মনিয়ন্দ ইউনিয়ন

ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

মনিয়ন্দ ইউনিয়নmap

মনিয়ন্দ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া উপজেলার একটি ইউনিয়ন

দ্রুত তথ্য মনিয়ন্দ, ১নং মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ ...
মনিয়ন্দ
ইউনিয়ন
১নং মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ
Thumb
মনিয়ন্দ
Thumb
মনিয়ন্দ
বাংলাদেশে মনিয়ন্দ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪৮′৪৩″ উত্তর ৯১°১২′৮″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাব্রাহ্মণবাড়িয়া জেলা
উপজেলাআখাউড়া উপজেলা 
সরকার
  চেয়ারম্যানমো. মাহবুবুল আলম চৌধুরী
আয়তন
  মোট২২.২১ বর্গকিমি (৮.৫৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২৪,৫৪০
  জনঘনত্ব১,১০০/বর্গকিমি (২,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৪৬.৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৪৫০
ওয়েবসাইটmoniondaup.brahmanbaria.gov.bd
বন্ধ
Thumb
মানচিত্র

আয়তন

মনিয়ন্দ ইউনিয়নের আয়তন ৫,৪৮৭ একর (২২.২১ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মনিয়ন্দ ইউনিয়নের মোট জনসংখ্যা ২৪,৫৪০ জন। এর মধ্যে পুরুষ ১১,৭৩৪ জন এবং মহিলা ১২,৮০৬ জন। মোট পরিবার ৪,৮০০টি।[] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,১০৫ জন।[]

ইতিহাস

মনিয়ন্দ ইউনিয়ন একটি আদর্শ ইউনিয়ন। পূর্বে মনিয়ন্দ ইউনিয়ন ত্রিপুরার অর্ন্তগত একটি প্রাচীন গ্রাম হিসেবে পরিচিত ছিল।[]

অবস্থান ও সীমানা

আখাউড়া উপজেলার সর্ব-দক্ষিণে মনিয়ন্দ ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে মোগড়া ইউনিয়ন, পশ্চিমে ধরখাড় ইউনিয়নকসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন, দক্ষিণে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন এবং পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

মনিয়ন্দ ইউনিয়ন আখাউড়া উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আখাউড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৬নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মনিয়ন্দ ইউনিয়নের সাক্ষরতার হার ৪৬.৭%।[]

শিক্ষা প্রতিষ্ঠান
  • মনিয়ন্দ উচ্চ বিদ্যালয়
  • তুলাইশিমুল উচ্চ বিদ্যালয়
  • কর্মমঠ উচ্চ বিদ্যালয়
  • মনিয়ন্দ মহিলা কলেজ
  • তুলাইশিমূল কলেজ
  • টনকী সাদেকুল উলুম ফাযিল(স্নাতক) মাদ্রাসা
  • মনিয়ন্দ দাখিল মাদ্রাসা
  • কর্নেল বাজার দাখিল মাদ্রাসা
  • মনিয়ন্দ দক্ষিণ পাড়া হাফিজিয়া মাদ্রাসা
  • মাদ্রাসায়ে নুরে মদিনা মনিয়ন্দ
  • মনিয়ন্দ স্টার কিন্ডার গার্টেন

যোগাযোগ ব্যবস্থা

মনিয়ন্দ ইউনিয়নে সিএনজি যোগে যোগাযোগ করা যায়। উপজেলা সদর হতে সিএনজি ভাড়া (২০ টাকা জনপ্রতি)। পরিষদ থেকে কর্মমঠ সিএনজি ভাড়া (৩০ টাকা জনপ্রতি)। কর্মমঠ থেকে কর্ণেল বাজার (২০ টাকা জনপ্রতি)। পরিষদ থেকে কর্ণেল বাজার (১৫ টাকা জনপ্রতি)। পরিষদ থেকে তুলাইশিমুল চকবাজার (১০ টাকা জনপ্রতি)। পরিষদ থেকে মনিয়ন্দ দক্ষিণ (১০ টাকা জনপ্রতি)

