Loading AI tools
ভারতের সামরিক বাহিনীর নৌবিভাগ। উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভারতীয় নৌবাহিনী বা ভারতীয় নৌসেনা (হিন্দি: भारतीय नौ सेना, Bhartiya Nāu Senā) ভারতের সামরিক বাহিনীর নৌবিভাগ। ভারতের রাষ্ট্রপতি ভারতীয় নৌবাহিনীর সর্বাধিনায়ক। ৫০০০ নৌ বৈমানিক শাখাসদস্য ও ২০০০ মেরিন কম্যান্ডো সহ প্রায় ৫৮,৩৫০ সক্রিয় সেনাকর্মী সংবলিত এই নৌবাহিনী বিশ্বে চতুর্থ বৃহত্তম।[3] ভারতীয় নৌবাহিনীতে বর্তমানে ১৫৫টিরও বেশি যুদ্ধজাহাজ রয়েছে, যার মধ্যে উল্লেখনীয় যুদ্ধবিমান বাহক আইএনএস বিক্রমাদিত্য [4]। ১৯৭১ সালের ৮ঠা ডিসেম্বর ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৭১ এর অংশ হিসেবে অপারেশন ট্রাইডেন্ট নামক এক হামলায় ভারতীয় নৌসেনা পাকিস্তানদের করাচি বন্দরে সফল হামলা করে। প্রতি বছর ৪ঠা ডিসেম্বর নৌবাহিনী দিবস হিসেবে পালিত হয়।
ভারতীয় নৌসেনা | |
---|---|
সক্রিয় | ১৬১২ - বর্তমান |
দেশ | ভারত |
আনুগত্য | ভারত |
শাখা | নৌবাহিনী |
ভূমিকা | নৌপথে যুদ্ধ |
আকার | ১৬,৯০০[1] ১০৫ টি জাহাজ[2] |
অংশীদার | ভারতের সামরিক বাহিনী |
প্রধান কার্যালয় | সংযুক্ত সদর দফতর, প্রতিরক্ষা মন্ত্রণালয় (নৌ) |
ডাকনাম | জলসেনা |
পৃষ্ঠপোষক | ভারতের রাষ্ট্রপতি |
নীতিবাক্য | সমুদ্রদেব আমাদিগের সৌভাগ্যপ্রদাতা হউন |
রং | নেভি ব্লু বা সাদা |
বার্ষিকী | ৪ ডিসেম্বর। |
যুদ্ধসমূহ | প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৬৫ ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৭১ কার্গিল যুদ্ধ সোমালিয়ায় জলদস্যুতা |
কমান্ডার | |
নৌবাহিনী প্রধান | এ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী |
নৌবাহিনী উপপ্রধান | ভাইস এ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী |
প্রতীকসমূহ | |
Naval Ensign |
বর্তমানে ভারতীয় নৌবাহিনীর মূল ভূমিকাগুলি হল-
Post | Current Holder |
---|---|
নৌবাহিনী প্রধান | এ্যাডমিরাল রাধাকৃষ্ণন হরি কুমার, PVSM, AVSM, ADC[8] |
নৌবাহিনী উপ-প্রধান | Vice Admiral দীনেশ কে ত্রিপাঠি, AVSM, VSM[9] |
নৌবাহিনী ডেপুটি চিফ | Vice Admiral তরুণ সোবতি, AVSM, NM[10] |
চিফ অফ পার্সোনেল | Vice Admiral কৃষ্ণ স্বামীনাথন, AVSM, NM [11] |
উপকরণ প্রধান | Vice Admiral কিরণ দেশমুখ, AVSM,NM[12] |
Director General of Medical Services | সার্জন ভাইস অ্যাডমিরাল আরতি সারিন AVSM, SM, VSM,PHS[13] |
Director General of Naval Operations | ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ , AVSM, NM[14] |
Controller of Warship Production & Acquisition | ভাইস অ্যাডমিরাল বি শিবকুমার , PVSM, AVSM, VSM |
Controller of Personnel Services | ভাইস অ্যাডমিরাল গুরচরণ সিং , AVSM, YSM, VSM |
প্রধান হাইড্রোগ্রাফার | ভাইস অ্যাডমিরাল লোচন সিং পাঠানিয়া , NM[15] |
চিফ, সাউদার্ন নেভাল কমান্ড | ভাইস অ্যাডমিরাল ভি শ্রীনিবাস |
চিফ, ইস্টার্ন নেভাল কমান্ড | ভাইস অ্যাডমিরাল রাজেশ পেনধারকর |
