Remove ads
মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ম্যাসাচুসেটস, আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ অব ম্যাসাচুসেটস, উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলের সর্বাধিক জনবহুল রাজ্য। এটি পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে কানেকটিকাট ও রোড আইল্যান্ড, উত্তরে নিউ হ্যাম্পশায়ার ও ভার্মন্ট এবং পশ্চিমে নিউ ইয়র্ক দ্বারা সীমাবদ্ধ। ম্যাসাচুসেটসের রাজধানী বোস্টন, যা নিউ ইংল্যান্ডের সর্বাধিক জনবহুল শহর। এটি বৃহত্তর বোস্টন মহানগর অঞ্চল, আমেরিকান ইতিহাস, শিক্ষাবিদ ও শিল্পের উপর প্রভাবশালী একটি অঞ্চল। মূলত কৃষি, মৎস্য শিকার ও বাণিজ্যের উপর নির্ভরশীল[৪৪] ম্যাসাচুসেটস শিল্প বিপ্লবের সময় উৎপাদন কেন্দ্রে রূপান্তরিত হয়। একবিংশ শতাব্দীতে ম্যাসাচুসেটসের অর্থনীতি উৎপাদন শিল্প থেকে পরিষেবাসমূহে স্থানান্তরিত হয়।[৪৫] আধুনিক ম্যাসাচুসেটস জৈবপ্রযুক্তি, প্রকৌশল, উচ্চশিক্ষা, অর্থসংস্থান ও সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয়।[৪৬]
ম্যাসাচুসেটস | |
---|---|
অঙ্গরাজ্য | |
কমনওয়েলথ অব ম্যাসাচুসেটস | |
ডাকনাম: দ্য বে স্টেট (দাপ্তরিক) দ্য পিলগ্রিম স্টেট; দ্য পিউরিটান স্টেট দ্য ওল্ড কলোনী স্টেট দ্য বেকড বিন স্টেট[১] | |
নীতিবাক্য: Ense petit placidam sub libertate quietem (লাতিন) তলোয়ার দ্বারা আমরা শান্তি চাই, কিন্তু শান্তি শুধুমাত্র স্বাধীনতার অধীনে | |
সঙ্গীত: অল হাইল টু ম্যাসাচুসেটস | |
যুক্তরাষ্ট্রের মানচিত্রে চিহ্নিত স্থানটি হলো ম্যাসাচুসেটস | |
রাষ্ট্র | মার্কিন যুক্তরাষ্ট্র |
রাজ্য প্রতিষ্ঠার আগে | প্রভিন্স অব ম্যাসাচুসেটস বে |
ইউনিয়নে অন্তর্ভুক্তি | ৬ ফেব্রুয়ারি ১৭৮৮ (৬) |
রাজধানী | বোস্টন |
বৃহত্তম শহর | রাজধানী |
বৃহত্তম মেট্রো | বৃহত্তর বোস্টন |
সরকার | |
• গভর্নর | চার্লি বেকার (আর) |
• লেফটেন্যান্ট গভর্নর | ক্যারিন পলিটো (আর) |
আয়তন | |
• মোট | ১০,৫৬৫ বর্গমাইল (২৭,৩৩৭ বর্গকিমি) |
• স্থলভাগ | ৭,৮৪০ বর্গমাইল (২০,৩০৬ বর্গকিমি) |
• জলভাগ | ২,৭১৫ বর্গমাইল (৭,০৩২ বর্গকিমি) ২৬.১% |
এলাকার ক্রম | ৪৪তম[২] |
মাত্রা | |
• দৈর্ঘ্য | ১৯০ মাইল (২৯৬ কিলোমিটার) |
• প্রস্থ | ১১৫ মাইল (১৮৪ কিলোমিটার) |
উচ্চতা | ৫০০ ফুট (১৫০ মিটার) |
সর্বোচ্চ উচ্চতা (মাউন্ট গ্রিলক[৩][৪]) | ৩,৪৮৯ ফুট (১,০৬৩.৪ মিটার) |
সর্বনিন্ম উচ্চতা (আটলান্টিক মহাসাগর) | ০ ফুট (০ মিটার) |
জনসংখ্যা (২০১৯) | |
• মোট | ৭০,৩৩,৪৬৯ |
• ক্রম | ১৫তম |
• জনঘনত্ব | ৮৯৭/বর্গমাইল (৩৪৬/বর্গকিমি) |
• ঘনত্বের ক্রম | তৃতীয় |
• মধ্যবিত্ত পরিবার আয়ের | $৭৭,৩৮৫[৫] |
• আয়ের ক্রম | ২য় |
বিশেষণ | বে স্টেটার (দাপ্তরিক)[৬] ম্যাসাচুসাইট (প্রচলিত)[৭][৮]
ম্যাসাচুসেটসান (মার্কিন জিপিও দ্বারা প্রস্তাবিত)[৯] ম্যাসহোল (অসম্মানজনক[১০] অথবা স্নেহপূর্ণ[১১]) |
ভাষা | |
• দাপ্তরিক ভাষা | ইংরেজি[১২] |
• কথ্য ভাষা | |
সময় অঞ্চল | পূর্ব (ইউটিসি−০৫:০০) |
• গ্রীষ্মকালীন (দিসস) | ইডিটি (ইউটিসি−০৪:০০) |
ইউএসপিএস সংক্ষেপণ | এমএ |
আইএসও ৩১৬৬ কোড | ইউএস-এমএ |
অক্ষাংশ | ৪১°১৪′ উত্তর থেকে ৪২° ৫৩′ উত্তর |
