Remove ads
অরুণাচল প্রদেশের জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উচ্চ সিয়াং জেলা হল ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের একটি জেলা। এটি ভারতের ৭৩৯টি জেলার মধ্যে চতুর্থ সর্বনিম্ন জনবহুল জেলা।[২] ১৯৯৯ সালে পূর্ব সিয়াং জেলা ভেঙে এই জেলা গঠিত হয়।[৩]
উচ্চ সিয়াং জেলা জেলা | |
---|---|
অরুণাচল প্রদেশের জেলা | |
অরুণাচল প্রদেশে উচ্চ সিয়াং জেলার অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | অরুণাচল প্রদেশ |
সদরদপ্তর | ইংকিয়ং |
আয়তন | |
• মোট | ৬,১৮৮ বর্গকিমি (২,৩৮৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৫,২৮৯[১] |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৬০%[১] |
• লিঙ্গানুপাত | ৮৯১[১] |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ইংকিয়ং এই জেলার সদর শহর। জেলার মোট আয়তন ৬,১১৮ বর্গকিলোমিটার (২,৩৬২ মা২)।[৪] আয়তনে এই জেলা রাশিয়ার নিউ সাইবেরিয়া দ্বীপের প্রায় সমান।[৫]
উচ্চ সিয়াং জলবিদ্যুৎ কেন্দ্র ও মৌলিং জাতীয় উদ্যান এই জেলায় অবস্থিত।
অরুণাচল প্রদেশ বিধানসভার তুতিং-ইংকিয়ং ও মারিয়াং-গেকু কেন্দ্র দুটি এই জেলায় অবস্থিত। এই দুটি কেন্দ্রই অরুণাচল পূর্ব লোকসভা কেন্দ্রের অংশ।[৬]
২০১১ সালের জনগণনা অনুসারে, উচ্চ সিয়াং জেলার জনসংখ্যা ৩৫,২৮৯।[১] এই জনসংখ্যা লেইকেনস্টেইন রাষ্ট্রের জনসংখ্যার প্রায় সমান।[৭] ভারতের ৭৩৯টি জেলার মধ্যে আয়তনের হিসেবে এই জেলার স্থান ৭৩৬তম।[১] জেলার জনঘনত্ব ৫ জন প্রতি বর্গকিলোমিটার (১৩ জন/বর্গমাইল) ।[১] ২০০১-২০১১ দশকে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ৫.৭৭%।[১] উচ্চ সিয়াং জেলার লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৮৯১ জন নারী।[১] জেলার সাক্ষরতার হার ৫৯.৯৪%.[১]
এই জেলার অধিবাসীরা মূলত আদি ও মেম্বা উপজাতির মানুষ। আদি উপজাতির মানুষেরা দোনি-পোলো ধর্ম ও মেম্বা উপজাতির মানুষেরা তিব্বতি বৌদ্ধধর্মের অণুসারী।
এই জেলার প্রধান ভাষা হল সিনো-তিব্বতি ভাষাগোষ্ঠীর আদি ভাষা। এই ভাষা তিব্বতি ও লাতিন হরফে লেখা হয়।[৮]
১৯৮৬ সালে উচ্চ সিয়াং জেলায় মৌলিং জাতীয় উদ্যান গঠিত হয়। এই জাতীয় উদ্যানের আয়তন ৪৮৩ কিমি২ (১৮৬.৫ মা২)।[৯]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.