ধরখার ইউনিয়ন

ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

ধরখার ইউনিয়নmap

ধরখার বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া উপজেলার একটি ইউনিয়ন

দ্রুত তথ্য ধরখার, ২নং ধরখার ইউনিয়ন পরিষদ ...
ধরখার
ইউনিয়ন
২নং ধরখার ইউনিয়ন পরিষদ
Thumb
ধরখার
Thumb
ধরখার
বাংলাদেশে ধরখার ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫০′৫″ উত্তর ৯১°৯′১৮″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাব্রাহ্মণবাড়িয়া জেলা
উপজেলাআখাউড়া উপজেলা 
সরকার
  চেয়ারম্যানমো. সফিকুল ইসলাম
আয়তন
  মোট৩৩.১২ বর্গকিমি (১২.৭৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৩৪,২২১
  জনঘনত্ব১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫০.৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৪৫০
বন্ধ
Thumb
মানচিত্র

আয়তন

ধরখাড় ইউনিয়নের আয়তন ৮,১৮৩ একর (৩৩.১২ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধরখার ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৪,২২১ জন। এর মধ্যে পুরুষ ১৬,২৮৮ জন এবং মহিলা ১৭,৯৩৩ জন। মোট পরিবার ৬,০৭৮টি।[] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,০৩৩ জন।[]

ইতিহাস

অবস্থান ও সীমানা

আখাউড়া উপজেলার সর্ব-পশ্চিমে ধরখার ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে মোগড়া ইউনিয়নমনিয়ন্দ ইউনিয়ন, দক্ষিণে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নবাদৈর ইউনিয়ন, পশ্চিমে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন এবং উত্তরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

ধরখাড় ইউনিয়ন আখাউড়া উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আখাউড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৬নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[]

  • ছতুরা শরীফ
  • তন্তর
  • ভাটামাথা
  • চাঁন্দপুর
  • রাণীখার
  • ঘোলখার
  • রুডি
  • নোয়াপাড়া
  • মধুপুর
  • নূরপুর
  • তোলাতালা
  • ইদিলপুর
  • আদিলপুর
  • ঝিঘুটিয়া

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধরখার ইউনিয়নের সাক্ষরতার হার ৫০.৫%।[] এ ইউনিয়নে ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪টি বেসরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, ৫টি উচ্চ বিদ্যালয় রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা

ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস নদী বিধৌত আখাউড়া উপজেলা সদর হইতে প্রায় ৮/১০ কি.মি. দূরে আখাউড়া ধরখার ইউনিয়ন অবস্থিত। আখাউড়া উপজেলা সদর হইতে এই ইউনিয়নের অভ্যন্তরে যাতায়াতের মাধ্যম হচ্ছে সড়কপথ ও নৌপথ।

খাল ও নদী

ধরখার ইউনিয়নে অনেক নদী, খাল ও বিল রয়েছে। এ ইউনিয়েনের উত্তর দিকে প্রবাহিত তিতাস নদী। পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়েছে বিজনী নদী

হাট-বাজার

ধরখার ইউনিয়নে ৭টি হাটবাজার রয়েছে।[]

উল্লেখযোগ্য হাটবাজার
  • তন্তর চক বাজার
  • তন্তর গরুর বাজার
  • ঘোলখার গরুর বাজার
  • ঘোলখার চক বাজার
  • চান্দপুর চক বাজার
  • রানীখার সড়ক বাজার
  • রুটি চক বাজার

দর্শনীয় স্থান

  • ছতুরা মাজার শরীফ

উল্লেখযোগ্য ব্যক্তি

  • প্রফেসর আব্দুল খালেক (রহ) – কুদওয়াতুছ ছালেকীন, জুবদাতুল আরেফিন,কুতুবুল ইরশাদ।
  • মোহাম্মদ জাহাঙ্গীর ওসমান বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সাংসদ।
  • শহিদুল হক ভূঁইয়া - বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা।
  • এড. এ,কে,এম এমদাদুল বারী— বীর মুক্তিযোদ্ধা,ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সাংসদ সদস্য।

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: মো. সফিকুল ইসলাম
চেয়ারম্যানগণের তালিকা[]
আরও তথ্য ক্রম নং, চেয়ারম্যানের নাম ...
ক্রম নং চেয়ারম্যানের নাম মেয়াদ
০১ মাহাবুব আলম চৌধুরী
০২ হুমায়ুন আহাম্মদ
০৩ শেখ সিরাজুল ইসলাম
আলী হোসেন ভুইয়া
সাহেদ মিয়া ভারপ্রাপ্ত
শফিকুল ইসলাম
বাছির মো : আরিফুল হক
মো. সফিকুল ইসলাম ২০২১-বর্তমান
বন্ধ

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.