Remove ads
সাবেক নির্বাচন কমিশনার (২০০৭-২০১২) ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
এম সাখাওয়াত হোসেন একজন বাংলাদেশী সামরিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, লেখক ও বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। তিনি ২০০৭ - ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসর প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। তিনি বিভিন্ন দেশী ও বিদেশী পত্রিকায় কলাম লেখেন। তাছাড়া তিনি ২০টির অধিক বই লিখেছেন।[১]
এম সাখাওয়াত হোসেন | |
---|---|
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১০ নভেম্বর ২০২৪ | |
পূর্বসূরী | আসিফ মাহমুদ (উপদেষ্টা) |
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৭ আগস্ট ২০২৪ | |
পূর্বসূরী | খালিদ মাহ্মুদ চৌধুরী (প্রতিমন্ত্রী) |
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা | |
কাজের মেয়াদ ১৬ আগস্ট ২০২৪ – ১০ নভেম্বর ২০২৪ | |
পূর্বসূরী | জাহাঙ্গীর কবির নানক (মন্ত্রী) |
উত্তরসূরী | সেখ বশির উদ্দিন (উপদেষ্টা) |
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা | |
কাজের মেয়াদ ৯ আগস্ট ২০২৪ – ১৬ আগস্ট ২০২৪ | |
পূর্বসূরী | আসাদুজ্জামান খাঁন (মন্ত্রী) |
উত্তরসূরী | জাহাঙ্গীর আলম চৌধুরী |
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৮ আগস্ট ২০২৪ | |
রাষ্ট্রপতি | মোহাম্মদ সাহাবুদ্দিন |
বাংলাদেশের নির্বাচন কমিশনার | |
কাজের মেয়াদ ৫ জানুয়ারি ২০০৭ – ৫ ফেব্রুয়ারি ২০১২ | |
রাষ্ট্রপতি | |
প্রধান নির্বাচন কমিশনার | এ.টি.এম. শামসুল হুদা |
উত্তরসূরী | মোঃ জাবেদ আলী |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | বরিশাল, পূর্ববঙ্গ, পাকিস্তান অধিরাজ্য (বর্তমানে বরিশাল, বাংলাদেশ) | ১ ফেব্রুয়ারি ১৯৪৮
জাতীয়তা | বাংলাদেশী |
দাম্পত্য সঙ্গী | লে: কর্ণেল (অব) ডা: রেহানা খানম |
সন্তান | এম কায়সার হোসেন ও এম সাফাক হোসেন |
শিক্ষা | স্নাতক, কৌশলগত শিক্ষায় স্নাতকোত্তর |
প্রাক্তন শিক্ষার্থী | ইউনাইটেড স্টেটস আর্মি কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কলেজ, কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস |
পেশা | বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, প্রাক্তন বাংলাদেশ নির্বাচন কমিশনার |
যে জন্য পরিচিত | বাংলাদেশের সাবেক নির্বাচন কশিনার, লেখক, কলামলিস্ট, বক্তা, টকশো, জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক |
সাখাওয়াত হোসেন ১৯৪৮ সালের ১লা ফেব্রুয়ারি তৎকালীন পূর্ববঙ্গের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শুরু করেন। তিনি করাচি থেকে ১৯৬৩ সালে এসএসসি ও ১৯৬৫ সালে করাচির ইসলামিয়া বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাশ করেন। করাচি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যায়ন কালে সেনাবাহিনীতে যোগ দেন, ১৯৬৬ সালে কমিশন লাভ করেন এবং ১৯৭১ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের শিয়ালকোটে ছিলেন।[২] ১৯৯৪ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর গ্রহন করেন।
সাখাওয়াত হোসেন ১৯৬৬ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলে ১৯৭৩ সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর পদে কুমিল্লা সেনানিবাসে যোগ দেন।[২] ১৯৯৪ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর নেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন দুই বছর।
চাকরি ও নির্বাচন কমিশন থেকে অবসরের পর তিনি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে গবেষণার কাজ করছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকার কলামলিস্ট এবং নিরাপত্তা বিশ্লেষক।
তিনি ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। ৯ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।[৩] ১৬ আগস্ট থেকে ১০ নভেম্বর পর্যন্ত তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।[৪] ২৭ আগস্ট তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।[৫] ১০ নভেম্বর তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।[৬]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.