Remove ads
তাজিকিস্তানের রাজধানী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দুশান্বে (তাজিক: Душанбе, আধ্বব: [duʃæmˈbe]; রুশ: Душанбе [dʊʂɐnˈbɛ]) তাজিকিস্তানের রাজধানী ও বৃহত্তম শহর। এর জনসংখ্যা ২০০০ সালের হিসাবে ৫৬২,০০০ জন। এর নামটি এসেছে ফার্সি ভাষায় সোমবারের প্রতিশব্দ হতে (দো = দুই, শাম্বে = দিন, অর্থাৎ সপ্তাহের ২য় দিন তথা সোমবার)। এর তাৎপর্য হল, এখানে প্রাচীনকালে সোমবারে বাজার বসতো। দুশান্বের অবস্থান হল ৩৮°৩৩' উত্তর, ৬৮°৪৮' পূর্ব। শহরটি সোভিয়েত আমলে স্তালিনাবাদ নামে পরিচিত ছিল। শহরটি হিসর উপত্যকাতে অবস্থিত। এটি একটি ভারী শিল্প ও পরিবহন কেন্দ্র। এখানে কাপড়, ইলেকট্রনিক সরঞ্জাম, মেশিনারি, চামড়া প্রক্রিয়াকরণ এবং খাদ্য প্রক্রিয়াকরণের কারখানা আছে। এখানে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত তাজিক সরকারী বিশ্ববিদ্যালয় এবং তাজিক বিজ্ঞান অ্যাকাডেমিও অবস্থিত।
দুশান্বে Душанбe | |
---|---|
তাজিকিস্তানের রাজধানী | |
লুয়া ত্রুটি মডিউল:অবস্থান_মানচিত্ এর 393 নং লাইনে: স্থানাঙ্কের মান বিকৃত।তাজিকিস্তানের দুশান্বে অবস্থান | |
স্থানাঙ্ক: ৩৮°৩২′১২″ উত্তর ৬৮°৪৬′৪৮″ পূর্ব | |
দেশ | তাজিকিস্তান |
Region | Dushanbe |
নামকরণের কারণ | Monday |
Districts | তালিকা
|
সরকার | |
• Mayor | Rustam Emomali (People's Democratic Party of Tajikistan) |
আয়তন | |
• স্থলভাগ | ২০৩.১৮২৫ বর্গকিমি (৭৮.৪৪৯২ বর্গমাইল) |
• পৌর এলাকা | ১৮৫ বর্গকিমি (৭১ বর্গমাইল) |
উচ্চতা | ৮২৩ মিটার (২,৭০০ ফুট) |
সর্বোচ্চ উচ্চতা | ৯৩০ মিটার (৩,০৫০ ফুট) |
সর্বনিন্ম উচ্চতা | ৭৫০ মিটার (২,৪৬০ ফুট) |
জনসংখ্যা (1 January 2022) | |
• তাজিকিস্তানের রাজধানী | ১২,০১,৮০০ |
সময় অঞ্চল | GMT+5 (ইউটিসি+০৫:০০) |
• গ্রীষ্মকালীন (দিসস) | Tajikistan Time (ইউটিসি+০৫:০০) |
এলাকা কোড | 372[১] |
যানবাহন নিবন্ধন | 01, 05 |
HDI (2019) | 0.737 |
Official languages |
দুশান্বে একটি সুপ্রাচীন লোকালয়। ১৯২৯ সাল পর্যন্ত এটি মূলত একটি গ্রাম ছিল। ঐ বছর এটিকে নব্য-প্রতিষ্ঠিত তাজিক সোভিয়েত সাম্যবাদী প্রজাতন্ত্রের রাজধানী বানানো হয় এবং এর নাম দেওয়া হয় স্তালিনাবাদ। একই বছরে প্রধান রেলসড়কের সাথে শহরটিকে সংযুক্ত করা হয়। এরপর শহরটির দ্রুত প্রবৃদ্ধি ঘটে। ১৯৬১ সালের এর নাম বদলে দুশান্বে রাখা হয় এবং ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর শহরটি স্বাধীন তাজিকিস্তানের রাজধানীতে পরিণত হয়। ১৯৯২ সালে ইসলামী গণতন্ত্রী এবং ক্ষমতাসীন সাম্যবাদপন্থী দলের মধ্যকার সংঘর্ষে দুশান্বে উত্তপ্ত হয়ে ওঠে। ঐ বছর ইসলামপন্থী শক্তি কিছু সময়ের জন্য শহরটি নিয়ন্ত্রণে নিলেও বছর ঘোরার আগেই তাদের উৎখাত করা হয়।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.