Loading AI tools
বাংলা ভাষার চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
লাল কাজল ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার নাট্য চলচ্চিত্র। ছায়াছবিটি পরিচালনা করেছেন মতিন রহমান।[1] এটি মতিন রহমান পরিচালিত প্রথম চলচ্চিত্র। ছায়াছবিটির কাহিনী লিখেছেন ফজল রহমান এবং চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন এটিএম শামসুজ্জামান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাবানা, ফারুক, প্রবীর মিত্র, উজ্জ্বল, জুলিয়া প্রমুখ।[2][3] চলচ্চিত্রটি ৭ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ১টি বিভাগে পুরস্কার অর্জন করে। এছাড়া শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বাচসাস পুরস্কার ও প্রযোজক সমিতি পুরস্কার অর্জন করে।
লাল কাজল | |
---|---|
পরিচালক | মতিন রহমান |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার | এটিএম শামসুজ্জামান |
কাহিনিকার | ফজল রহমান |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | সত্য সাহা |
চিত্রগ্রাহক | রেজা লতিফ |
সম্পাদক | নুরুন্নবী |
পরিবেশক | আশা চলচ্চিত্র |
মুক্তি | ১৯৮২ |
স্থিতিকাল | ১৪১ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
লাল কাজল ছায়াছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন সত্য সাহা। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও খন্দকার ফারুক আহমদ। ছায়াছবিটির সঙ্গীতায়োজন হয় ঢাকার আলাউদ্দিন লিটল অর্কেস্ট্রায় এবং সঙ্গীত রেকর্ড করেন এমএ মজিদ।
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "নজর লাগবে বলে কপালে টিপ দিলাম" | গাজী মাজহারুল আনোয়ার | সত্য সাহা | সাবিনা ইয়াসমিন | ৩:২৩ |
পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল |
---|---|---|---|
জাতীয় চলচ্চিত্র পুরস্কার[4] | শ্রেষ্ঠ শিশু শিল্পী | বিন্দি হুসাইন | বিজয়ী |
বাচসাস পুরস্কার[5] | শ্রেষ্ঠ চলচ্চিত্র | আজিজুর রহমান (প্রযোজক) | বিজয়ী |
শ্রেষ্ঠ পরিচালক | মতিন রহমান | বিজয়ী | |
শ্রেষ্ঠ অভিনেত্রী | শাবানা | বিজয়ী | |
শ্রেষ্ঠ কাহিনীকার | ফজল রহমান | বিজয়ী | |
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার | এটিএম শামসুজ্জামান | বিজয়ী | |
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা | এটিএম শামসুজ্জামান | বিজয়ী | |
প্রযোজক সমিতি পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | আজিজুর রহমান (প্রযোজক) | বিজয়ী |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.