রাশিয়ার ভূগোল
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ, যা ১৭ নিযুত বর্গকিলোমিটার (৬.৬×১০ ৬ মা২) এরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এবং পৃথিবীর বাসযোগ্য ভূমির আট ভাগের এক ভাগেরও বেশি ভূমি নিয়ে গঠিত। রাশিয়া এগারোটি সময় অঞ্চল জুড়ে বিস্তৃত এবং বিশ্বের যেকোনো দেশের মধ্যে সর্বাধিক সীমানা বহুল রাষ্ট্র এটি, যার রয়েছে ষোলটি সার্বভৌম রাষ্ট্রের সাথে সীমান্ত এলাকা।[lower-alpha 1]
মহাদেশ | ইউরোপ ও এশিয়া |
---|---|
অঞ্চল | মধ্য, উত্তর ও পূর্ব ইউরোপ এবং উত্তর এশিয়া |
স্থানাঙ্ক | |
আয়তন | ১ম |
• মোট | [রূপান্তর: অকার্যকর সংখ্যা] |
• স্থলভাগ | ৯৫.৭৮% |
• জলভাগ | ৪.২২% |
উপকূলরেখা | ৩৭,৬৫৪ কিমি (২৩,৩৯৭ মা) |
সীমানা | ৪,১৬১ কিমি (২,৫৮৬ মা)
নরওয়ে ১৯৫.৮ কিমি (১২১.৭ মা) |
সর্বোচ্চ বিন্দু | এলব্রুস পর্বত ৫,৬৪২ মিটার (১৮,৫১০ ফু) |
সর্বনিম্ন বিন্দু | কাস্পিয়ান সাগর −২৮ মিটার (−৯২ ফু) |
দীর্ঘতম নদী | ইয়েনিসেই–আঙ্গারা–সেলেংগা ৫,৫৩৯ কিমি (৩,৪৪২ মা) |
বৃহত্তম হ্রদ | বৈকাল হ্রদ ৩১,৭২২ কিমি২ (১২,২৪৮ মা২) |
এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চল | ৭৫,৬৬,৬৭৩ কিমি২ (২৯,২১,৫০৯ মা২) |
রাশিয়া একটি আন্তমহাদেশীয় রাষ্ট্র যা ইউরোপ এবং এশিয়া উভয় মহাদেশে বিস্তৃত।[1] এটি ইউরেশিয়ার উত্তরাঞ্চলীয় কোণ জুড়ে বিস্তৃত এবং এর উপকূল রেখা বিশ্বের চতুর্থ-দীর্ঘতম, যার দৈর্ঘ্য ৩৭,৬৫৩ কিমি (২৩,৩৯৬ মা)।[lower-alpha 2][3] কানাডার পাশাপাশি রাশিয়া বিশ্বের দুটি দেশের একটি যার সাথে তিনটি মহাসাগরের উপকূল রয়েছে এবং এর ফলে এর সাথে তেরোটি প্রান্তিক সমুদ্রের সাথে সংযোগ রয়েছে। এটি ৪১° উত্তর অক্ষাংশ হতে ৮২° উত্তর অক্ষাংশের এবং , এবং ১৯° পূর্ব দ্রাঘিমা হতে ১৬৯° পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত এবং ওশেনিয়া, ইউরোপ এবং অ্যান্টার্কটিকা - এই তিনটি মহাদেশের চেয়েও আকারে বড়; প্লুটোর সমান পৃষ্ঠভূমি দ্বারা গঠিত।
২০১০ সালের আদমশুমারি অনুসারে রাশিয়ার জনসংখ্যা ছিল ১৪২.৮ মিলিয়ন,[4] যা ২০১১ সালে ক্রিমিয়া দখলের পর ২০২১ সালের মধ্যে বেড়ে দাঁড়িয়েছে ১৪৬.২ মিলিয়নে।[5] এটি ইউরোপের সবচেয়ে জনবহুল দেশ এবং বিশ্বের নবম সবচেয়ে জনবহুল দেশ; যাতে প্রতি বর্গ কিলোমিটারে ৯ জন অধিবাসীর বাস (প্রতি বর্গ মাইল ২৩ জন)।[6]
রাশিয়ার প্রাকৃতিক দূর্যোগের মধ্যে রয়েছে কুরিল দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিসমূহের অগ্ন্যুৎপাত এবং কামচাতকা উপদ্বীপে সংগঠিত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.