দ্রাঘিমাংশ | ৬৯°৫৬′ পশ্চিম থেকে ৭৩°৩০′ পশ্চিম |
ওয়েবসাইট | www |
ম্যাসাচুসেটস-এর অঙ্গরাজ্য প্রতীক | |
---|---|
জীবনযাপন | |
পাখি | কালো ক্যাপড চিকাডি,[১৪] বন্য টার্কি[১৫][১৬] |
মাছ | কড[১৬][১৭] |
ফুল | মেফ্লাওয়ার[১৬][১৮] |
পতঙ্গ | লেডিবাগ[১৬][১৯] |
স্তন্যপায়ী | ডান তিমি,[২০] মর্গান ঘোড়া,[২১] ট্যাবি বিড়াল,[২২] বোস্টন টেরিয়ার[২৩] |
সরীসৃপ | গার্টার সাপ[১৬][২৪] |
বৃক্ষ | আমেরিকান এলম[১৬][২৫] |
জড় খেতাবে | |
পানীয় | ক্র্যানবেরি জুস[১৬][২৬] |
রঙ | নীল, সবুজ, ক্র্যানবেরি[১৬][২৭] |
নৃত্য | বর্গীয় নৃত্য[১৬][২৮] |
খাদ্য | ক্র্যানবেরি,[২৯] ভুট্টা মাফিন,[১৬][৩০] নেভি বিন,[৩১] বোস্টন ক্রিম পাই,[৩২] চকোলেট চিপ কুকি,[৩৩] বোস্টন ক্রিম ডোনাট[৩৪] |
জীবাশ্ম | ডাইনোসর ট্র্যাকস[৩৫] |
রত্ন | রোডোনাইট[১৬][৩৬] |
খনিজ | ব্যাবিংটোনাইট[১৬][৩৭] |
কবিতা | ব্লু হিলস অব ম্যাসাচুসেটস[১৬][৩৮] |
শিলা | রক্সবেরি পুডিংস্টোন[১৬][৩৯] |
শেল | নিউ ইংল্যান্ড নেপচুন, নেপচুনিয়া লিরাটা ডেসেমকোস্টাটা[১৬][৪০] |
জাহাজ | স্কুনার আর্নেস্টিনা[১৬] |
স্লোগান | মেক ইট ইউওরজ, দ্য স্পিরিট অব আমেরিকা[৪১] |
মৃত্তিকা | প্যাক্সটন[১৬] |
খেলাধুলা | বাস্কেটবল[৪২] |
অঙ্গরাজ্য রুট চিহ্নিতকারী | |
অঙ্গরাজ্য কোয়ার্টার | |
২০০০[৪৩]-এ প্রকাশিত | |
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য প্রতীকগুলির তালিকা |
প্লিমথের পরে নিউ ইংল্যান্ডের দ্বিতীয় উপনিবেশ হল ১৬০৭ সালে প্রতিষ্ঠিত পোফম উপনিবেশ, যা এখন মেইন। প্লিমথ ১৬২০ সালে মেফ্লাওয়ারের নবাগত যাত্রীবর্গদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। সালেম ও তার আশেপাশের শহর ১৬৯২ সালে আমেরিকাতে গণ মৃগীরোগের সবচেয়ে কুখ্যাত ঘটনাগুলির একটি সালেম জাদুকরী বিচারের অভিজ্ঞতা অর্জন করে।[৪৭] জেনারেল হেনরি নক্স ১৭৭৭ সালে স্প্রিংফিল্ড আর্মরি প্রতিষ্ঠা করেন, যা শিল্প বিপ্লবের সময় বিনিময়যোগ্য অংশসমূহ সহ অসংখ্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অগ্রগতি অর্জন করে।[৪৮] বিঘ্নিত আমেরিকান বিপ্লব যুদ্ধের প্রবীণদের নেতৃত্বে ১৭৮৬ সালের একটি জনবহুল শাই বিদ্রোহ মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবিধানিক কনভেনশনকে প্রভাবিত করে।[৪৯] অষ্টাদশ শতাব্দীতে, নর্থহ্যাম্পটনের প্রচারক জোনাথন এডওয়ার্ডসের থেকে প্রোটেস্ট্যান্টদের প্রথম মহান জাগরণ উদ্ভূত হয়, যা ব্রিটেন ও তেরো উপনিবেশকে সরিয়ে নিয়েছিল।[৫০] বোস্টন অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে আন্দোলনের জন্য "ক্রেডল অব লিবার্টি"[৫১] হিসাবে পরিচিতি পায়, যা পরবর্তীকালে আমেরিকান বিপ্লবের দিকে পরিচালিত করে।
কমনওয়েলথ অব ম্যাসাচুসেটস সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি শক্তিশালী বৈজ্ঞানিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক ভূমিকা পালন করেছে। আমেরিকান গৃহযুদ্ধের আগে ম্যাসাচুসেটস বিলোপবাদী, মেজাজীকরণ,[৫২] ও অতীন্দ্রিয়বাদ[৫৩] আন্দোলনের কেন্দ্র ছিল।[৫৪] ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে, বাস্কেটবল ও ভলিবলের খেলা যথাক্রমে পশ্চিম ম্যাসাচুসেটসের স্প্রিংফিল্ড ও হলিওক শহরে উদ্ভাবিত হয়।