বুদ্ধগুহ্য
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বুদ্ধগুহ্য (আনুমানিক ৭০০ খ্রিষ্টাব্দ[1]) একজন বজ্রযান বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন।
পরিচয়
বুদ্ধগুহ্য সম্বন্ধে ঐতিহাসিক তত্ত্বের অভাব রয়েছে। তিনি লীলাবজ্রের নিকট শিক্ষা লাভ করেন। তিনি আনুমানিক ৭৬০ খ্রিষ্টাব্দে মহাবৈরোচন অভিসমবোধি তন্ত্র নামক বজ্রযান বৌদ্ধগ্রন্থের টীকা লেখেন। বিমলমিত্র তার শিষ্য ছিলেন। [1]
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.