Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বিমলমিত্র (সংস্কৃত: बिमलमित्र) (তিব্বতি: དྲི་མེད་བཤེས་གཉེན་ ওয়াইলি: Dri-med Bshes-gnyen), (চীনা: 無垢友 ফিনিন: Wúgòuyǒu) অষ্টম শতাব্দীর একজন বৌদ্ধ পণ্ডিত। বিমলমিত্রের জীবনী মূলতঃ র্দ্জোগস-পা-ছেন-পো-স্ন্যিং-থিগ-গি-লো-র্গ্যুস-ছেন-মো ওয়াইলি: rdzogs pa chen po snying thig gi lo rgyus chen mo) নামক তিব্বতী গ্রন্থ থেকে পাওয়া যায়।
বিমলমিত্রের জন্ম অষ্টম শতাব্দীতে পশ্চিম ভারতের হস্তীস্থল আন্মক শহরে হয়। তার পিতার নাম ছিল সুখচক্র ও মাতার নাম ছিল আত্মপ্রকাশ। তিনি বুদ্ধগয়ায় লীলাবজ্র ও বুদ্ধগুহ্যের নিকট হতে বৌদ্ধ ধর্মে শিক্ষা লাভ করেন। বুদ্ধগয়াতে তিনি গুহ্যগর্ভতন্ত্র সম্বন্ধে বেশ কিছু টীকা রচনা করেন। এরপর তিনি চীনে গমন করে শ্রী সিংহের নিকট কুড়ি বছর শিক্ষা লাভ করেন। এই সময় তিনি তার বুদ্ধগয়ার সতীর্থ জ্ঞানসূত্রের নিকটে শিক্ষালাভ করেন।[1]
তিব্বত সম্রাট খ্রি-স্রোং-ল্দে-ব্ত্সানের নির্দেশে র্মা-রিন-চেন-ম্চোগ, স্কা-বা-দ্পাল-ব্র্ত্সেগ্স ও চোগ-রো-ক্লু'ই-র্গ্যাল-ম্ত্শান নামক তিন বৌদ্ধ পণ্ডিত তাকে তিব্বতে আমন্ত্রণ জানালে তিনি অতিযোগ সম্বন্ধীয় সংস্কৃত বৌদ্ধ গ্রন্থগুলিকে তিব্বতী ভাষায় অনুবাদ করেন।[1]
বিমলমিত্র র্মা-রিন-চেন-ম্চোগের সঙ্গে গুহ্যসমাজ তন্ত্র, মহাযোগ সম্বন্ধীয় র্ত্সা-বার-গ্যুর-স্গ্যু-ফ্রুল-স্দে-ব্র্গ্যাদ (ওয়াইলি: rtsa bar gyur sgyu phrul sde brgyad)এবং আঠারো মহান তন্ত্রপিটকের মূল তন্ত্র গুহ্যগর্ভ তন্ত্র গ্রন্থগুলি রচনা ও অনুবাদ করেন।[2]:২৪৮ এছাড়া তিনি শেস-রাব-স্ন্যিং-পো'ই-র্গ্যা-ছের-'গ্রেল-পা (ওয়াইলি: shes rab snying po’i rgya cher 'grel pa) এবং শেস-রাব-ক্যি-ফা-রোল-দু-ফ্যিন-পা-ব্দুন-ব্রগ্যা-পা'ই-'গ্রেল-পা (ওয়াইলি: shes rab kyi pha rol du phyin pa bdun brgya pa'i 'grel pa) নামক দুইটি গ্রন্থ রচনা করেন। এছাড়াও সো-সোর-থার-পা'ই-র্গ্যা-ছের-'গ্রেল-পা-বাম-পো-ল্ঙ্গা-ব্চু-পা (ওয়াইলি: so sor thar pa'i rgya cher 'grel pa bam po lnga bcu pa), চিগ-চার-'জুগ-পা'ই-র্নাম-পার-মি-র্তোগ-পা'ই-ব্স্গোম-দোন (ওয়াইলি: cig car 'jug pa’i rnam par mi rtog pa'i bsgom don) এবং রিম-গ্যিস-'জুগ-পা'ই-ব্স্গোম-দোন (ওয়াইলি: rim gyis 'jug pa'i bsgom don) নামক গ্রন্থগুলির রচয়িতা হিসেবে তার নাম পাওয়া গেলেও এই বিষয়ে বিতর্কের অবকাশ রয়েছে। বিমলমিত্র অতিযোগ তত্ত্বের উপদেশবর্গ শিক্ষাকে শিক্ষাকে বি-মা-স্ন্যিং-থিগ নামক পুস্তকাকারে রচনা করেন। এছাড়াও বিমলমিত্র অতিযোগ তন্ত্রের চিত্তবর্গ শিক্ষার অষ্টাদশ তন্ত্রের অন্তিম পনেরো তন্ত্র অনুবাদ করেন।[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.