[৫৫][৫৬] গুডরিজ বনাম জনস্বাস্থ্য বিভাগ মামলা থেকে ২০০৪ সালে ম্যাসাচুসেটস সুপ্রিম জুডিশিয়াল কোর্টের সিদ্ধান্তের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম ম্যাসাচুসেটস সমকামী বিবাহকে আইনত স্বীকৃতি দেয়।[৫৭] রাজ্যটি থেকে অ্যাডামস ও কেনেডি পরিবার সহ অনেক বিশিষ্ট মার্কিন রাজনৈতিক পরিবার উঠে এসেছে। কেমব্রিজের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হল যেকোন বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আর্থিক অনুদান সহ,[৫৮] মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রাচীনতম প্রতিষ্ঠান,[৫৯] এবং হার্ভার্ড ল স্কুল মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সমসাময়িক সংখ্যাগরিষ্ঠ বিচারপতিকে শিক্ষাপ্রাপ্ত করেছে।[৬০] কেমব্রিজের কেন্ডাল স্কোয়ারকে "গ্রহের সবচেয়ে উদ্ভাবনী বর্গমাইল" বলা হয়েছে, যা স্কোয়ারের আশেপাশে ২০১০ সাল থেকে উদ্ভাবিত উদ্যোক্তা শুরু-আপগুলির উচ্চ ঘনত্ব ও উদ্ভাবনের গুণমান উল্লেখ করে।[৬১][৬২] কেমব্রিজেওর হার্ভার্ড ও এমআইটি উভয়ই বহুবর্ষজীবীভাবে বিশ্বের সবচেয়ে বেশি বা সর্বাধিক সম্মানিত একাডেমিক প্রতিষ্ঠানের মধ্যে স্থান পেয়েছে।[৬৩] ম্যাসাচুসেটস বাসিন্দাদের ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ দ্বারা বর্ণনা করা হয়েছে, যে সমস্ত মার্কিন রাজ্যের সর্বোচ্চ গড় বুদ্ধ্যঙ্ক (আইকিউ) রয়েছে, যা বুদ্ধ্যঙ্ক মান ১০৪-এর অধিক,[৬৪] এবং রাজ্যের সরকারি-বিদ্যালয়ের শিক্ষার্থীরা একাডেমিক কর্মক্ষমতায় বিশ্বের শীর্ষ স্তরের মধ্যে স্থান করে নিয়েছে।[৬৫] রাজ্যটিকে নাগরিকদের বসবাসের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ রাজ্যসমূহের মধ্যে একটি, পাশাপাশি সবচেয়ে ব্যয়বহুলগুলির মধ্যে একটি হিসাবে স্থান দেওয়া হয়েছে।[৬৬]
ম্যাসাচুসেটস মূলত অ্যালগনকুইয়ান ভাষা পরিবারের উপজাতি যেমন ওয়াম্পানোয়াগ, নাররাগানসেট, নিপমুক, পোকোমটুক, মাহিকান ও ম্যাসাচুসেট দ্বারা অধ্যুষিত ছিল।[৬৭][৬৮] কুমড়া ও ভুট্টার মতো ফসলের চাষ তাদের খাদ্যের পরিপূরক হলেও, এই উপজাতিরা সাধারণত তাদের বেশিরভাগ খাদ্যের জন্য শিকার, সংগ্রহ ও মাছ ধরার উপর নির্ভরশীল ছিল।[৬৭] গ্রামগুলি উইগওয়াম নামে পরিচিত কুটীর বা তাঁবুগুলির পাশাপাশি লংহাউসগুলি নিয়ে গঠিত,[৬৮] এবং উপজাতিগুলি প্রবীণদ পুরুষ বা মহিলা দ্বারা পরিচালিত হত, যা সাচেম নামে পরিচিত।[৬৯]
১৬০০-এর দশকের গোড়ার দিকে, ইউরোপীয়দের সাথে যোগাযোগের পর, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব অঞ্চলের বিপুল সংখ্যক আদিবাসী মানুষ কুমারী মাটির মহামারী যেমন গুটিবসন্ত, হাম, ইনফ্লুয়েঞ্জা ও সম্ভবত লেপ্টোস্পাইরোসিস দ্বারা নিহত হয়েছিল।[৭০][৭১] সম্ভবত গুটিবসন্তের কারণে ১৬১৭ সাল থেকে ১৬১৯ সালের মধ্যে ম্যাসাচুসেটস বে নেটিভ আমেরিকানদের প্রায় ৯০% মারা গিয়েছিল।[৭২]
