Loading AI tools
করোনাভাইরাসের দ্বারা সৃষ্ট মানুষের রোগ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
করোনাভাইরাস রোগ (কোভিড; /ˈkoʊvɪd,
করোনাভাইরাসের বিভিন্ন সংক্রমণগুলি হলো সিভিয়ার একিউট রেসপিরেটোরি সিন্ড্রোম (এসএআরএস), মিডল ইস্ট রেসপিরেটোরি সিন্ড্রোম (এমইআরএস)[4] এবং করোনাভাইরাস রোগ ২০১৯ (কোভিড-১৯)।[5] করোনাভাইরাসগুলি সর্দি-কাশি এর কিছু জোরের কারণেও হতে পারে।[6][7][8][9]
কোভিড-১৯ দ্বারা সৃষ্ট ২০১৯–২০ করোনাভাইরাস প্রাদুর্ভাবকে ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লুএইচও) দ্বারা একটি বৈশ্বিক মহামারী হিসাবে ঘোষণা করা হয়েছিল।[10] এই রোগের স্থানীয় সংক্রমণ ছয়টি ডাব্লুএইচও অঞ্চল জুড়ে অনেক দেশে রেকর্ড করা হয়েছে।[11] কোভিড-১৯ সার্স-কোভ-২ করোনাভাইরাস দ্বারা সৃষ্ট।[5]
মার্স-কোভ | সার্স-কোভ | সার্স-কোভ-২ | |
---|---|---|---|
রোগ | মার্স | সার্স | কোভিড-১৯ |
প্রাদুর্ভাব | ২০১২ মিডল ইস্ট রেসপির্যাটরি সিন্ড্রোম করোনাভাইরাস, ২০১৫, ২০১৮ | ২০০২-২০০৪ | ২০১৯-২০২০ প্রাদুর্ভাব |
রোগবিস্তার | |||
প্রথম তারিখ চিহ্নিত মামলা | জুন ২০১২ | নভেম্বর ২০০২ | ডিসেম্বর ২০১৯[12] |
প্রথম অবস্থান চিহ্নিত মামলা | জেদ্দা, সউদি আরব | শুন্দে, চীন | উহান, চীন |
গড় বয়স | ৫৬ | ৪৪[13][lower-alpha 1] | ৫৬[14] |
লিঙ্গ অনুপাত (এম:এফ) | ৩.৩:১ | ০.৮:১[15] | ১.৬:১[14] |
নিশ্চিত হয়েছে | ২৪৯৪ | ৮০৯৬[16] | ৬১,২৫,২৬,৯৪৮[17][lower-alpha 2] |
মৃত্যু | ৮৫৮ | ৭৭৪[16] | ৬৫,২৮,১০৫[17][lower-alpha 2] |
মৃত্যুর হার | ৩৭% | ৯.২% | ১%[17] |
উপসর্গ | |||
জ্বর | ৯৮% | ৯৯–১০০% | ৮৭.৯%[18] |
শুষ্ক কাশি | ৪৭% | ২৯–৭৫% | ৬৭.৭%[18] |
ডিস্পেনিয়া | ৭২% | ৪০–৪২% | ১৮.৬%[18] |
ডায়রিয়া | ২৬% | ২০–২৫% | ৩.৭%[18] |
গলা ব্যাথা | ২১% | ১৩–২৫% | ১৩.৯%[18] |
বায়ুচলাচল যন্ত্র ব্যবহার | ২৪.৫%[19] | ১৪–২০% | ৪.১%[20] |
টীকা |
২০০৩ সালের সিভিয়ার একিউট রেসপিরেটোরি সিন্ড্রোম করোনাভাইরাস (সার্স-কভি), তীব্র শ্বসনতন্ত্র লক্ষণসমূহ (সার্স) এর সৃষ্টি করে। ২০০২—২০০৪ সার্স প্রাদুর্ভাব এ ২৯ টি দেশ ও অঞ্চল থেকে ৮,০০০ এরও বেশি লোক সংক্রামিত হয়েছিল এবং বিশ্বজুড়ে কমপক্ষে ৭৭৪ জন মানুষ মারা গিয়েছিল।[21]
২০১২ সালে মিডল ইস্ট রেসপিরেটোরি সিন্ড্রোম করোনাভাইরাস (মার্স-কভি) মধ্যপ্রাচ্যে চিহ্নিত হয়েছিল।[22]
মার্স-কভি এর কারণে ২০১২ মার্স প্রাদুর্ভাব ঘটেছিলো, মূলত মধ্য প্রাচ্য, দক্ষিণ কোরিয়ায় ২০১৫ মার্স প্রাদুর্ভাব এবং প্রাথমিকভাবে সৌদি আরব এ ২০১৮ মার্স প্রাদুর্ভাব ঘটেছিলো।
গুরুতর তীব্র শ্বাসযন্ত্রীয় রোগলক্ষণসমষ্টি সৃষ্টিকারী করোনাভাইরাস ২ (সার্স-কভি-২) করোনাভাইরাস রোগ ২০১৯ (কোভিড-১৯) সৃষ্টি করেছিলো, যা ডিসেম্বর ২০১৯ এ উহান, চীন এ নিউমোনিয়া প্রাদুর্ভাব এর কারণে সৃষ্টি হয়েছিলো।
করোনাভাইরাস হ'ল ভাইরাস যা স্তন্যপায়ী এবং পাখি এর মধ্যে রোগের বিস্তার ঘটাতে পারে। মানুষের মধ্যে ভাইরাসগুলির কারণে শ্বাসযন্ত্রের সংক্রমণ হয়ে থাকে যা হালকা থেকে মারাত্মক পর্যন্ত হতে পারে।[6]
ছয় প্রজাতির মানব করোনভাইরাসগুলি জানা যায়, এর মধ্যে চারটি ভাইরাসগুলির মধ্যে রয়েছে যা সাধারণ সর্দি বা সাধারণ শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণ করে: এইচকোভ-২৯৯ই, এইচকোভ-এনএল৩, এইচকোভ-ওসি৪৩, এবং এইচকোভ-এইচকিউ১[6][7][8][23] দুটি অতিরিক্ত প্রজাতি আরও মারাত্মক লক্ষণ সৃষ্টি করে এবং এটি মারাত্মক হতে পারে:মার্স-কোভ এবং সার্স করোনাভাইরাসগুলির দুটি পৃথক স্ট্রেন: সার্স-কোভ এবং সার্স-কোভ-২.[21][24]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.