ছত্তিশগঢ় বিধানসভা
ভারতের ছত্তীসগঢ় রাজ্যের এককক্ষ বিশিষ্ট বিধানসভা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
ভারতের ছত্তীসগঢ় রাজ্যের এককক্ষ বিশিষ্ট বিধানসভা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ছত্তিশগঢ় বিধানসভা বা ছত্তিশগঢ় আইন পরিষদ ভারতের ছত্তীসগঢ় রাজ্যের এককক্ষ বিশিষ্ট আইন পরিষদ।
ছত্তিশগড় বিধানসভা | |
---|---|
ছত্তিশগড়ের ৪র্থ বিধানসভা | |
ধরন | |
ধরন | |
মেয়াদসীমা | ৫ বছর |
নেতৃত্ব | |
ডেপুটি স্পিকার | |
মুখ্যমন্ত্রী | |
বিরোধী দলীয় নেতা | |
গঠন | |
আসন | ৯০ |
রাজনৈতিক দল | সরকার (৬৯)
বিরোধী দল (১৪)
অন্যান্য (৬)
শূণ্য (১)
|
নির্বাচন | |
ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট | |
সর্বশেষ নির্বাচন | ১২ এবং ২০ নভেম্বর ২০১৮ |
পরবর্তী নির্বাচন | নভেম্বর ২০২৩ |
সভাস্থল | |
বিধানসভা চেম্বার, বিধানসভা ভবন, রায়পুর, ছত্তিশগড়, ভারত | |
ওয়েবসাইট | |
http://cgvidhansabha.gov.in |
বিধানসভা পরিষদ ছত্তীসগঢ় রাজ্যের রাজধানী রায়পুরে অবস্থিত। এই বিধানসভার মোট ৯০ টি আসন রয়েছে এবং প্রত্যেক বিধায়ক (সদস্য) সরাসরি একক আসনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হোন। [১] কোন কারণে বিধানসভা ভেঙ্গে না গেলে এর মেয়াদ ৫ বছর।
ছত্তিশগড় রাজ্যটি ২০০০ সালে মধ্যপ্রদেশ পুনর্গঠন আইনের মাধ্যমে সৃষ্টি হয়। আইনটি একই বছর ২৫ আগস্টে ভারতের রাষ্ট্রপতি অনুমোদন করেছিলেন। ২০০০ সালের ১ নভেম্বরে নতুন রাজ্য গঠনের মাধ্যমেই একই সাথে ছত্তিশগড় বিধানসভা প্রতিষ্ঠিত হয়। ছত্তিশগড় বিধানসভার প্রথম অধিবেশন রায়পুরের রাজকুমার কলেজের যশপুর হলে অনুষ্ঠিত হয়। পরে রায়পুর-বলোদা বাজার রোডের বিধান নগরে নবনির্মিত ছত্তিশগড় বিধানসভা ভবনে বিধানসভা স্থানান্তরিত করা হয়।
ছত্তিশগড়ের বিধানসভায় তিনটি সেশনের (বাজেট, বর্ষা ও শীতকালীন) অধিবেশন বসে।[২]
দল | আসন সংখ্যা |
---|---|
ভারতীয় জাতীয় কংগ্রেস | ১২ |
ভারতীয় জনতা পার্টি | ৭০ |
জনতা কংগ্রেস ছত্তিশগড় | ৪ |
বহুজন সমাজ পার্টি | ২ |
শূণ্য আসন | ১ |
সর্বমোট আসন | ৯০ |
মেয়াদ | নির্বাচন বছর | স্পিকার[৩] | মুখ্যমন্ত্রী | দল | বিরোধী দলীয় নেতা | দল | ||
---|---|---|---|---|---|---|---|---|
প্রথম/অন্তর্বর্তী বিধানসভা[ক] | ১৯৯৮ | রাজেন্দ্র প্রসাদ শুক্লা | অজিত যোগী | কংগ্রেস | নন্দ কুমার সাঈ | বিজেপি | ||
২য় বিধানসভা | ২০০৩ | প্রেম প্রকাশ পাণ্ডে | রমন সিং | বিজেপি | মহেন্দ্র কর্মা | কংগ্রেস | ||
৩য় বিধানসভা | ২০০৮ | ধরমলাল কৌশিক | রবীন্দ্র চৌবে | |||||
৪র্থ বিধানসভা | ২০১৩ | গৌরীশঙ্কর আগারওয়াল | টি এস সিং দেও | |||||
৫ম বিধানসভা | ২০১৮ | চরণ দাস মহান্ত | ভূপেশ বাঘেল | কংগ্রেস | ধরমলাল কৌশিক | বিজেপি |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.