ম্যাসাচুসেটসে প্রথম ইংরেজ বসতি স্থাপনকারী, পিলগ্রিমগণ ১৬২০ সালে মেফ্লাওয়ার[৭৩] জাহাজে করে প্লিমথে এসে পৌঁছায় এবং স্থানীয় ওয়াম্পানোগ জাতির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে।[৭৪] এটি উত্তর আমেরিকার অংশে দ্বিতীয় সফল স্থায়ী ইংরেজ উপনিবেশ ছিল, যা পরবর্তীতে জেমসটাউন কলোনির পর মার্কিন যুক্তরাষ্ট্রে পরিণত হয়। তীর্থযাত্রীরা "প্রথম থ্যাঙ্কসগিভিং" নামে পরিচিত অনুষ্ঠানটি নতুন বিশ্বে তাদের প্রথম শস্য সংগ্রহ করা (ফসল কাটা) পরে উদযাপন করেছিল, যা তিন দিন ধরে চলেছিল। তীর্থযাত্রীদের শীঘ্রই অন্যান্য পিউরিটানরা অনুসরণ করেছিল, যারা ১৬৩০ সালে বর্তমান বোস্টনে ম্যাসাচুসেটস বে কলোনি প্রতিষ্ঠা করেছিল।[৭৫]
পিউরিটানরা বিশ্বাস করেছিল যে চার্চ অব ইংল্যান্ডকে শুদ্ধ করা দরকার এবং তাদের বিশ্বাসের কারণে ইংরেজ কর্তৃপক্ষের কাছ থেকে হয়রানির সম্মুখীন হয়েছিল,[৭৬] ফলে তারা একটি আদর্শ ধর্মীয় সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে ম্যাসাচুসেটসে এসেছিল।[৭৭] প্লাইমাউথ উপনিবেশের বিপরীতে, ম্যাসাচুসেটস বে কলোনি ১৬২৯ সালে একটি রাজকীয় সনদের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল।[৭৮] ধর্মীয় ভিন্নমত ও সম্প্রসারণবাদের উভয়ের ফলেই প্লাইমাউথ ও ম্যাসাচুসেটস বে-এর প্রতিষ্ঠার ক্ষণকাল পরে নিউ ইংল্যান্ডের অন্য জায়গায় বেশ কয়েকটি নতুন উপনিবেশ প্রতিষ্ঠিত হয়েছিল। ম্যাসাচুসেটস বে ধর্মীয় ও রাজনৈতিক মতানৈক্যের কারণে অ্যান হাচিনসন ও রজার উইলিয়ামসের মতো ভিন্নমতাবলম্বীদের নির্বাসিত করেছিল। রজার উইলিয়ামস ১৬৩৬ সালে রোড আইল্যান্ডের উপনিবেশ প্রতিষ্ঠা করেন এবং হাচিনসন কয়েক বছর পরে সেখানে তার সাথে যোগদান করেন। ধর্মীয় অসহিষ্ণুতা চলতে থাকে। এই শতাব্দীর পরে যারা এই বিষয়ে আপত্তি করেছিলেন, তাদের মধ্যে ইংরেজ কোয়েকার প্রচারক অ্যালিস ও টমাস কারওয়েন ছিলেন, যাদেরকে ১৬৭৬ সালে বস্টনে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছিল এবং কারারুদ্ধ করা হয়েছিল।[৭৯][৮০]
ম্যাসাচুসেটস ১৬৪১ সালে অভ্যন্তরীণভাবে উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়, স্প্রিংফিল্ডের কানেটিকাট রিভার ভ্যালি বসতি অধিগ্রহণ করে, যেটি সম্প্রতি তার মূল প্রশাসক, কানেটিকাট কলোনির সাথে বিরোধ করেছিল ও তাদের থেকে বিচ্ছিন্ন হয়েছিল।[৮১] এটি পশ্চিমে ম্যাসাচুসেটসের দক্ষিণ সীমানা স্থাপন করে,[৮২] যদিও সমীক্ষার সমস্যার ফলে ১৮০৩-০৪ সাল পর্যন্ত বিতর্কিত অঞ্চলে পরিণত হয়েছিল।[৮৩]
মেইন ১৮২০ সালে ম্যাসাচুসেটস থেকে আলাদা হয়ে যায় এবং মিসৌরি সমঝোতার অনুমোদনের ফলে ২৩তম রাজ্য হিসাবে ইউনিয়নে প্রবেশ করে।[৮৪]
ম্যাসাচুসেটস ১৯তম শতকের সময় আমেরিকান শিল্প বিপ্লবে একটি জাতীয় স্তরের নেতৃস্থানীয় হয়ে ওঠে, যেখানে লোয়েল ও বোস্টনের মতো শহরসমূহের আশেপাশে কারখানাগুলি বস্ত্র ও জুতা উত্পাদন করে এবং স্প্রিংফিল্ডের আশেপাশের কারখানাগুলি সরঞ্জাম, কাগজ ও বস্ত্র উত্পাদন করে।[৮৫][৮৬] অর্থনীতি প্রাথমিকভাবে কৃষির উপর ভিত্তি করে শিল্প থেকে রূপান্তরিত হয়, প্রাথমিকভাবে জল-শক্তি ব্যবহার করে এবং পরে বাষ্প ইঞ্জিনকে বিদ্যুৎ কারখানায় পরিণত করে। খাল ও রেলপথ কাঁচামাল ও তৈরি পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হত।[৮৭] প্রথমে, নতুন শিল্পগুলি কাছের জীবিকা খামারগুলির ইয়াঙ্কিস থেকে শ্রম নিয়েছিল এবং পরে ইউরোপ ও কানাডা থেকে অভিবাসী শ্রমের উপর নির্ভর করেছিল।[৮৮][৮৯]