চিফ, ওয়েস্টার্ন নেভাল কমান্ড | ভাইস অ্যাডমিরাল সঞ্জয় জে সিং |
ভারতীয় নৌবাহিনীর মোট চারটি কম্যান্ড রয়েছে।এই কম্যান্ড গুলি হল-
|
ব্লু-ওয়াটার নেভি হিসেবে ক্ষমতা বৃদ্ধির জন্য বর্তমানে ভারতীয় নৌবাহিনীতে ব্যাপক সংস্কারকার্য সাধিত হয়েছে।[16][17]
মালাবার উপকূল-এ যুক্তরাষ্ট্র নৌবাহিনী ও জাপান মেরিটাইম স্ব-প্রতিরক্ষা বাহিনী-র সাথে প্রতি বছর মালাবার নৌ মহড়া নামক যুদ্ধমহড়া করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর মূলত এই যুদ্ধমহড়ায় অংশ নেয় যার স্থায়ী বিমানবাহী রণতরী হচ্ছে ইউএসএস রোনাল্ড রেগান।
ভারতীয় নৌবাহিনীর বর্তমান নৌযান-সমূহের তালিকা
মনে করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে ভারতীয় নৌবাহিনী তিনটি যুদ্ধবিমান বাহক ও তিনটি পারমাণবিক ডুবোজাহাজের অধিকারী হবে। এছাড়া ৫৭টি যুদ্ধবিমান সহ অন্যান্যও প্রায় ২৫০টি বিমান ভারতীয় নৌবাহিনী ব্যবহার করে।
বায়ু বিভাগে মূলত সামুদ্রিক বায়ূ যুদ্ধে ও নজরদারিতে ব্যবহৃত হয়। যুদ্ধের ক্ষেত্রে বিমানতরীকে কেন্দ্র করে সংগঠিত হয় যেখানে বহুমুখী যুদ্ধবিমান থাকে। সর্বোপরি তা বায়ু ও নৌ যৌথ আক্রমণ। ভারতীয় মহাসাগর ই মূলত প্রধান নজরদারি ক্ষেত্র, যা সুদূর দক্ষিণ অব্দি বিস্তৃত। চীনা আগ্রাসন রুখে দেয়া এই বিভাগের প্রধান দায়িত্ব।
বিমান | Origin | Type | Variant | নিয়োজিত | Notes | |
---|---|---|---|---|---|---|
Combat Aircraft | ||||||
বিমান-ক্যারিয়ার ভিত্তিক বিমান | ৫৭টি কেনার পরিকল্পনা হয়েছে। | রাফালে এম এফ 3-আর এবং এফ / এ-18 এফ সুপার হর্নেট -এর মধ্যে একটি নির্বাচিত হতে পারে। রাফালেতে ১৩টি মেটিওর ও সুপার হর্নেটএ ১১টি হারপূণ ক্ষেণাস্রো বহন করতে পারে। [18] | ||||
MiG-29 | রাশিয়া | বিমান-ক্যারিয়ার ভিত্তিক বিমান | 29K | 45[19] | একসঙ্গে ৮টি ক্ষেপণাস্র বহনে সক্ষম। সমস্ত প্রধান ক্ষেপণাস্রো বহনে সক্ষম। | |
আক্রমণ এবং মেরিটাইম টহল | ||||||
বোয়িং পি -8 পোসেইডন | মার্কিন যুক্তরাষ্ট্র | ডুবোজাহাজ বিধ্বংসী যুদ্ধবিমান / Patrol | পি -8 আই নেপচুন | ৮ | ভারতের একমাত্র জেট চালিত প্যাট্রোল বিমান। ২০২০ তে আরো ৪ টি যুক্ত হবে। অতিরিক্ত ১০টি যুদ্ধজাহাজ বিনাশী হারপূণ মিসাইল বহনে সক্ষম এই বিমান অর্ডার দেয়ার পরিকল্পনা রয়েছে। [20] | |
AWACS | ||||||
Kamov Ka-31 | রাশিয়া | AEW | 14[20] | Employs a planar array radar[21] | ||
Reconnaissance | ||||||
Pipistrel Virus | Slovenia | Ultralight | SW 80 | 2[22] | 10 on order[23] | |
সামুদ্রিক প্যাট্রোল বিমান | ||||||
Ilyushin Il-38 | Soviet Union | ASW / Patrol | Il-38SD[24] | 5[20] | ||
ডরনিয়ার ডিও ২২৮ | Germany | Surveillance | 228-201[25] | 25 | 12 on order[20] | |
Britten-Norman BN-2 | United Kingdom | Utility / Patrol | BN-2B/2T[26] | 11[20] | ||
সি-হক | মার্কিন যুক্তরাষ্ট্র | উপযোগী নজরদারি হেলিকপ্টার | এস-৭০বি | - | ২৪টি অর্ডার দেয়া হয়েছে [27] | |
