সুফি সাধক যিনি মাদারিয়া তরিকা প্রতিষ্ঠা করেছিলেন।[২] তিনি কুতুব-উল-মাদার নামেও পরিচিত।[৩]
শাহ মাদার | |
---|---|
![]() | |
অন্য নাম | জিন্দা মাদার |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ১৩ ফেব্রুয়ারি ৮৫৭ |
মৃত্যু | ২৯ ডিসেম্বর ১৪৩৪ |
ধর্ম | ইসলাম |
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
ধর্মীয় মতবিশ্বাস | মাতুরিদি |
তরিকা | মাদারিয়া |
অন্য নাম | জিন্দা মাদার |
মুসলিম নেতা | |
কাজের মেয়াদ | অষ্টম শতাব্দীর শেষদিক ও ত্রয়োদশ শতাব্দীর প্রথমদিক |
পূর্বসূরী | বায়েজিদ বোস্তামি |
উত্তরসূরী | সদন শাহ সম্রাট এবং সৈয়দ অরগুন,সৈয়দ জুমল শাহ |
পদ | সূফীবাদ |
প্রারম্ভিক জীবন ও নেপথ্য
তার জন্মস্থান আরবজাহানের পার্শবর্তী তৎকালিন শাম রাজ্যের (বর্তমানে সিরিয়া) হলব নামক স্থানে ২৪২ হিজরি সনে শাওয়াল মাসের ১ তারিখে সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন।[১] তার পিতার নাম সৈয়দ কুদওয়াতউদ্দীন আলী আল-হাল্বী ও তার মা ছিলেন সৈয়দা ফাতিমা সানিয়া। তার পিতা ইমাম হোসেন এর বংশধর এবং তার মা ইমাম হাসান এর বংশধর, সে হিসেবে তিনি আল-হাসানি-ওয়াল-হোসাইনি।
সুফি দীক্ষা
বায়াজীদ তায়ফুর আল-বোস্তামি ছিলেন তার পির বা আধ্যাত্মিক শিক্ষক ।[৪]
ভ্রমণ
ধর্ম প্রচার
মদিনায় এক তীর্থযাত্রা শেষে তিনি ইসলামী মতবাদ প্রচারের উদ্দেশ্যে ভারত গমন করেন।[১] এখানে তিনি মাদারিয়া তরিকা প্রতিষ্ঠা করেন।[৩]
খেলাফত প্রদান
তার প্রধান খলিফা
- হজরত সৈয়দ মহম্মদ আরগুন রাজিঃ মাখনপুর,ভারত হতে
- হজরত সৈয়দ শাহ মহমুদ রহঃ মাখনপুর,ভারত হতে
- হজরত সৈয়দ খাজা প্যারে রহঃমাখনপুর,ভারত হতে
- হজরত সৈয়দ শাহ শাহন রহঃ হতে
- হযরত সৈয়দ শাহ হম্মন রহঃ হতে
- হজরত সৈয়দ শাহ মহমুদ সানী রহঃ হতে
- হজরত সৈয়দ শাহ মারুফ রহঃ হতে
- হজরত সৈয়দ শাহ আব্দুল জলীল রহঃ হতে
- হজরত সৈয়দ শাহ ফজলুল্লাহ রহঃ হতে
- হজরত সৈয়দ শাহ প্যারে রহঃ হতে
- হজরত সৈয়দ শাহ আব্দুল জলীল সানী(২য়) রহঃ হতে
- হজরত সৈয়দ শাহ খাজা নজমুদ্দিন রহঃ হতে
- হজরত সৈয়দ শাহ সামসুদ্দিন রহঃ হতে
- হজরত সৈয়দ শাহ কল্বে আলী রহঃ হতে
- হযরত সৈয়দ তাফাকুর আলী মাদারী রহঃ হতে
- হযরত সৈয়দ হুজাইফ আলি মাদারী রহঃ।মাখনপুর, কানপুর জেলা, উত্তরপ্রদেশ, ভারত। হতে এজাজত ও খেলাফত প্রাপ্ত
- হযরত ফকির আজম সৈয়দ শাহ শান্ত মাদারী আল খিজিরী রহঃ (অপূর্ব মীর)ভাংগা,ফরিদপুর,বাংলাদেশ
- এছাড়াও দ্বিতীয় প্রধান খলিফা
- হযরত জানেমান জান্নাতি ওরফে সৈয়দ জুমল শাহ
- এছাড়াও তৃতীয় প্রধান খলিফা
- জিন্দা শাহ মাদারের শিষ্য সদন শাহ সর্মাস্ত, গুজরাতে মাজার
- সদমাজার শাহ সম্রাটের শিষ্য সৈয়দ আকমল হোসেন ওরফে বাবামান, গুজরাত ভাদোদারায় মাজার
- সদন শাহ সম্রাটের শিষ্য ছোট্ট মাদার দাদা, গুজরাত ভাদোদারায় মাজার।
- বি.দ্র.এখানে জিন্দা শাহ মাদারের প্রধান খলিফাদের নাম বলা হয়েছে যা বিভিন্ন কিতাবে উল্লেখিত।কেউ দলিল ভিন্ন তথ্য দিবেন না।
মৃত্যু
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কানপুর শহরের কাছে মকানপুরে তার মাজার শরীফ অবস্থিত।[৫]
স্বীকৃতি
বিশ্বের বিভিন্ন স্থানে শাহ মাদার এর সম্মানে তার নামে বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা, সড়ক, গ্রাম, জেলা, অঞ্চলের নাম করন হয়েছে। এর মধ্যে -
মাদারটেক, ৪নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সবুজবাগ থানা, ঢাকা, বাংলাদেশ[৬]
মাদারগঞ্জ উপজেলা, জামালপুর জেলা, বাংলাদেশ
পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড, পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড, চট্টগ্রাম, বাংলাদেশ
দক্ষিণ মাদার্শা ইউনিয়ন, উত্তর মাদার্শা ইউনিয়ন, চট্টগ্রাম জেলা, বাংলাদেশ
মাদার্শা ইউনিয়ন, সাতকানিয়া উপজেলার, চট্টগ্রাম জেলা, বাংলাদেশ
মাদারবুনিয়া ইউনিয়ন, পটুয়াখালী জেলা, বাংলাদেশ
মাদারিহাট-বীরপাড়া সমষ্টি উন্নয়ন ব্লক, পশ্চিমবঙ্গ, ভারত
মাদ্রাসায়ে মাদার-ই-শাহ (শাহ মাদার ধর্মতত্বীয় মাহাবিদ্যালয়), এসফাহন, ইরান [৭]
ঝিলাম জেলা, পাঞ্জাব, পাকিস্তান - মৌজা জিন্দা শাহমাদার, জিন্দা শাহমাদার সড়ক, সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় জিন্দা শাহ মাদার,[৮]
সিরাহা জেলা, সগরমাথা অঞ্চল, নেপাল - মাদার গ্রাম উন্নয়ন সমিতি (নেপাল)[৯]
হাওড়া জেলা, পশ্চিমবঙ্গ, ভারত - ঐতিহ্যবাহী মাদার শাহ বাবার মেলা[১০]
আরো দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.