যদিও ম্যাসাচুসেটস ১৬০০-এর দশকের গোড়ার দিকে প্রথম দাস-ধারণকারী উপনিবেশ ছিল, আমেরিকার গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার বছরগুলিতে, ম্যাসাচুসেটস ছিল প্রগতিবাদী ও বিলোপবাদী কার্যকলাপের কেন্দ্র। হোরেস মান রাজ্যের বিদ্যালয় ব্যবস্থাকে একটি জাতীয় মডেল বানিয়েছিলেন।[৯০] হেনরি ডেভিড থোরো ও রাল্ফ ওয়াল্ডো এমারসন আমেরিকান দর্শনে প্রধান অবদান রেখেছিলেন।[৯১] অতীন্দ্রিয়বাদী আন্দোলনের সদস্যরা মানবতার জন্য প্রাকৃতিক বিশ্বের গুরুত্ব ও আবেগের উপর জোর দিয়েছিলেন।[৯১]
যদিও ম্যাসাচুসেটসে প্রথম দিকে বিলুপ্তিবাদের উল্লেখযোগ্য বিরোধিতা বিদ্যমান ছিল, যার ফলে ১৮৩৫ সাল থেকে ১৮৩৭ সালের মধ্যে বিলুপ্তিবাদ-বিরোধী দাঙ্গা হয়েছিল,[৯২] দাসপ্রথার বিরোধিতা পরবর্তী কয়েক দশক জুড়ে ধীরে ধীরে বৃদ্ধি পায়।[৯৩][৯৪] বিলোপবাদী জন ব্রাউন ও সোজর্নার ট্রুথ যথাক্রমে স্প্রিংফিল্ড ও নর্থহ্যাম্পটনে বাস করতেন, যখন ফ্রেডরিক ডগলাস বোস্টনে ও সুসান বি. অ্যান্থনি অ্যাডামস ম্যাসাচুসেটসে থাকতেন। এই ধরনের বিলোপবাদীদের কার্যক্রমসমূহ গৃহযুদ্ধের সময় ম্যাসাচুসেটসের ক্রিয়াকলাপে অবদান রেখেছিল। ম্যাসাচুসেটস হোয়াইট অফিসারদের সাথে একটি ব্ল্যাক রেজিমেন্টকে নিয়োগ, প্রশিক্ষণ ও অস্ত্র প্রদানকারী প্রথম রাজ্য, ৫৪তম ম্যাসাচুসেটস পদাতিক রেজিমেন্ট।[৯৫] ম্যাসাচুসেটস ১৮৫২ সালে বাধ্যতামূলক শিক্ষা আইন পাস করার প্রথম রাজ্য হয়ে ওঠে।[৯৬]
ম্যাসাচুসেটস ২০০৪ সালের ১৭ই মে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য হিসাবে সমকামী বিবাহকে বৈধতা দেয়, যখন ২০০৩ সালের নভেম্বরে ম্যাসাচুসেটস সুপ্রিম জুডিশিয়াল কোর্টের রায়ে নির্ধারিত হয় যে নাগরিক বিবাহের অধিকার থেকে সমকামী দম্পতিদের বাদ দেওয়া অসাংবিধানিক।[৫৭] এই সিদ্ধান্তটি অবশেষে ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সমকামী বিবাহের বিষয়ে মার্কিন সুপ্রিম কোর্টের নিশ্চিতকরণ দ্বারা বাতিল করা হয়েছিল।
ম্যাসাচুসেটস সিনেটর জন কেরি ২০০৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির জন্য ডেমোক্র্যাটিক মনোনয়ন জিতেছিলেন, তিনি জর্জ ডব্লিউ. বুশের কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। আট বছর পর, প্রাক্তন ম্যাসাচুসেটস গভর্নর মিট রমনি (রিপাবলিকান মনোনীত) ২০১২ সালে বারাক ওবামার কাছে পরাজিত হন। আরও আট বছর পরে, ম্যাসাচুসেটস সিনেটর এলিজাবেথ ওয়ারেন ২০২০ সালের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ডেমোক্র্যাটিক প্রাইমারিতে অগ্রণী ছিলেন, কিন্তু তিনি তার প্রচারাভিযান স্থগিত করেছিলেন ও তারপরে সম্ভাব্য মনোনীত প্রার্থী জো বাইডেনকে সমর্থন করেছিলেন।
বস্টন ম্যারাথনের সমাপ্তি রেখার কাছে ২০১৩ সালের ১৫ই এপ্রিল ইডিটি অনুযায়ী প্রায় দুপুর ২ টো ৪৯ মিনিটে দুটি প্রেসার কুকার বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে তিনজন নিহত ও আনুমানিক ২৬৪ জন আহত হয়। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) পরে জোখার সারনায়েভ ও তামেরলান সারনায়েভ ভ্রাতৃদ্বয়কে সন্দেহভাজন হিসাবে শনাক্ত করে। পরবর্তী ম্যানহন্ট ১৯ই এপ্রিল শেষ হয়, যখন হাজার হাজার আইন প্রয়োগকারী কর্মকর্তা কাছাকাছি ওয়াটারটাউনের ২০-ব্লক এলাকায় অনুসন্ধান করেন। জোখার পরে বলেছিলেন যে তিনি চরমপন্থী ইসলামিক বিশ্বাস দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং আরব উপদ্বীপে আল-কায়েদার অনলাইন ম্যাগাজিন ইন্সপায়ার থেকে বিস্ফোরক ডিভাইস তৈরি করতে শিখেছিলেন।