কপ্টার | উৎস | ধরন | প্রজাতি | নিয়োজিত | নোট |
---|---|---|---|---|---|
হেলিকপ্টার | |||||
Sikorsky SH-60 সমুদ্র বাজ | মার্কিন যুক্তরাষ্ট্র | আন্টি সারফেস ও অ্যান্টি-সাবমেরিন | MH-60R | - | 24 on order[28] AN/ALQ-144 ইনফ্রা-রেড গাইডেড মিসাইল কাউন্টারমেজার ডিভাইস , AN/AAR-47 মিসাইল অ্যাপ্রোচ সতর্কতা সিস্টেম এবং নাইট ভিশন ডিভাইস সমন্বিত। |
Kamov Ka-২৮ | রাশিয়া | অ্যান্টি-সাবমেরিন কোক্সিয়াল রোটার হেলিকপ্টার | Ka-২৮ বা Ka-27PL | 14 | ৪টি অর্ডার দেয়া হয়েছে। চীনের কাছে ১৯টি রয়েছে। |
Westland সমুদ্র রাজ | যুক্তরাজ্য | অ্যান্টি-সাবমেরিন | Mk.42B Mk.42A |
21 3 |
পাকিস্তানের কাছে ৭টি রয়েছে। |
HAL Dhruv | India | Utility | 8 | 17 on order[20][29] | |
Westland Sea King | United Kingdom | SAR / Utility | Mk.42C[30] | 18 | |
SH-3 Sea King | United States | SAR / Utility | UH-3H | 8[20] | |
HAL Chetak | France | Liaison / Utility | 34 | 7 on order[20] | |
Note: The Indian Armed Forces operate a number of Unmanned aerial vehicles split between the three service branches.
Aircraft | Origin | Type | Variant | In service | Notes |
---|---|---|---|---|---|
IAI Harop | Israel | Attack | Operated by Indian Air Force[31] | ||
IAI Heron | Israel | মধ্য উচ্চতা দীর্ঘ রেঞ্জের ড্রোন | Heron 1 | 68[32] | Operated by all three services.[33] 16 on order for Indian Army[31] |
IAI Searcher | Israel | পরিদর্শন ও নজরদারি | Mk. I / II | 108[32] | Operated by all three services.[33] |
DRDO Lakshya | India | Aerial target | 39 | In service with the Indian Air Force and Indian Navy.[34] | |
জেনারেল এটমিক্স MQ-৯ রিপার | USA | যুদ্ধকারী ড্রোন | সিগার্ডিয়ান্স | ২ | স্কাই গার্ডিয়ান শ্রেণীর ২২ টি অর্ডার দেয়া হয়েছে[35] |
নাম | উতস | ভর | পাল্লা | গতি |
---|---|---|---|---|
DM2A4 | জার্মানি | ২৬০ কেজি | ৫০ কিমি | ৯৩ কিমি/ঘ |
অ্যাডভান্সড লাইট টর্পেডো শায়েনা | ভারত | ২২০ কেজি | ১৯ কিমি | ৬০ কিমি/ঘ |
A244-S | ইতালি | ২৫৪ কেজি | ১৩ কিমি | ৭২ কিমি/ঘ |
মার্ক 54 লাইটওয়েট টর্পেডো | মার্কিন যুক্তরাষ্ট্র | ২৭৬ কেজি | ৯ কিমি | ৭৪ কিমি/ঘ |
নাম | চিত্র | উৎস | প্রকার | পাল্লা | পাদটীকা |
---|---|---|---|---|---|
হাইপার ও সুপারসনিক ক্ষেপণাস্রো | |||||
ব্রহ্মস-২ | রাশিয়া / ভারত | ১,৫০০ কিমি | নির্মাণাধীন | ||
ব্রহ্মস | রাশিয়া / ভারত | ৮০০ কিমি | |||
সাবসনিক ক্ষেপণাস্রো | |||||
স্মার্ট | ভারত | ৬৫০ কিমি | পরীক্ষণাধীন | ||
3M-54 কালীব্র | রাশিয়া | ক্লাব-এস
ক্লাব-এন |
৩০০ কিমি | ||
হারপুন | মার্কিন যুক্তরাষ্ট্র | ১৩৯ কিমি | |||
Kh-35 | সোভিয়েত ইউনিয়ন | ১৩০ কিমি | |||
সী ঈগল | যুক্তরাজ্য | ১১০ কিমি | |||
P-15 টার্মিট | সোভিয়েত ইউনিয়ন | ৮০ কিমি | |||
এক্সোসেট | ফ্রান্স | ৫০ কিমি |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.