Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ফরাসি (ফরাসি: Français) একটি পশ্চিম ইউরোপীয় নৃগোষ্ঠী[২৯][৩০][৩১][৩২][৩৩][৩৪] ও জাতি যা একটি সাধারণ ফরাসি সংস্কৃতি, উৎপত্তি ও ফরাসি ভাষার অংশীদার এবং যাকে ফ্রান্সের সঙ্গে চিহ্নিত করা হয়ে থাকে।
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল | |
---|---|
ফ্রান্স | ৬৭১১৯০০০ (সমুদ্রপার এলাকাসহ)[১] |
যুক্তরাষ্ট্র | ১০৩২৯৪৬৫ (বংশোদ্ভবসহ)[২] |
আর্জেন্টিনা | ৬০০০০০০ (বংশোদ্ভবসহ)[৩] |
কানাডা | ৫০৭৭২১৫ (বংশোদ্ভবসহ)[৪] |
ব্রাজিল | ১০০০০০০ (বংশোদ্ভবসহ)[৫] |
চিলি | ৮০০০০০ (বংশোদ্ভবসহ)[৬] |
সুইজারল্যান্ড | ১৫৮৮৬২[৭][৮] |
জার্মানি | ১২৬৭৩৯ (ফরাসি নাগরিক)[৯][১০] |
যুক্তরাজ্য | ১২৬০৪৯[৭] |
মাদাগাস্কার | ১২৪০০০[১১] |
বেলজিয়াম | ১২৩০৭৬[১২] |
স্পেন | ১২২৩৮৫[১৩] |
অস্ট্রেলিয়া | ১১৮০০০[১৪][১৫] |
পর্তুগাল | ৯২০০০[১৬] |
ইসরায়েল | ৪১০০০[১৬] |
আলজেরিয়া | ৩২০০০[৭] |
ইতালি | ৩০৬০০[১৭] |
চীন | ৩১০০০[৭] |
লুক্সেমবুর্গ | ৩১০০০[৭][১৮] |
মেক্সিকো | ৩০০০০[১৯] |
পোল্যান্ড | ২৭০০০[১৬] |
হংকং | ২৫০০০[২০] |
নেদারল্যান্ডস | ২৩০০০[৭] |
সেনেগাল | ২০০০০[৭] |
মৌরিতানিয়া | ১৫০০০[২১] |
আয়ারল্যান্ড | ১২০০০[১৬] |
মোনাকো | ১০০০০[২২] |
সুইডেন | ৯০০৫[২৩] |
অস্ট্রিয়া | ৮২৪৬[২৪] |
ডেনমার্ক | ৮০০০[১৬] |
রোমানিয়া | ৫৩১৯[১৬] |
নিউজিল্যান্ড | ৪৫৯৩[১৬][২৫] |
হাঙ্গেরি | ২২১০[১৬] |
ভাষা | |
প্রধানত ফরাসি এবং অন্যান্য রোমান্স (লঁগ দ’ইল, অক্সিটান, কর্সিকান, কাতালান, ফ্রঁকো-প্রভঁসাল) ও আঞ্চলিক ভাষাসমূহ (আলমানীয়, ফরাসি ফ্লেমিশ, ব্রেতঁ, বাস্ক) | |
ধর্ম | |
প্রধানত রোমান ক্যাথলিক,[২৬] প্রোটেস্ট্যান্ট ও অন্যান্য অখ্রিষ্টীয় ধর্ম,[২৭] অধার্মিক[২৮] | |
সংশ্লিষ্ট জনগোষ্ঠী | |
ফরাসি জাতি, বিশেষত উত্তর ও মধ্য ফ্রান্সের স্থানীয় লঁগ দ’ইলভাষীরা, মূলত গল ও রোমানদের (বা গলীয়-রোমান, পশ্চিম ইউরোপীয় কেল্টীয় ও ইতালীয় জাতিসমূহ) বংশধর এবং সেইসাথে ফ্র্যাঙ্ক, ভিসিগোথ, সুয়েবি, বুর্গুন্ডীয় প্রভৃতি জার্মানীয় জাতিগোষ্ঠী — যারা রোমান সাম্রাজ্যের পতনের পর রাইন নদীর পূর্বতীর হতে গলে বসতিস্থাপন করেছিল — তাদের সঙ্গেও সম্পর্কিত। নর্সরা দশম শতাব্দীতে নরম্যান্ডিতে স্থায়ী হয় এবং নরম্যানদের বংশোদ্ভবে অবদান রাখে। তদুপরি ফ্রান্সের অভ্যন্তরে স্বতন্ত্র বংশধারা, ভাষা ও সংস্কৃতিধারী ক্ষুদ্র আঞ্চলিক নৃগোষ্ঠীর অস্তিত্ব রয়েছে, যেমন: ব্রিতানির ব্রেতঁ, অক্সিতানিয়ার অক্সিতান, ফরাসি বাস্ক পল্লীর বাস্ক, উত্তর কাতালোনিয়ার কাতালান, আলসাসের জার্মান এবং ফরাসি ফ্যান্ডার্সের ফ্লেমিং জাতিসমূহ।[৩৫]
