Loading AI tools
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
যখন একজন বোলার কোন একটি ইনিংসে পাঁচ বা ততোধিক ব্যাটসম্যানকে আউট করতে সক্ষম হন, তখন ক্রিকেটের পরিভাষায় তা ‘পাঁচ-উইকেট অর্জন’ নামে পরিচিতি পায়। পাঁচ-উইকেট অর্জনকে ‘ফাইভ-ফর’ বা ‘ফিফার’ নামেও ডাকা হয়ে থাকে।[1][2] টেস্ট ক্রিকেট খেলায় এটি একটি অন্যতম সম্পর্কযুক্ত বিষয় কিন্তু অসাধারণ অর্জন হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।[3] ১১ জুন, ২০২০ তারিখ পর্যন্ত টেস্ট ক্রিকেট অভিষেকে বিশ্বের ১৪৭জন ক্রিকেটার পাঁচ-উইকেট অর্জন করতে পেরেছেন।[4] তন্মধ্যে টেস্ট ক্রিকেট অভিষেকে ৫ উইকেট লাভকারী ভারতীয় ক্রিকেটারের সংখ্যা আটজন।[5] ভারতের পক্ষে প্রথম ক্রিকেটার হিসেবে মোহাম্মদ নিসার তার টেস্ট অভিষেকে পাঁচ-উইকেট পেয়েছিলেন। জুন, ১৯৩২ সালে ভারতের টেস্টে ইতিহাসের উদ্বোধনী টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে তিনি ৫/৯৩ বোলিং পরিসংখ্যান গড়েন। তবে, তার এ সাফল্য ম্লান হয়ে যায় ভারতের পরাজয়ের মধ্য দিয়ে।[lower-alpha 1][7]
ভারতীয় বোলারদের মধ্যে সর্বশেষ এ অর্জনের দাবীদার হচ্ছেন মোহাম্মদ শমী। নভেম্বর, ২০১৩ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি ৪৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন। ঐ টেস্টে ভারত দল ইনিংস ও ৫২ রানের বিশাল ব্যবধানে জয় পায়।[8]
|
নং | বোলার | তারিখ | স্থান | প্রতিপক্ষ | ইনিংস | ওভার | রান | উইকেট | ইকোনোমি | ব্যাটসম্যান | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | মোহাম্মদ নিসার | ২৫ জুন ১৯৩২ | লর্ডস, লন্ডন | ইংল্যান্ড | ১ | ২৬.০ | ৯৩ | ৫ | ৩.৫৭ | পরাজয়[6] | |
২ | বমন কুমার | ৮ ফেব্রুয়ারি ১৯৬১ | ফিরোজ শাহ কোটলা মাঠ, দিল্লি | পাকিস্তান | ২ | ৩৭.৫ | ৬৪ | ৫ | ১.৬৯ | ড্র[9] | |
৩ | সৈয়দ আবিদ আলী | ২৩ ডিসেম্বর ১৯৬৭ | অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড | অস্ট্রেলিয়া | ১ | ১৭.০ | ৫৫ | ৬ | ২.৪২ | পরাজয়[10] | |
৪ | দিলীপ দোশী | ১১ সেপ্টেম্বর ১৯৭৯ | মাদ্রাজ ক্রিকেট ক্লাব মাঠ, মাদ্রাজ | অস্ট্রেলিয়া | ১ | ৪৩.০ | ১০৩ | ৬ | ২.৩৯ | ড্র[11] | |
৫ | নরেন্দ্র হিরওয়ানী | ১১ জানুয়ারি ১৯৮৮ | এম. এ. চিদাম্বরম স্টেডিয়াম, মাদ্রাজ | ওয়েস্ট ইন্ডিজ | ২ | ১৮.৩ | ৬১ | ৮ | ৩.২৯ | জয়[12] | |
৬ | অমিত মিশ্র | ১৭ অক্টোবর ২০০৮ | পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, মোহালি | অস্ট্রেলিয়া | ২ | ২৬.৪ | ৭১ | ৫ | ২.৬৬ | জয়[13] | |
৭ | রবিচন্দ্রন অশ্বিন[lower-alpha 2] | ৬ নভেম্বর ২০১১ | ফিরোজ শাহ কোটলা মাঠ, দিল্লি | ওয়েস্ট ইন্ডিজ | ৩ | ২১.৩ | ৪৭ | ৬ | ২.১৮ | জয়[14] | |
৮ | মোহাম্মদ শমী[lower-alpha 3] | ৮ নভেম্বর ২০১৩ | ইডেন গার্ডেন্স, কলকাতা | ওয়েস্ট ইন্ডিজ | ৩ | ১৩.১ | ৪৭ | ৫ | ৩.৫৬ | জয়[15] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.