খাল ও নদী

মনিয়ন্দ ইউনিয়নে প্রবাহিত নদীর সংখ্যা ১টি ও খালের সংখ্যা ১৩টি। টানমান্দাইলের হাওড় নদী ও পদ্মবিল এবং কচোয়ামুড়া থেকে আগড়তলা খাল উল্লেখযোগ্য।

হাট-বাজার

মনিয়ন্দ ইউনিয়নের উল্লেখযোগ্য বাজার সমূহ:

  • কর্ণেল বাজার
  • কর্মমঠ বাজার
  • দীঘিরজান বাজার
  • বান্দর মার্কেট বাজার
  • শেখ মার্কেট বাজার
  • তুলাইশিমূল চক বাজার
  • মাষ্টার মার্কেট

দর্শনীয় স্থান

মনিয়ন্দ ইউনিয়নের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:

  • টনকী ফাটা বিল ও মৎস্য প্রকল্প
  • টনকী সংলগ্ন বাঘাই মুড়া ও জাগুর মুড়া
  • ঘাগুটিয়া ও কালিবাড়িস্থ পদ্মবিল
  • কচোয়ামুড়া পুরাতন ইটখলা
  • নোয়ামুড়ার লাল পাহাড়
  • মনিয়ন্দ কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দান ও হিন্দুদের মঠ
  • তুলাইশিমূলের শাহ সাহেবের ইকিনালিশার মাজার শরীফ
  • মিনারকোট পদ্মা বিল
  • সীমান্ত রেলওয়ে
  • হাওড়া নদীর বাধ

উল্লেখযোগ্য ব্যক্তি

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: মো. মাহবুবুল আলম চৌধুরী
চেয়ারম্যানগণের তালিকা[]
আরও তথ্য ক্রম নং, চেয়ারম্যানের নাম ...
ক্রম নং চেয়ারম্যানের নাম মেয়াদ
০১ শ্রী গিরিস চন্দ্র বর্ধন ১৯২৪ - []
০২ জনাব আব্দুল লতিফ চৌধুরী
০৩ শ্রী ভারত দাস
০৪ জনাব আঃ রশিদ চৌধুরী
০৫ শ্রী ক্ষেত্র মোহন শর্মা
০৬ জনাব আঃ রশিদ চৌধুরী ১৯৫৮-১৯৬৪
০৭ শ্রী হেমেন্দ্র দাস ১৯৬৫-১৯৬৯
০৮ জনাব নুরুল ইসলাম ভুঁইয়া ১৯৭১-১৯৭২
০৯ জনাব আঃ রশিদ চৌধুরী ১৯৭৩-১৯৭৬
১০ জনাব তোরার আলী সরকার ভারপ্রাপ্ত
১১ জনাব নুরুল ইসলাম ভুঁইয়া ১৯৭৭-১৯৮৩
১২ জনাব নুরুল ইসলাম ভুঁইয়া ১৯৮৪-১৯৮৮
১৩ জনাব নুরুল ইসলাম ভুঁইয়া ১৯৮৮-১৯৯২
১৪ জনাব আব্দুল ওয়াহাব ভুঁইয়া ১৯৯২-১৯৯৮
১৫ জনাব মাহবুবুল আলম চৌধুরী (দিপক) ১৯৯৮-২০০৩
১৬ জনাব মাহবুবুল আলম চৌধুরী (দিপক) ২০০৩-২০১১
১৭ জনাব আব্দুল ওয়াহাব ভুঁইয়া ২০১১
১৮ জনাব একেএম নিয়াজী নাজির ভারপ্রাপ্ত
১৯ জনাব মো. কামাল ভূঁইয়া ২০১৬-২০২১
২০ জনাব মাহবুবুল আলম চৌধুরী (দিপক) ২০২১-বর্তমান
বন্ধ

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.