ম্যাসাচুসেটস ২০১৬ সালের ৮ই নভেম্বর ম্যাসাচুসেটস গাঁজা বৈধকরণ উদ্যোগের পক্ষে ভোট দেয়, যা প্রশ্ন ৪ নামেও পরিচিত।[৯৭] এটি একটি পরোক্ষভাবে সূচিত রাষ্ট্রীয় আইন হিসাবে ম্যাসাচুসেটসে ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালটে অন্তর্ভুক্ত ছিল।[৯৮]
ম্যাসাচুসেটস মার্কিন যুক্তরাষ্ট্রের ৭তম ক্ষুদ্রতম রাজ্য। এটি উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলে অবস্থিত এবং এর আয়তন ১০,৫৫৫ বর্গ মাইল (২৭,৩৪০ বর্গকিমি), যার ২৫.৬% জলভাগ। বেশ কয়েকটি বড় উপসাগর স্বতন্ত্রভাবে রাজ্যের উপকূলকে আকৃতি প্রদান করে। বস্টন হল বৃহত্তম শহর, সর্বনিম্ন স্থান ম্যাসাচুসেটস উপসাগরের ও চার্লস নদীর মোহনাতে অবস্থিত।
ছোট আকারের সত্ত্বেও, ম্যাসাচুসেটস অসংখ্য ভূসংস্থানভাবে স্বতন্ত্র অঞ্চলের বৈশিষ্ট্যযুক্ত। রাজ্যের পূর্ব অংশে আটলান্টিক মহাসাগরের বৃহৎ উপকূলীয় সমভূমিতে রাজ্যের অধিকাংশ জনসংখ্যা সহ বৃহত্তর বস্টন,[৪৪] পাশাপাশি স্বতন্ত্র কেপ কড উপদ্বীপ রয়েছে। পশ্চিমে মধ্য ম্যাসাচুসেটসের পাহাড়ি, গ্রামীণ অঞ্চল এবং এর বাইরে কানেটিকাট নদী উপত্যকা রয়েছে। পশ্চিম ম্যাসাচুসেটসের পশ্চিম সীমান্ত বরাবর রাজ্যের সর্বোচ্চ উঁচু অংশ বার্কশায়ার অ্যাপালাচিয়ান পর্বতমালার উত্তর প্রান্তরের একটি অংশ গঠন করে।
ইউ.এস. ন্যাশনাল পার্ক সার্ভিস ম্যাসাচুসেটসে অনেকগুলো প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থান পরিচালনা করে।[৯৯] বারোটি জাতীয় ঐতিহাসিক স্থান, এলাকা ও করিডোরের পাশাপাশি, ন্যাশনাল পার্ক সার্ভিস কেপ কড ন্যাশনাল সিশোর ও বোস্টন হারবার আইল্যান্ডস ন্যাশনাল রিক্রিয়েশন এরিয়াও পরিচালনা করে।[৯৯] এছাড়াও, সংরক্ষণ ও বিনোদন বিভাগ ম্যাসাচুসেটস জুড়ে বেশ কয়েকটি উদ্যান, ট্রেইল ও সৈকত রক্ষণাবেক্ষণ করে।[১০০]
মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২০ সালের আদমশুমারিতে, ম্যাসাচুসেটসের জনসংখ্যা ছিল ৭০ লাখের বেশি ছিল, যা মার্কিন যুক্তরাষ্ট্রে ২০১০ সালের আদমশুমারির পর থেকে ৭.৪% বৃদ্ধি পেয়েছে।[১০১][১০২] ম্যাসাচুসেটস রাজ্যকে ২০১৫ সালের তথ্যানুসারে নিউ জার্সি ও রোড আইল্যান্ডের পরে[১০৩] প্রতি বর্গ মাইলে ৮৭১.০ জন লোক সহ মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয়-সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য বলে অনুমান করা হয়েছিল। ম্যাসাচুসেটসে ২০১৪ সালে ১০,১১,৮১১ জন বা জনসংখ্যার ১৫% বিদেশী বংশোদ্ভূত বাসিন্দা ছিল।[১০৩]
বেশিরভাগ বে স্টেটের বাসিন্দারা বস্টন মহানগর অঞ্চলের মধ্যে বসবাস করে, যা বৃহত্তর বস্টন নামেও পরিচিত, যার মধ্যে রয়েছে বোস্টন ও এর আশেপাশের এলাকা, কিন্তু বৃহত্তর বস্টন বৃহত্তর লোয়েল ও ওরচেস্টার পর্যন্ত বিস্তৃত। স্প্রিংফিল্ড মহানগর অঞ্চল, বৃহত্তর স্প্রিংফিল্ড নামেও পরিচিত, এটি জনসংখ্যার একটি প্রধান কেন্দ্র। ম্যাসাচুসেটসের জনসংখ্যার কেন্দ্রটি জনসংখ্যাগতভাবে নাটিক শহরে অবস্থিত।[১০৪][১০৫]
উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের বাকি অংশের মতো, ম্যাসাচুসেটসের জনসংখ্যা ২০তম শতকের শেষের দিকে ও ২১তম শতকের প্রথম দিকে বাড়তে থাকে। ম্যাসাচুসেটস নিউ ইংল্যান্ডের সবচেয়ে দ্রুত বর্ধনশীল রাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম দ্রুত বর্ধনশীল রাজ্য।[১০৬] জনসংখ্যা বৃদ্ধির কারণ তুলনামূলকভাবে উচ্চ মানের জীবনযাত্রা ও রাজ্যের একটি বড় উচ্চ শিক্ষা ব্যবস্থা ছিল।[১০৬]
ইউনাইটেড স্টেটস ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিস অনুমান করে, যে ম্যাসাচুসেটসের ২০২০ সালের স্থূল অভ্যন্তরীণ উৎপাদন $৫৮৪ বিলিয়ন ছিল।[১০৭] মাথাপিছু ব্যক্তিগত আয় ২০১২ সালে $৫৩,২২১ ছিল, যা এটিকে দেশের তৃতীয় সর্বোচ্চ রাজ্যে পরিণত করেছে।[১০৮] ২০২২ সালের জানুয়ারি মাসের তথ্যানুসারে, ম্যাসাচুসেটস রাজ্যের সাধারণ ন্যূনতম মজুরি হল প্রতি ঘন্টায় $১৪.২৫, যেখানে টিপ দেওয়া কর্মীদের জন্য ন্যূনতম মজুরি হল প্রতি ঘন্টায় $৬.১৫, একটি গ্যারান্টি সহ যে নিয়োগকর্তারা পার্থক্যটি পরিশোধ করবেন, যদি একজন কর্মচারীর ঘন্টার মজুরি সাধারণ ন্যূনতম মজুরির সাথে না মেলে বা তার বেশি না হয়।[১০৯] এই মজুরি ২০২৩ সালের জানুয়ারি মাসের মধ্যে বৃদ্ধি করে সর্বনিম্ন প্রতি ঘন্টায় $১৫.০০ এবং একজন টিপড শ্রমিকে জন্য ন্যূনতম প্রতি ঘন্টায় $৬.৭৫ নির্ধারণ করা হয়েছে, যা ২০১৮ সালে পাস হওয়া ন্যূনতম মজুরি সংশোধনের একটি ধারাবাহিক অংশ হিসাবে ২০২৩ সালের জানুয়ারি মাস পর্যন্ত ন্যূনতম মজুরি ধীরে ধীরে বৃদ্ধি পায়।[১১০]
ম্যাসাচুসেটসের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে; পূর্ববর্তী রাজনৈতিক কাঠামোর মধ্যে ১৬২০ সালের মেফ্লাওয়ার কমপ্যাক্ট, পৃথক ম্যাসাচুসেটস বে ও প্লাইমাউথ উপনিবেশ এবং সম্মিলিত ঔপনিবেশিক ম্যাসাচুসেটস প্রদেশ অন্তর্ভুক্ত ছিল। ম্যাসাচুসেটস সংবিধান মার্কিন স্বাধীনতা যুদ্ধ চলাকালে ১৭৮০ সালে অনুমোদন করা হয়েছিল, কনফেডারেশন প্রবন্ধের খসড়া তৈরির চার বছর পরে ও বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ১৭৮৮ সালের ২১শে জুন অনুমোদনের আট বছর আগে। ম্যাসাচুসেটস সংবিধানের খসড়া জন অ্যাডামস তৈরি করেছিলেন। এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে পুরনো কার্যকরী লিখিত সংবিধান, যা ধারাবাহিকভাবে কার্যকর।[১১১][১১২][১১৩] এটি ১২০ বার সংশোধন করা হয়েছে, অতি সম্প্রতি ২০০০ সালে সংশোধন করা হয়।
ম্যাসাচুসেটস রাজনীতিতে ২০তম শতকের দ্বিতীয়ার্ধ থেকে সাধারণত ডেমোক্রেটিক পার্টির আধিপত্য ছিল এবং রাজ্যটি দেশের সবচেয়ে উদার রাজ্য হিসেবে খ্যাতি অর্জন করেছে।[১১৪] ইলেইন নোবেল ১৯৭৪ সালে মার্কিন ইতিহাসে প্রথম প্রকাশ্যে লেসবিয়ান বা সমকামী প্রার্থী হয়েছিলেন, যিনি কোনও রাজ্য আইনসভায় নির্বাচিত হন।[১১৫] রাজ্যের ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রথম প্রকাশ্যে সমকামী সদস্য গেরি স্টাডস ১৯৭২ সালে নির্বাচিত হয়[১১৬] এবং ম্যাসাচুসেটস প্রথম রাজ্য হিসাবে ২০০৪ সালে সমকামী বিবাহের অনুমতি দেয়।[৫৭] ম্যাসাচুসেটস ২০০৬ সালে প্রায় সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রদানের জন্য একটি আইন অনুমোদনকারী প্রথম রাজ্য হয়ে ওঠে।[১১৭][১১৮] ম্যাসাচুসেটসের একটি অভয়ারণ্য-পন্থী শহর আইন রয়েছে।[১১৯]