ফ্রান্স দীর্ঘকাল ধরে স্থানীয় রীতিনীতি এবং আঞ্চলিক বৈসাদৃশ্যের একটি জোড়াতালিস্বরূপ এবং যদিও বেশিরভাগ ফরাসি জনগণ তাদের মাতৃভাষা হিসেবে ফরাসিতে কথা বলে, নরম্যান, পিকার, পোয়াঁতভ্যাঁ-স্যাঁতঁগে, ফ্রঁকো-প্রভঁসাল, অক্সিতান, কাতালান, ওভেরনিয়া, কর্সিকান, বাস্ক, ফরাসি ফ্লেমিশ, লোরেন ফ্যাঙ্কোনীয়, আলসাতীয়, ব্রেতঁর মতো ভাষাসমূহ এখনও তাদের স্ব-স্ব অঞ্চলে কথিত হয়। আরবি ভাষাও বহুলাংশে কথিত হয় যা তর্কসাপেক্ষে ফ্রান্সের বৃহত্তম সংখ্যালঘু ভাষা (পূর্বে এই স্থানে ছিল ব্রেতঁ ও অক্সিতান)।[৩৬]
আধুনিক ফরাসি সমাজ একটি দ্রবণ পাত্র।[৩৭] উনবিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে এটি উচ্চহারে অভ্যন্তরীণ অভিবাসনের অভিজ্ঞতা লাভ করেছে। অভিবাসীরা ছিল মূলত আরব, ইহুদি, উপ-সাহারান আফ্রিকান, চীনা এবং আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়া থেকে আগত মানুষজন এবং ফরাসি সরকার ফ্রান্সকে একটি সার্বজনীন মূল্যবোধসম্পন্ন অন্তর্ভুক্তমূলক জাতি হিসেবে সংজ্ঞায়নপূর্বক আত্মীকরণকে সমর্থন করেছিল অভিবাসীদের ফরাসি মূল্যবোধ ও সাংস্কৃতিক রীতিনীতি মেনে চলার প্রত্যাশা করেছিল। ১৯৮০-এর দশকের মাঝামাঝি থেকে এখন অবধি সরকার যদিও নবাগতদের তাদের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য বজায় রাখতে দিয়েছে এবং তাদের কাছ থেকে নিছক একীভবন প্রত্যাশা করে,[৩৮] ফরাসি নাগরিকেরা এখনও তাদের জাতীয়তাকে নাগরিকত্বের সঙ্গে সমরূপ গণ্য করেন, যেমনটি করে থাকে ফরাসি আইন।[৩৯]
মূল ফ্রান্স ভূখণ্ড ছাড়াও আন্তর্জাতিকভাবে ফ্রান্সের সমুদ্রপার প্রশাসনিক বিভাগ ও অঞ্চলসমূহে, যেমন: ফরাসি ওয়েস্ট ইন্ডিজের (ফরাসি ক্যারিবীয়) মতো এলাকায়, এবং উল্লেখযোগ্য ফরাসিভাষী জনগোষ্ঠীসম্পন্ন দেশগুলোতে — যেমন: সুইৎসারল্যান্ড (ফরাসি সুইস), মার্কিন যুক্তরাষ্ট্র (ফরাসি আমেরিকান), কানাডা (ফরাসি কানাডীয়), বেলজিয়াম (ফরাসি বেলজীয়), আর্জেন্টিনা (ফরাসি আর্জেন্টাইন), ব্রাজিল (ফরাসি ব্রাজিলীয়), চিলি (ফরাসি চিলিয়ান) এবং উরুগুয়ে (ফরাসি উরুগুয়ান) — ফরাসি জনগণ ও ফরাসি বংশোদ্ভূত লোকেদের দেখা পাওয়া যায়।[৪০][৪১]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.