Loading AI tools
ফরাসি দার্শনিক, উপনিবেশবাদ-বিরোধী বিপ্লবী লেখক ও মনোচিকিৎসক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ফ্রঁৎস ফানোঁ[lower-alpha 1] (ফরাসি: Frantz Fanon, উচ্চারণ: [fʁɑ̃ts fanɔ̃]; ২০শে জুলাই ১৯২৫ – ৬ই ডিসেম্বর ১৯৬১), যিনি ইব্রাহিম ফ্রঁৎস ফানোঁ নামেও পরিচিত, ছিলেন ফরাসি উপনিবেশ মার্তিনিকের একজন ফরাসি পশ্চিম ভারতীয়[1][2][3] মনোবিজ্ঞানী ও রাজনৈতিক দার্শনিক। তাঁর কাজ উত্তর-ঔপনিবেশিক অধ্যয়ন, সমালোচনা তত্ত্ব ও মার্ক্সবাদের মতো ক্ষেত্রসমূহে প্রভাবশালী।[4] একজন বুদ্ধিজীবী হওয়ার পাশাপাশি ফানোঁ ছিলেন একজন রাজনৈতিক উগ্রপন্থী, সর্বাফ্রিকানবাদী ও মার্ক্সীয় মানবতাবাদী যাঁর মূল সংশ্লিষ্টতা ছিল উপনিবেশের মনোবিকারবিজ্ঞান[5] এবং বিউপনিবেশায়নের মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিণতি বিষয়ে।[6][7][8]
ফ্রঁৎস ফানোঁ | |
---|---|
জন্ম | ২০ জুলাই ১৯২৫ |
মৃত্যু | ৬ ডিসেম্বর ১৯৬১ ৩৬) বেথেসডা, ম্যারিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
মাতৃশিক্ষায়তন | লিয়ঁ বিশ্ববিদ্যালয় |
উল্লেখযোগ্য কর্ম | কালো চামড়া, সাদা মুখোশ; দ্য রেচেড অফ দি আর্থ |
দাম্পত্য সঙ্গী | জোজি ফানঁ |
অঞ্চল | আফ্রিকানা দর্শন |
ধারা | মার্ক্সবাদ কালো অস্তিত্ববাদ সমালোচনামূলক তত্ত্ব অস্তিত্ববাদী প্রপঞ্চবিদ্যা |
প্রধান আগ্রহ | বিউপনিবেশায়ন ও উত্তর-ঔপনিবেশিকতাবাদ, বিপ্লব, উপনিবেশায়নের মনোবিকারবিজ্ঞান, বর্ণবাদ, মনঃসমীক্ষণ |
উল্লেখযোগ্য অবদান | দ্বৈত সচেতনতা, ঔপনিবেশিক মানসিকতা, To become black, Sociogeny |
ভাবগুরু
| |
ভাবশিষ্য
|
ফানোঁ ১৯২৫ সালে মার্তিনিকে জন্মগ্রহণ করেন। তাঁর মা, ইলানোর মেডেলিস ছিলেন আফ্রো-মার্টিনিকান এবং সাদা আলসতিয়ান বংশোদ্ভূত এবং দোকানদার হিসাবে কাজ করতেন।[9]
ফ্রান্সে চিকিৎসাবিদ্যায় শিক্ষা গ্রহণের পর তিনি মনোরোগবিদ্যায় বিশেষ জ্ঞান অর্জন করেন। সাতাশ বছর বয়সে তিনি তার প্রথম বই প্রকাশ করেন। ফরাসিদের বিরুদ্ধে অভ্যুত্থানের সময় তাকে একটি হাসপাতালের দায়িত্ব দেয়া হয়। তার সেখানকার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তাকে বিদ্রোহীদের সাথে সহকর্মী করে তোলে এবং তিনি তাদের একজন সোচ্চার মুখপত্র হয়ে ওঠেন। ওই সময়েই তার 'জগতের লাঞ্ছিত ভাগ্যাহত' বইটি লেখা হয়। স্বায়ত্বশাসিত আলজেরিয়াতে শান্তির প্রতিষ্ঠা ফানোঁ দেখে যেতে পারেননি। ১৯৬১ সালে তার লিউকোমিয়া রোগ ধরা পড়ে। কাজের প্রতি গভীর নিষ্ঠার জন্য তিনি অবসর নেননি; কিন্তু দেখা গেল বড় দেরি হয়ে গেছে। ১৯৬১ সালের শেষের দিকে তাকে ওয়াশিংটন নিয়ে যাওয়া হয় এবং সেই বছরই ডিসেম্বর মাসে মাত্র ছত্রিশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার সমস্ত তাত্ত্বিক লেখা 'ফ্রঁৎস ফানোঁর বিপ্লবী চিন্তা' নামক বইটিতে সন্নিবেশিত হয়।[10]
কালো চামড়া, সাদা মুখোশ ফানোঁর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। কালো চামড়া, সাদা মুখোশ-এ ফানোঁ মনোবিশ্লেষ করেছেন নিপীড়িত কালো ব্যক্তিকে যারা যেই সাদা দুনিয়ায় তারা বাস করেন সেখানে নিজেদেরকে নিচু মানের প্রাণী হিসেবে হৃদয়ঙ্গম করে থাকেন এবং অধ্যয়ন করে কীভাবে তারা ফর্সাত্বের কার্যকারিতার মাধ্যমে বিশ্বকে চালনা করে।[9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.