ম্যাসাচুসেটস একটি ২০২০ সালের সমীক্ষায় নাগরিকদের ভোট প্রদানের জন্য ১১তম সবচেয়ে সহজ রাজ্য হিসাবে স্থান পেয়েছে।[১২০]
ম্যাসাচুসেটসে ৫০ টি শহর ও ৩০২ টি নগর রয়েছে, রাজ্যটি ১৪ টি কাউন্টিতে বিভক্ত।[১২১] মোটামুটিভাবে পশ্চিম থেকে পূর্বে ক্রমান্যে অবস্থিত চৌদ্দটি কাউন্টি হল বার্কশায়ার, ফ্র্যাঙ্কলিন, হ্যাম্পশায়ার, হ্যাম্পডেন, ওরচেস্টার, মিডলসেক্স, এসেক্স, সাফোক, নরফোক, ব্রিস্টল, প্লাইমাউথ, বার্নস্টেবল, ডিউকস ও ন্যান্টকেট। এগারোটি সম্প্রদায় যারা নিজেদেরকে "শহর" বলে, তারা আইন অনুসারে শহর, যেহেতু তারা মেয়র-কাউন্সিল বা ম্যানেজার-কাউন্সিল ফর্মের জন্য সরকারের টাউন মিটিং ফর্মের ব্যবসা করেছে।[১২২]
ম্যাসাচুসেটস রাজ্যের রাজধানী বস্টন। শহরের জনসংখ্যা হল ৬,৯২,৬০০ জন[১২৩] এবং বৃহত্তর বস্টন দেশের ১১তম বৃহৎ মহানগর অঞ্চল, যার জনসংখ্যা ৪৮,৭৩,০১৯ জন।[১২৪] ১,০০,০০০ জনসংখ্যার অন্যান্য শহরগুলির মধ্যে ওরচেস্টার, স্প্রিংফিল্ড, লোয়েল ও কেমব্রিজ রয়েছে। প্লাইমাউথ হল জমির দিক থেকে রাজ্যের বৃহত্তম পৌরসভা, এরপরের মিডলবোরো স্থান পেয়েছে।[১২১]
নিউ ইংল্যান্ডের অন্যান্য পাঁচটি রাজ্যের সঙ্গে ম্যাসাচুসেটসের নিউ ইংল্যান্ড টাউন নামে পরিচিত স্থানীয় সরকারি কাঠামোর বৈশিষ্ট্য রয়েছে।[১২৫] এই কাঠামোতে, অন্তর্ভূক্ত শহরসমূহ-টাউনশিপ বা কাউন্টির বিপরীতে-স্থানীয় সরকারের অনেক দায়িত্ব ও ক্ষমতা ধারণ করে।[১২৫] জনসংখ্যার দিক থেকে রাজ্যের বৃহত্তম কাউন্টি মিডলসেক্স কাউন্টি[১২৬] সহ ম্যাসাচুসেটস রাজ্যের অধিকাংশ কাউন্টি সরকার ১৯৯৭ সালে বিলুপ্ত হয়।[১২৭][১২৮] এই অধুনা-লুপ্ত কাউন্টির ভোটাররা শুধুমাত্র শেরিফ ও রেজিস্টার অব ডিড নির্বাচন করে, যারা রাজ্য সরকারের অংশ। অন্যান্য কাউন্টি পুনর্গঠিত হয়েছে, এবং কয়েকটি এখনও কাউন্টি কাউন্সিল ধরে রেখেছে।[১২৯]
ক্রম | কাউন্টি | জনসংখ্যা | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
বস্টন উস্টার |
১ | বস্টন | সাফোক | ৬,৯২,৬০০ | স্প্রিংফিল্ড কেমব্রিজ | ||||
২ | উস্টার | উস্টার | ১৮৫,৪২৮ | ||||||
৩ | স্প্রিংফিল্ড | হ্যাম্পডেন | ১,৫৫,৯২৯ | ||||||
৪ | কেমব্রিজ | মিডলসেক্স | ১,১৮,৯২৭ | ||||||
৫ | লোয়েল | লোয়েল | ১,১০,৯৯৭ | ||||||
৬ | ব্রকটন | প্লাইমাউথ | ৯৫,৭০৮ | ||||||
৭ | নতুন বেডফোর্ড | ব্রিস্টল | ৯৫,৩৬৩ | ||||||
৮ | কুইন্সি | নরফোক | ৯৪,৪৭০ | ||||||
৯ | লিন | এসেক্স | ৯৪,২৯৯ | ||||||
১০ | ফল রিভার | ব্রিস্টল | ৮৯,৫৪১ |
ম্যাসাচুসেটস আমেরিকান শিল্প ও সংস্কৃতিতে অবদান রেখেছে। রাজ্যের শিল্পকলা ও সংস্কৃতি নেটিভ আমেরিকান ও ইয়াঙ্কি শিকড় থেকে অঙ্কিত হয়, পরবর্তীতে ম্যাসাচুসেটসে আগত অভিবাসী গোষ্ঠী বেশ কিছু লেখক, শিল্পী ও সঙ্গীতশিল্পী তৈরি করেছে। রাজ্যটিতে কিছু প্রধান যাদুঘর ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান অবস্থিত, এবং সারা বছর ধরে অনুষ্ঠান ও উত্সবগুলি রাজ্যের ইতিহাস ও ঐতিহ্যকে উদযাপন করে।[১৩১]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.