বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী ও উপস্থাপিকা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জাহারা মিতু হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী এবং উপস্থাপিকা।[১] তিনি 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭' সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন।[২] ২০১৯ সালে আগুন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা জয় বাংলা ২০২২ সালে মুক্তিপায়।[৩][৪][৫]
মিতুর কর্মজীবন শুরু হয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০১৯ সালের অক্টোবর মাসে শাকিব খানের বিপরীতে আগুন সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু হয় মিতুর। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা জয় বাংলা ২০২২ সালে মুক্তিপায়।[৬][৭][৮]
যে চলচ্চিত্রগুলি এখনও মুক্তি পায়নি সেগুলো সম্বোধন করে |
বছর | চলচ্চিত্র | সহ-শিল্পী | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
২০২২ | জয় বাংলা | বাপ্পি চৌধুরী | কাজী হায়াৎ | প্রথম চলচ্চিত্র[৯][১০][১১][১২][১৩][১৪][১৫][১৬] |
২০২৩ | শত্রু | সুমন ধর | [১৭][১৮][১৯][২০][২১] | |
নির্মাণাধীন | আগুন | শাকিব খান | বদিউল আলম খোকন | মুক্তির অপেক্ষায়[২২][২৩][২৪][২৫][২৬] |
কমান্ডো | দেব | শামীম আহমেদ রনি | মুক্তির অপেক্ষায়[২৭][২৮][২৯][৩০] | |
কুস্তিগির | বাপ্পি চৌধুরী | শাহীন সুমন | মুক্তির অপেক্ষায়[৩১][৩২][৩৩][৩৪] | |
যন্ত্রণা | অপূর্ব রানা | মুক্তির অপেক্ষায়[৩৫][৩৬][৩৭][৩৮][৩৯][৪০] | ||
দ্য ডল-ডেথ অব লিভিং লেজেন্ড | জিয়াউল রোশান | মাহফুজুর রহমান | মুক্তির অপেক্ষায়[৪১][৪২][৪৩][৪৪][৪৫][৪৬][৪৭][৪৮] | |
জার্সি নম্বর ১৬ | আবু হুরায়রা তানভীর | তারিক মুহাম্মদ হাসান | মুক্তির অপেক্ষায়[৪৯][৫০][৫১][৫২][৫৩][৫৪] |
Seamless Wikipedia browsing. On steroids.