ট্রিনিটি কলেজ ডাবলিন

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

ট্রিনিটি কলেজ ডাবলিনmap

ট্রিনিটি কলেজ (আইরিশ: Coláiste na Tríonóide), দাপ্তরিকভাবে দ্য কলেজ অব দ্য হলি অ্যান্ড আনডিভাইডেড ট্রিনিটি অব কুইন এলিজাবেথ নিয়ার ডাবলিন নামে পরিচিত,[] ডাবলিন বিশ্ববিদ্যালয়ের একক কলেজিয়েট কলেজ হল আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের ডাবলিন শহরে অবস্থিত একটি গবেষণা বিশ্ববিদ্যালয়[] রানী প্রথম এলিজাবেথ অক্সফোর্ডকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মত কলেজিয়েট বিশ্ববিদ্যালয়ের আদলে এই কলেজ প্রতিষ্ঠার জন্য ১৫৯২ সালে একটি রাজকীয় চার্টার জারি করেন[১০] কিন্তু এই প্রতিষ্ঠানসমূহের মত কিন্তু এই সকল প্রাচীন বিশ্ববিদ্যালয়ের মত মাত্র একটি কলেজ স্থাপিত হয়, যার ফলে "ট্রিনিটি কলেজ" ও "ডাবলিন বিশ্ববিদ্যালয়" ব্যবহারিক দিক থেকে একে অপরের সমার্থক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।[১১]

দ্রুত তথ্য ট্রিনিটি কলেজ ডাবলিন, পূর্ণ নাম ...
ট্রিনিটি কলেজ ডাবলিন
Collegium Sanctae Individuae Trinitatis
ডাবলিন বিশ্ববিদ্যালয়
Front Gate on College Green
কলেজ গ্রিনের প্রধান ফটক
                           
পূর্ণ নামদ্য প্রভোস্ট, ফেলোস, ফাউন্ডেশন স্কলার্স অ্যান্ড দ্য আদার মেম্বারস অব বোর্ড অব দ্য কলেজ অব দ্য হলি অ্যান্ড আনডিভাইডেড ট্রিনিটি অব কুইন এলিজাবেথ নিয়ার ডাবলিন[]
আইরিশ: Coláiste Thríonóid Naofa Neamhroinnte na Banríona Eilís gar do Bhaile Átha Cliath[]
লাতিন নামCollegium Sanctae et Individuae Trinitatis Reginae Elizabethae juxta Dublin[]
নীতিবাক্যPerpetuis futuris temporibus duraturam (লাতিন)[]
বাংলায় নীতিবাক্যএটি অন্তহীন ভবিষ্যতের সময়ে স্থায়ী হবে[]
প্রতিষ্ঠাতারানী প্রথম এলিজাবেথ
স্থাপিত মার্চ ১৫৯২; ৪৩৩ বছর আগে (1592-03-03)
Named forপবিত্র ট্রিনিটি[][]
স্থাপত্য শৈলীনব্য-ধ্রুপদীয় স্থাপত্য (সংখ্যাগরিষ্ঠ)
Sister collegesসেন্ট জনস কলেজ, কেমব্রিজ
অরিয়ল কলেজ, অক্সফোর্ড
প্রাধ্যক্ষলিন্ডা ডয়েল[]
স্নাতক১১,৭১৮ (২০১৬-১৭)[][]
স্নাতকোত্তর৪,৭০৭ (২০১৬-১৭)[][]
সংবাদপত্রট্রিনিটি নিউজ, ইউনিভার্সিটি টাইমস
Affiliationsক্লাস্টার, কোয়মব্রা গ্রুপ, এলইআরইউ, ইউনিটেক
ওয়েবসাইটtcd.ie
Student associationট্রিনিটি কলেজ ডাবলিন স্টুডেন্টস' ইউনিয়ন
মানচিত্র
ট্রিনিটি কলেজ ডাবলিন মধ্য ডাবলিন-এ অবস্থিত
মধ্য ডাবলিন-এ অবস্থান
ট্রিনিটি কলেজ ডাবলিন ডাবলিন-এ অবস্থিত
মধ্য ডাবলিন-এ অবস্থান
ট্রিনিটি কলেজ ডাবলিন আয়ারল্যান্ড-এ অবস্থিত
মধ্য ডাবলিন-এ অবস্থান
বন্ধ

এই বিশ্ববিদ্যালয়ে আয়ারল্যান্ডের অসংখ্য সফল কবি, সাহিত্য ও লেখক পড়াশোনা করেছেন, তন্মধ্যে রয়েছে অস্কার ওয়াইল্ড, জোনাথন সুইফট, ব্রাম স্টোকার, শেরিডান লে ফনইউ, উইলিয়াম ট্রেভর, জন মিলিংটন সিঞ্জ, অলিভার গোল্ডস্মিথ, থমাস মুরউইলিয়াম কনগ্রেভ; নোবেল বিজয়ী স্যামুয়েল বেকিট, আর্নেস্ট ওয়াল্টন, মেয়ারিড ম্যাগুইয়ার, উইলিয়াম সেসিল ক্যাম্পবেল; প্রাক্তন রাষ্ট্রপতি ডগলাস হাইড, এইমন ডে ভালেয়ারা, ম্যারি রবিনসনম্যারি ম্যাকঅ্যালিস; দার্শনিক জর্জ বার্কলিএডমান্ড বার্ক; এবং গণিতবিদ জর্জ স্যামন, রবার্ট ম্যালেট, বার্থলমিউ লয়েড, জর্জ জনস্টোন স্টোনিউইলিয়াম রোয়ান হ্যামিল্টন। এই বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য অনুষদ ও প্রভাষকদের মধ্যে রয়েছে হামফ্রি লয়েড, জে. বি. বিউরি, এরভিন শ্রোডিঙারই. টি. হুইটেকার

উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ

টীকা

  1. ট্রিনিটি ডাবলিন গিল্ড মার্চেন্টের পৃষ্ঠপোষক, বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার প্রধান উৎসাহ প্রদানকারী

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.