উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বসনিয়া ও হার্জেগোভিনা জাতীয় ফুটবল দল (বসনীয়: Nogometna/Fudbalska reprezentacija Bosne i Hercegovine, সার্বীয়: Фудбалска репрезентација Боснe и Херцеговинe, ক্রোয়েশীয়: Bosanskohercegovačka nogometna reprezentacija) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে বসনিয়া ও হার্জেগোভিনার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম বসনিয়া ও হার্জেগোভিনার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বসনিয়া ও হার্জেগোভিনা ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৯৬ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৯৮ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯৯৩ সালের ১২ই সেপ্টেম্বর তারিখে, বসনিয়া ও হার্জেগোভিনা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ইরানের তেহরানে অনুষ্ঠিত উক্ত ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনা ইরানকে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে।
![]() | |||
ডাকনাম | জমায়েভি | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | বসনিয়া ও হার্জেগোভিনা ফুটবল অ্যাসোসিয়েশন | ||
কনফেডারেশন | উয়েফা (ইউরোপ) | ||
প্রধান কোচ | খালি | ||
অধিনায়ক | এদিন জেকো | ||
সর্বাধিক ম্যাচ | এদিন জেকো (১১২) | ||
শীর্ষ গোলদাতা | এদিন জেকো (৫৯) | ||
মাঠ | গ্রাভিৎসা স্টেডিয়াম | ||
ফিফা কোড | BIH | ||
ওয়েবসাইট | www | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ৬৯ (২১ ডিসেম্বর ২০২৩)[১] | ||
সর্বোচ্চ | ১৩ (আগস্ট ২০১৩) | ||
সর্বনিম্ন | ১৭৩ (সেপ্টেম্বর ১৯৯৬) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ৮৪ ২৬ (১২ জানুয়ারি ২০২৪)[২] | ||
সর্বোচ্চ | ২০ (জুন ২০১৩, ফেব্রুয়ারি ২০১৯) | ||
সর্বনিম্ন | ৮৭ (অক্টোবর ১৯৯৯) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
ইরান ১–৩ বসনিয়া ও হার্জেগোভিনা (তেহরান, ইরান; ১২ সেপ্টেম্বর ১৯৯৩)[৩][৪][৫] | |||
বৃহত্তম জয় | |||
বসনিয়া ও হার্জেগোভিনা ৭–০ এস্তোনিয়া (জেনিৎসা, বসনিয়া ও হার্জেগোভিনা; ১০ সেপ্টেম্বর ২০০৮) লিশটেনস্টাইন ১–৮ বসনিয়া ও হার্জেগোভিনা (ভাডুৎস, লিশটেনস্টাইন; ৭ সেপ্টেম্বর ২০১২) | |||
বৃহত্তম পরাজয় | |||
আর্জেন্টিনা ৫–০ বসনিয়া ও হার্জেগোভিনা (কর্দোবা, আর্জেন্টিনা; ১৪ মে ১৯৯৮) | |||
বিশ্বকাপ | |||
অংশগ্রহণ | ১ (২০১৪-এ প্রথম) | ||
সেরা সাফল্য | গ্রুপ পর্ব (২০১৪) |
১৩,১৪৬ ধারণক্ষমতাবিশিষ্ট গ্রাভিৎসা স্টেডিয়ামে জমায়েভি নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোয় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন খালি এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন রোমার আক্রমণভাগের খেলোয়াড় এদিন জেকো।
বসনিয়া ও হার্জেগোভিনা এপর্যন্ত কেবলমাত্র ১ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০১৪ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে পৌঁছানো।
এদিন জেকো, মিরালেম পিয়ানিচ, এমির স্পাহিচ, ভেদাদ ইবিশেভিচ এবং জভিয়েজদান মিসিমোভিচের মতো খেলোয়াড়গণ বসনিয়া ও হার্জেগোভিনার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০১৩ সালের আগস্ট মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে বসনিয়া ও হার্জেগোভিনা তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১৩তম) অর্জন করে এবং ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ১৭৩তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে বসনিয়া ও হার্জেগোভিনার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ২০তম (যা তারা সর্বপ্রথম ২০১৩ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৮৭। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৬৭ | ![]() |
![]() | ১৩৫৬.৬৬ |
৬৮ | ![]() |
![]() | ১৩৪৫.২৬ |
৬৯ | ![]() |
![]() | ১৩৪৩.৩২ |
৭০ | ![]() |
![]() | ১৩৪২.৬৪ |
৭১ | ![]() |
![]() | ১৩৩৮.৩৯ |
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৮২ | ![]() |
![]() | ১৪৯১ |
৮৩ | ![]() |
![]() | ১৪৮৯ |
৮৪ | ![]() |
![]() | ১৪৮৫ |
৮৫ | ![]() |
![]() | ১৪৮২ |
৮৬ | ![]() |
![]() | ১৪৮১ |
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
![]() | যুগোস্লাভিয়ার অংশ ছিল | যুগোস্লাভিয়ার অংশ ছিল | |||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
![]() | |||||||||||||||
বসনিয়া ও হার্জেগোভিনা প্রজাতন্ত্র হিসেবে | বসনিয়া ও হার্জেগোভিনা প্রজাতন্ত্র হিসেবে | ||||||||||||||
![]() | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
![]() | উত্তীর্ণ হয়নি | ৮ | ৩ | ০ | ৫ | ৯ | ১৪ | ||||||||
বসনিয়া ও হার্জেগোভিনা হিসেবে | বসনিয়া ও হার্জেগোভিনা হিসেবে | ||||||||||||||
![]() ![]() | উত্তীর্ণ হয়নি | ৮ | ২ | ২ | ৪ | ১২ | ১২ | ||||||||
![]() | ১০ | ৪ | ৪ | ২ | ১২ | ৯ | |||||||||
![]() | ১২ | ৬ | ১ | ৫ | ২৫ | ১৫ | |||||||||
![]() | গ্রুপ পর্ব | ২০তম | ৩ | ১ | ০ | ২ | ৪ | ৪ | ১০ | ৮ | ১ | ১ | ৩০ | ৬ | |
![]() | উত্তীর্ণ হয়নি | ১০ | ৫ | ২ | ৩ | ২৪ | ১৩ | ||||||||
![]() | অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | গ্রুপ পর্ব | ১/৭ | ৩ | ১ | ০ | ২ | ৪ | ৪ | ৫৮ | ২৮ | ১০ | ২০ | ১১২ | ৬৯ |
শিরোপা
|
অন্যান্য
|
Seamless Wikipedia browsing. On steroids.