ট্রিনিটি কলেজ ডাবলিন
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ট্রিনিটি কলেজ (আইরিশ: Coláiste na Tríonóide), দাপ্তরিকভাবে দ্য কলেজ অব দ্য হলি অ্যান্ড আনডিভাইডেড ট্রিনিটি অব কুইন এলিজাবেথ নিয়ার ডাবলিন নামে পরিচিত,[1] ডাবলিন বিশ্ববিদ্যালয়ের একক কলেজিয়েট কলেজ হল আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের ডাবলিন শহরে অবস্থিত একটি গবেষণা বিশ্ববিদ্যালয়।[9] রানী প্রথম এলিজাবেথ অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মত কলেজিয়েট বিশ্ববিদ্যালয়ের আদলে এই কলেজ প্রতিষ্ঠার জন্য ১৫৯২ সালে একটি রাজকীয় চার্টার জারি করেন[10] কিন্তু এই প্রতিষ্ঠানসমূহের মত কিন্তু এই সকল প্রাচীন বিশ্ববিদ্যালয়ের মত মাত্র একটি কলেজ স্থাপিত হয়, যার ফলে "ট্রিনিটি কলেজ" ও "ডাবলিন বিশ্ববিদ্যালয়" ব্যবহারিক দিক থেকে একে অপরের সমার্থক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।[11]
ট্রিনিটি কলেজ ডাবলিন | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Collegium Sanctae Individuae Trinitatis | ||||||||||||||||
ডাবলিন বিশ্ববিদ্যালয় | ||||||||||||||||
পূর্ণ নাম | দ্য প্রভোস্ট, ফেলোস, ফাউন্ডেশন স্কলার্স অ্যান্ড দ্য আদার মেম্বারস অব বোর্ড অব দ্য কলেজ অব দ্য হলি অ্যান্ড আনডিভাইডেড ট্রিনিটি অব কুইন এলিজাবেথ নিয়ার ডাবলিন[1] আইরিশ: Coláiste Thríonóid Naofa Neamhroinnte na Banríona Eilís gar do Bhaile Átha Cliath[2] | |||||||||||||||
লাতিন নাম | Collegium Sanctae et Individuae Trinitatis Reginae Elizabethae juxta Dublin[3] | |||||||||||||||
নীতিবাক্য | Perpetuis futuris temporibus duraturam (লাতিন)[4] | |||||||||||||||
বাংলায় নীতিবাক্য | এটি অন্তহীন ভবিষ্যতের সময়ে স্থায়ী হবে[4] | |||||||||||||||
প্রতিষ্ঠাতা | রানী প্রথম এলিজাবেথ | |||||||||||||||
স্থাপিত | ৩ মার্চ ১৫৯২ | |||||||||||||||
Named for | পবিত্র ট্রিনিটি[5][lower-alpha 1] | |||||||||||||||
স্থাপত্য শৈলী | নব্য-ধ্রুপদীয় স্থাপত্য (সংখ্যাগরিষ্ঠ) | |||||||||||||||
Sister colleges | সেন্ট জনস কলেজ, কেমব্রিজ অরিয়ল কলেজ, অক্সফোর্ড | |||||||||||||||
প্রাধ্যক্ষ | লিন্ডা ডয়েল[6] | |||||||||||||||
Undergraduates | ১১,৭১৮ (২০১৬-১৭)[7][8] | |||||||||||||||
Postgraduates | ৪,৭০৭ (২০১৬-১৭)[7][8] | |||||||||||||||
সংবাদপত্র | ট্রিনিটি নিউজ, ইউনিভার্সিটি টাইমস | |||||||||||||||
Affiliations | ক্লাস্টার, কোয়মব্রা গ্রুপ, এলইআরইউ, ইউনিটেক | |||||||||||||||
ওয়েবসাইট | tcd | |||||||||||||||
Student association | ট্রিনিটি কলেজ ডাবলিন স্টুডেন্টস' ইউনিয়ন | |||||||||||||||
মানচিত্র | ||||||||||||||||
এই বিশ্ববিদ্যালয়ে আয়ারল্যান্ডের অসংখ্য সফল কবি, সাহিত্য ও লেখক পড়াশোনা করেছেন, তন্মধ্যে রয়েছে অস্কার ওয়াইল্ড, জোনাথন সুইফট, ব্রাম স্টোকার, শেরিডান লে ফনইউ, উইলিয়াম ট্রেভর, জন মিলিংটন সিঞ্জ, অলিভার গোল্ডস্মিথ, থমাস মুর ও উইলিয়াম কনগ্রেভ; নোবেল বিজয়ী স্যামুয়েল বেকিট, আর্নেস্ট ওয়াল্টন, মেয়ারিড ম্যাগুইয়ার, উইলিয়াম সেসিল ক্যাম্পবেল; প্রাক্তন রাষ্ট্রপতি ডগলাস হাইড, এইমন ডে ভালেয়ারা, ম্যারি রবিনসন ও ম্যারি ম্যাকঅ্যালিস; দার্শনিক জর্জ বার্কলি ও এডমান্ড বার্ক; এবং গণিতবিদ জর্জ স্যামন, রবার্ট ম্যালেট, বার্থলমিউ লয়েড, জর্জ জনস্টোন স্টোনি ও উইলিয়াম রোয়ান হ্যামিল্টন। এই বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য অনুষদ ও প্রভাষকদের মধ্যে রয়েছে হামফ্রি লয়েড, জে. বি. বিউরি, এরভিন শ্রোডিঙার ও ই. টি. হুইটেকার।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.