Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বুদ্ধ্যঙ্ক বা আইকিউ (ইংরেজি: Intelligence quotient বা IQ), বুদ্ধিমত্তা মূল্যায়ন করতে পরিকল্পিত বিভিন্ন প্রমিত পরীক্ষার একসঙ্গে প্রাপ্ত ফলাফল। ইংরেজি আইকিউ শব্দটি মূলত মনোবিজ্ঞানী উইলিয়াম স্টার্ন কর্তৃক উদ্ভাবিত জার্মান শব্দ Intelligenz-Quotient থেকে নেয়া হয়েছে।[১]
ঐতিহাসিকভাবে, বুদ্ধ্যঙ্ক পরীক্ষা প্রণয়ন করার আগেও, দৈনন্দিন জীবনে তাদের আচরণ পর্যবেক্ষণ করে বুদ্ধিমত্তা শ্রেণীতে শ্রেণীবদ্ধ করার প্রচেষ্টা ছিল।[২][৩] আচরণগত পর্যবেক্ষণের অন্যান্য রূপগুলি প্রাথমিকভাবে বুদ্ধ্যঙ্ক পরীক্ষার স্কোরের ভিত্তিতে শ্রেণিবদ্ধকরণ যাচাই করা এখনও গুরুত্বপূর্ণ। টেস্টিং রুমের বাইরে আচরণের পর্যবেক্ষণ দ্বারা বুদ্ধিমত্তা শ্রেণিবিন্যাস এবং বুদ্ধ্যঙ্ক পরীক্ষা দ্বারা শ্রেণিবিন্যাস একটি নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহৃত "বুদ্ধিমত্তা" এর সংজ্ঞা এবং নির্ভরযোগ্যতা এবং শ্রেণিবিভাগ পদ্ধতিতে অনুমানের ত্রুটির উপর নির্ভর করে ।
Pupil | KABC-II | WISC-III | WJ-III |
---|---|---|---|
আশের | ৯০ | ৯৫ | ১১১ |
Brianna | ১২৫ | ১১০ | ১০৫ |
কলিন | ১০০ | ৯৩ | ১০১ |
ড্যানিকা | ১১৬ | ১২৭ | ১১৮ |
Elpha | ৯৩ | ১০৫ | ৯৩ |
ফ্রিটজ | ১০৬ | ১০৫ | ১০৫ |
Georgi | ৯৫ | ১০০ | ৯০ |
হেক্টর | ১১২ | ১১৩ | ১০৩ |
ইমেলদা | ১০৪ | ৯৬ | 97 |
জোসে | ১০১ | ৯৯ | ৮৬ |
Keoku | ৮১ | ৭৮ | ৭৫ |
লিও | ১১৬ | ১২৪ | ১০২ |
আইকিউ শৈশবকালের শিক্ষা ও পরিবেশের উপর নির্ভর করে কিছু মাত্রায় পরিবর্তন হতে পারে বা হয়ে থাকে। [৫] একটি দীর্ঘ গবেষণার পর জানা গেছে যে, ১৭ এবং ১৮ বছর বয়সের গড় আইকিউ মান, যা ফলাফল R=৮৬, ৫, ৬ এবং ৭ বছর বয়সের মানের সাথে পরস্পর সম্পৃক্ত থাকে, এবং যখন ফলাফল R= ৯৬, তখন তা ১১,১২ ও ১৩ বছর বয়সের স্কোরের সাথে সম্পৃক্ত থাকে।
কয়েক দশক ধরে অনুশীলনকারীদের আইকিউ পরীক্ষার উপর হ্যান্ডবুকস এবং পাঠ্যপুস্তক থেকে এই প্রতিবেদন পাওয়া গেছে যে, সাবালকত্ব শুরুর পর বয়স বৃদ্ধির সঙ্গে আইকিউ হ্রাস পায়। পরে গবেষকরা উল্লেখ করেছেন যে, এই ঘটনা স্কিন ইফেক্ট এর সাথে সম্পর্কিত এবং এটি বয়সজনিত প্রভাবের চেয়ে দলগত প্রভাবেরই অংশবিশেষ।
প্রতিপাদন | আইকিউ | পরীক্ষা/সমীক্ষা | বছর |
---|---|---|---|
এমডি, জেডি, এবং পিএইচডি | ১২৫+ | WAIS-R | ১৯৮৭ |
মহাবিদ্যালয় স্নাতক | ১১২ | KAIT | ২০০০ |
K-BIT | ১৯৯২ | ||
১১৫ | WAIS-R | ||
মহাবিদ্যালয়ের ১-৩ বছর | ১০৪ | KAIT | |
K-BIT | |||
১০৫–১১০ | WAIS-R | ||
করণিক এবং বিক্রয় কর্মী | ১০০–১০৫ | ||
উচ্চ বিদ্যালয় স্নাতক, দক্ষ কর্মী (যেমন, বিদ্যুত্-মিস্ত্রি, ক্যাবিনেটমেকার) | ১০০ | KAIT | |
WAIS-R | |||
৯৭ | K-BIT | ||
উচ্চ বিদ্যালয়ের ১-৩ বছর (বিদ্যালয়ের ৯-১১ বছর সম্পন্নকৃত) | ৯৪ | KAIT | |
৯০ | K-BIT | ||
৯৫ | WAIS-R | ||
অর্ধ-দক্ষ কর্মী (যেমন, ট্রাক চালক, কারখানার শ্রমিক) | ৯০–৯৫ | ||
প্রাথমিক বিদ্যালয় স্নাতক (অষ্টম শ্রেণী সম্পন্নকৃত) | ৯০ | ||
প্রাথমিক বিদ্যালয় অনুর্তীর্ন (বিদ্যালয়ের ০–৭ বছর সম্পন্নকৃত) | ৮০–৮৫ | ||
উচ্চ বিদ্যালয় উর্তীন্নরে ৫০/৫০ সুযোগ রয়েছে | ৭৫ |
|
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.