Remove ads

এডওয়ার্ড সাঈদ (আরবি: إدوارد وديع سعيد, Idwārd Wadīʿ Saʿīd; ২ নভেম্বর ১৯৩৫ – ২৪ সেপ্টেম্বর ২০০৩) ছিলেন একজন ফিলিস্তিনি মার্কিন তাত্ত্বিক ও বুদ্ধিজীবী। তিনি উত্তর উপনিবেশবাদ ধারণার সৃষ্টিতে অবদান রাখেন।[৩] সাঈদ মেন্ডেটরি ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। পিতার দিক থেকে তিনি একজন মার্কিন নাগরিক ছিলেন। তিনি জেরুজালেমকায়রোতে তাঁর শৈশব অতিবাহিত করেন। সেখানে তিনি অভিজাত ব্রিটিশ বিদ্যালয়ে শিক্ষালাভ করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৯৬৩ সালে তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। ১৯৯১ সালে তিনি সেখানে ইংরেজি ও তুলনামূলক সাহিত্যের অধ্যাপক হন।

দ্রুত তথ্য এডওয়ার্ড সাঈদ, জন্ম ...
এডওয়ার্ড সাঈদ
Thumb
স্পেনের সেভিল শহরে সাঈদ, ২০০২
জন্ম
এডওয়ার্ড ওয়াদী সাঈদ

১ নভেম্বর ১৯৩৫
মৃত্যু২৪ সেপ্টেম্বর ২০০৩ (৬৭ বছর)
যুগ২০শ শতকের দর্শন
অঞ্চলপাশ্চাত্য দর্শন
ধারাউত্তর উপনিবেশবাদ, উত্তর আধুনিকতাবাদ
উল্লেখযোগ্য অবদান
পাশ্চাত্যতত্ত্ব, প্রাচ্যতত্ত্ব এবং অন্যান্য
বন্ধ

সাংস্কৃতিক সমালোচক হিসাবে, সাঈদ প্রাচ্যবাদ (১৯৭৮) বইয়ের জন্য পরিচিত, এটি সাংস্কৃতিক উপস্থাপনার সমালোচনা যা প্রাচ্যবাদের ভিত্তি — পশ্চিমা বিশ্ব কীভাবে প্রাচ্যকে দেখে তা ব্যাখ্যা করেন।[৪][৫][৬][৭]

Remove ads

জীবন ও কর্ম

প্রারম্ভিক জীবন

Thumb
ঐতিহ্যবাহী আরবীয় পোশাকে এডওয়ার্ড সাঈদ ও তাঁর বোন রোজমারি সাঈদের ছোটবেলার একটি ছবি (১৯৪০), জেরুসালেম

এডওয়ার্ড ওয়াদী সাঈদ ১৯৩৫ সালের ১ নভেম্বর ম্যান্ডেটরি ফিলিস্তিনের জেরুসালেম শহরে এক সম্ভ্রান্ত আরব খ্রিষ্টান পরিবারে জন্মগ্রহণ করেন।[৮] তাঁর বাবা ওয়াদী সাঈদ ছিলেন জেরুসালেমের একজন ব্যবসায়ী।[৯] ওয়াদী সাঈদ প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকান এক্সপেডিশনারি সেনাবাহিনীতে যোগদান করেন এবং তাঁর যুদ্ধকালীন সামরিক সেবার ফলে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা মার্কিন নাগরিকত্ব লাভ করেন। এডওয়ার্ডের মা হিলদা সাঈদ ছিলেন লেবাননীয় বংশোদ্ভূত যিনি বেড়ে উঠেছিলেন উসমানীয় শাসনাধীন ফিলিস্তিনের নাসরৎ শহরে।[১০][১১] ১৯১৯ সালে ওয়াদী সাঈদ তাঁর এক চাচাতো ভাইয়ের সাথে যৌথভাবে কায়রোতে একটি স্টেশনারি ব্যবসা চালু করেন। সাঈদ পরিবার প্রোটেস্ট্যান্ট মতাবলম্বী ছিলেন।[১২][১৩] এডওয়ার্ড ও তাঁর বোন রোজমারি সাঈদ জাহলান (১৯৩৭–২০০৬) উভয়ই অ্যাকাডেমিক কর্মজীবন অনুসরণ করেছিলেন। এডওয়ার্ড পরবর্তী জীবনে অজ্ঞেয়বাদী হয়ে পড়েছিলেন।[১৪][১৫][১৬][১৭][১৮]

Remove ads

আরও দেখুন

তথ্যসূত্র

Remove ads

আরও পড়ুন

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.

Remove ads