Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পেটাবাইট হল ডিজিটাল তথ্য স্টোরেজের জন্য একাধিক একক বাইট। এটি স্টোরেজ ডিভাইসসমূহের ধারণক্ষমতার একক। আন্তর্জাতিক একক পদ্ধতিতে প্রেফিক্স পেটা অর্থ ১০১৫, সুতরাং ১ পেটাবাইট হয় ১০০০ ০০০০ ০০০ ০০০ ০০০ বাইট। পেটাবাইটের এককের প্রতীক হল PB বা PByte। কিন্তু Pb বলতে বুঝায় পেটাবিট।
এই নিবন্ধটি কিংবা অনুচ্ছেদটি বাইট নিবন্ধে একত্র করা যেতে পারে। (আলোচনা করুন) প্রস্তাবের তারিখ: ফেব্রুয়ারি ২০২৪। |
বাইটের গুণিতক | ||||
---|---|---|---|---|
এসআই দশমিক উপসর্গ | আইএসি বাইনারি উপসর্গ | |||
নাম (প্রতীক) |
মান | নাম (প্রতীক) |
মান | |
কিলোবাইট (kB) | ১০৩ | কিবিবাইট (KiB) | ২১০ = ১.০২৪ × ১০৩ | |
মেগাবাইট (MB) | ১০৬ | মেবিবাইট (MiB) | ২২০ ≈ ১.০৪৯ × ১০৬ | |
গিগাবাইট (GB) | ১০৯ | গিবিবাইট (GiB) | ২৩০ ≈ ১.০৭৪ × ১০৯ | |
টেরাবাইট (TB) | ১০১২ | টেবিবাইট (TiB) | ২৪০ ≈ ১.১০০ × ১০১২ | |
পেটাবাইট (PB) | ১০১৫ | পেবিবাইট (PiB) | ২৫০ ≈ ১.১২৬ × ১০১৫ | |
এক্সাবাইট (EB) | ১০১৮ | এক্সবিবাইট (EiB) | ২৬০ ≈ ১.১৫৩ × ১০১৮ | |
জেটাবাইট (ZB) | ১০২১ | জেবিবাইট (ZiB) | ২৭০ ≈ ১.১৮১ × ১০২১ | |
ইয়টাবাইট (YB) | ১০২৪ | ইয়বিবাইট (YiB) | ২৮০ ≈ ১.২০৯ × ১০২৪ | |
আরও দেখুন: বিটের গুণিতক · তথ্যের মানের ক্রম |
আর পেবিবাইট হল ১০১৫, সুতরাং ১ পেবিবাইট হয় ১,১২৫,৮৯৯,৯০৬,৮৪২,৬২৪ বাইট। পেটাবাইট ও পেবিবাইটের মধ্যে দ্বন্দ্ব দূর করার জন্য পেটাবাইটের এই মান ধরা হয়।
এক পেবিবাইট ১,০২৪ টেরাবাইটের সমান এবং এর পরবর্তী এককটি হল এক্সাবাইট। বড় হার্ডড্রাইভ অথবা অনেকগুলো হার্ড ড্রাইভ একসাথে পরিমাপের জন্য এই এককটি ব্যবহার করা হয়। আবার বড় ডাটা কালেকশন পরিমাপে ও পেটাবাইট একক ব্যবহার করা হয়।[১]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.