Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ডাবলিন বিশ্ববিদ্যালয় (আইরিশ: Ollscoil Átha Cliath) আয়ারল্যান্ডের ডাবলিন শহরে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়, যা চ্যান্সেলর, ডক্টরস অ্যান্ড মাস্টার্স অব দ্য ইউনিভার্সিটি অব ডাবলিন নামে পরিচিত। এটি ট্রিনিটি কলেজ ডাবলিনের ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান। ১৫৯২ সালে প্রথম এলিজাবেথ ট্রিনিটি কলেজের জন্য চার্টার জারি করলে এটি প্রতিষ্ঠিত হয়, যা আয়ারল্যান্ডের সবচেয়ে প্রাচীন চলমান বিশ্ববিদ্যালয়।[ক] এটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মত কলেজিয়েট বিশ্ববিদ্যালয়ের আদলে প্রতিষ্ঠিত হয়, কিন্তু এই সকল প্রাচীন বিশ্ববিদ্যালয়ের মত মাত্র একটি কলেজ স্থাপিত হয়, যার ফলে "ট্রিনিটি কলেজ" ও "ডাবলিন বিশ্ববিদ্যালয়" ব্যবহারিক দিক থেকে একে অপরের সমার্থক।
Ollscoil Átha Cliath | |
লাতিন: Universitas Dublinensis[১] | |
ধরন | সরকারি |
---|---|
স্থাপিত | ১৫৯২ |
বৃত্তিদান | €২১৬ মিলিয়ন (২০১৯)[২] |
বাজেট | €৩৮২.৯ মিলিয়ন (২০১৯)[২] |
আচার্য | ম্যারি ম্যাকঅ্যালিস |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৭৭৭ (২০১৪)[৩] |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ২,০৯৭, তন্মধ্যে ৬০৬ গবেষণা কর্মকর্তা (২০১৪)[৩] |
শিক্ষার্থী | ১৬,৭২৯ (২০১৪) |
স্নাতক | ১২,৪২০ (২০১৪)[৪] |
স্নাতকোত্তর | ৪,৩০৯ (২০১৪)[৪] |
অবস্থান | , ৫৩°২০′৪০″ উত্তর ০৬°১৫′২৮″ পশ্চিম |
শিক্ষাঙ্গন | শহর ৪,৬৮,০০০ বর্গমিটার (৪৬.৮ হেক্টর) (incl. satellite sites)[৫] |
পোশাকের রঙ | ট্রিনিটি গোলাপী[৬] |
অধিভুক্তি | কোয়মব্রা গ্রুপ ইইউএ আইইউএ ইউআই এলইআরইউ এএমবিএ ক্লাস্টার[৭] |
ওয়েবসাইট | www.tcd.ie |
ডাবলিন বিশ্ববিদ্যালয় ব্রিটেন ও আয়ারল্যান্ডের সাতটি প্রাচীন বিশ্ববিদ্যালয়ের একটি। এটি আইরিশ ইউনিভার্সিটিজ অ্যাসোসিয়েশন, ইউনিভার্সিটিজ আয়ারল্যান্ড ও কোয়মব্রা গ্রুপের সদস্য।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.