Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
লালমনি কমিউটার (ট্রেন নং ৬৩−৬৪) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি কমিউটার ট্রেন। এটি লালমনিরহাটের লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে।[১] যাত্রাপথে ট্রেনটি রংপুর জেলাকে সংযুক্ত করেছে।
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | কমিউটার |
অবস্থা | বন্ধ |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | লালমনিরহাট রেলওয়ে স্টেশন |
বিরতি | ৯টি |
শেষ | পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশন |
পরিষেবার হার | দৈনিক |
রেল নং | ৬৩−৬৪ |
ব্যবহৃত লাইন | বুড়ীমারী-লালমনিরহাট-পার্বতীপুর |
যাত্রাপথের সেবা | |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নেই |
খাদ্য সুবিধা | নেই |
মালপত্রের সুবিধা | ওভারহেড রেক |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) |
ট্র্যাকের মালিক | বাংলাদেশ রেলওয়ে |
বুড়িমারী–লালমনিরহাট– পার্বতীপুর লাইন |
---|
উৎস: বাংলাদেশ রেলওয়ে মানচিত্র |
লালমনিরহাট−পার্বতীপুর রুটে এই ট্রেনের পাশাপাশি পার্বতীপুর কমিউটার, রংপুর কমিউটার এবং ৪৬১−৪৬২ লোকাল চলাচল করে। ট্রেনটি লালমনিরহাট রেল বিভাগের আওতাধীন। ট্রেনটি করোনাভাইরাসের মহামারীর কারণে বন্ধ রয়েছে।
নং | উৎস | প্রস্থান | গন্তব্য | প্রবেশ |
---|---|---|---|---|
৬৪ | পার্বতীপুর | ৫:৫৫ | লালমনিরহাট | ? |
৬৩ | লালমনিরহাট | ? | পার্বতীপুর | ? |
এটি বুড়িমারী কমিউটারের সাথে রেক শেয়ার করে চলে। ৬৪ ডাউন লালমনি কমিউটার লালমনিরহাট পৌঁছলে তা ৬৫−৬৬ বুড়িমারী কমিউটার হয়ে লালমনিরহাট−বুড়িমারী−লালমনিরহাট রুটে চলাচল করে। পরে তা লালমনিরহাট পৌঁছলে আবার ৬৩ আপ লালমনি কমিউটার হয়ে পার্বতীপুর পর্যন্ত চলাচল করে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.