Remove ads
সূফী সাধক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কুতুব-ই-জাহান,হযরত সৈয়দ বদিউদ্দিন আহমেদ জিন্দা শাহ মাদার (৮৫৭ - ১৪৩৪)[১] ছিলেন প্রখ্যাত আধ্যাতিক সুফি সাধক যিনি মাদারিয়া তরিকা প্রতিষ্ঠা করেছিলেন।[২] তিনি কুতুব-উল-মাদার নামেও পরিচিত।[৩]
শাহ মাদার | |
---|---|
অন্য নাম | জিন্দা মাদার |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ১৩ ফেব্রুয়ারি ৮৫৭ |
মৃত্যু | ২৯ ডিসেম্বর ১৪৩৪ |
ধর্ম | ইসলাম |
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
ধর্মীয় মতবিশ্বাস | মাতুরিদি |
তরিকা | মাদারিয়া |
অন্য নাম | জিন্দা মাদার |
মুসলিম নেতা | |
কাজের মেয়াদ | অষ্টম শতাব্দীর শেষদিক ও ত্রয়োদশ শতাব্দীর প্রথমদিক |
পূর্বসূরী | বায়েজিদ বোস্তামি |
উত্তরসূরী | সদন শাহ সম্রাট এবং সৈয়দ অরগুন,সৈয়দ জুমল শাহ |
পদ | সূফীবাদ |
তার জন্মস্থান আরবজাহানের পার্শবর্তী তৎকালিন শাম রাজ্যের (বর্তমানে সিরিয়া) হলব নামক স্থানে ২৪২ হিজরি সনে শাওয়াল মাসের ১ তারিখে সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন।[১] তার পিতার নাম সৈয়দ কুদওয়াতউদ্দীন আলী আল-হাল্বী ও তার মা ছিলেন সৈয়দা ফাতিমা সানিয়া। তার পিতা ইমাম হোসেন এর বংশধর এবং তার মা ইমাম হাসান এর বংশধর, সে হিসেবে তিনি আল-হাসানি-ওয়াল-হোসাইনি।
বায়াজীদ তায়ফুর আল-বোস্তামি ছিলেন তার পির বা আধ্যাত্মিক শিক্ষক ।[৪]
মদিনায় এক তীর্থযাত্রা শেষে তিনি ইসলামী মতবাদ প্রচারের উদ্দেশ্যে ভারত গমন করেন।[১] এখানে তিনি মাদারিয়া তরিকা প্রতিষ্ঠা করেন।[৩]
তার প্রধান খলিফা
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কানপুর শহরের কাছে মকানপুরে তার মাজার শরীফ অবস্থিত।[৫]
বিশ্বের বিভিন্ন স্থানে শাহ মাদার এর সম্মানে তার নামে বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা, সড়ক, গ্রাম, জেলা, অঞ্চলের নাম করন হয়েছে। এর মধ্যে -
জামালপুর জেলা, বাংলাদেশ - মাদারগঞ্জ উপজেলা
হাটহাজারী উপজেলা, চট্টগ্রাম জেলা, বাংলাদেশ - দক্ষিণ মাদার্শা ইউনিয়ন, উত্তর মাদার্শা ইউনিয়ন
সাতকানিয়া উপজেলার, চট্টগ্রাম জেলা, বাংলাদেশ - মাদার্শা ইউনিয়ন
এসফাহন, ইরান - মাদ্রাসা-য়ে মাদার-ই-শাহ (শাহ মাদার ধর্মতত্বীয় মাহাবিদ্যালয়)[৬]
ঝিলাম জেলা, পাঞ্জাব, পাকিস্তান - মৌজা জিন্দা শাহমাদার, জিন্দা শাহমাদার সড়ক, সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় জিন্দা শাহ মাদার,[৭]
সিরাহা জেলা, সগরমাথা অঞ্চল, নেপাল - মাদার গ্রাম উন্নয়ন সমিতি (নেপাল)[৮]
হাওড়া জেলা, পশ্চিমবঙ্গ, ভারত - ঐতিহ্যবাহী মাদার শাহ বাবার মেলা[৯]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.