ভারতীয় জাতীয় উন্নয়নবাদী অন্তর্ভুক্তিমূলক জোট (ইংরেজি: Indian National Developmental Inclusive Alliance), সংক্ষেপে ইন্ডিয়া (INDIA), হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ভারতের ২৬টি দলবিশিষ্ট এক বিগ টেন্ট রাজনৈতিক জোট। এর মূল উদ্দেশ্য হলো আসন্ন ২০২৪ ভারতীয় সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) সরকারের অবসান ঘটানো।[2]
ইন্ডিয়া | |
---|---|
প্রতিষ্ঠা | ১৮ জুলাই ২০২৩ |
একীভূতকরণ |
|
পূর্ববর্তী | বিরোধী ঐক্য |
ভাবাদর্শ | উন্নয়নবাদ অন্তর্ভুক্তিবাদ সামাজিক ন্যায়বিচার |
রাজনৈতিক অবস্থান | বিগ টেন্ট[lower-alpha 1] |
আনুষ্ঠানিক রঙ | (প্রাতিষ্ঠানিক) (বিকল্প) |
জোট | ২৬টি দল |
লোকসভায় আসন | ১৪২ / ৫৪৩
|
রাজ্যসভায় আসন | ৯৮ / ২৪৫
|
বিধানসভা-এ আসন | ১,৯৬০ / ৪,০৩৬
|
বিধান পরিষদ-এ আসন | ১৫২ / ৪২৩
|
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার সংখ্যা | ১১ / ৩১
|
ভারতের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন
|
নামকরণ
আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য ২৬টি দলের নেতানেত্রী ইন্ডিয়া নামক এক বিরোধী জোটের কথা ঘোষণা করেছিলেন। বেঙ্গালুরুতে এক বৈঠকে এই নাম প্রস্তাব করা হয়েছিল, তবে কোন নেতা বা নেত্রী প্রথম এই প্রস্তাবটি করেছিলেন, তা নিয়ে মতভেদ বিদ্যমান। যদিও কিছু সূত্রের মতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই প্রস্তাবটি করেছিলেন,[3] অন্যান্য সূত্রের মতে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবটি করেছিলেন।[4] বিরোধী জোটের সংক্ষিপ্ত নাম "ইন্ডিয়া" চূড়ান্ত করার আগে জোট সদস্যের মধ্যে বিস্তর আলোচনা হয়েছিল।[5]
ইতিহাস
প্রথম বৈঠক - পাটনা, বিহার
২৩ জুন ২০২৩-এ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সভাপতিত্বে প্রথম বিরোধী বৈঠক বিহার রাজ্যের পাটনায় সংঘটিত হয়েছিল। সেখানে নতুন জোটের প্রস্তাব পেশ করা হয়েছিল। বৈঠকে ১৬টি বিরোধী দল উপস্থিত ছিল। [তথ্যসূত্র প্রয়োজন]
দ্বিতীয় বৈঠক - বেঙ্গালুরু, কর্ণাটক
জুলাই ২০২৩-এ সংযুক্ত প্রগতিশীল জোটের (ইউপিএ) সভাপতি সোনিয়া গান্ধীর সভাপতিত্বে দ্বিতীয় বিরোধী বৈঠক কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে সংঘটিত হয়েছিল। সেখানে জোটের সেই প্রস্তাবকে গ্রহণ করা হয়েছিল এবং আরও ১০টি দল তালিকাবদ্ধ করা হয়েছিল। জোটটির নাম "ভারতীয় জাতীয় উন্নয়নশীল সমন্বিত জোট" চূড়ান্ত হয়েছিল। এই বৈঠকে এটি ঘোষণা করা হয়েছিল যে মুম্বই শহরে তৃতীয় বৈঠক সংঘটিত হবে। শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে জোট সদস্যদের সভাপতিত্ব করবেন।[6]
মতবাদ ও উদ্দেশ্য
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের মতে, উন্নয়নবাদ, সমন্বয়, ও সামাজিক ন্যায়কে কেন্দ্র করে ইন্ডিয়া জোটটির মতবাদ গড়ে উঠেছে। সদস্য দলদের লক্ষ্য তাদের সমন্বিত চেষ্টায় গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা, কল্যাণ ও অগ্রগতির প্রচার, এবং যা মতবাদ তাদের কাছে ভারতের ধারণার পক্ষে ক্ষতিকর বলে মনে হচ্ছে তার প্রতিবাদ করা।[7] আসন্ন ২০২৪ ভারতীয় সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) সরকারের অবসান ঘটানোর জন্য জোটটি গড়ে উঠেছিল।[8]
সদস্য
ভারতীয় জাতীয় উন্নয়নশীল সমন্বিত জোটে ভারত জুড়ে বিভিন্নরকমের রাজনৈতিক দল বিদ্যমান। জোটটির ২৬টি সদস্য দলসমূহ হলো:[9]
দল | নেতা/নেত্রী | চিহ্ন/পতাকা | লোকসভা | রাজ্যসভা | বিধানসভা | বিধান পরিষদ | ভিত্তি | |||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
কংগ্রেস | ভারতীয় জাতীয় কংগ্রেস | মল্লিকার্জুন খড়গে | ৪৯ / ৫৪৩ |
৩০ / ২৪৫ |
৭২২ / ৪,১২৬ |
৪৩ / ৪২৬ |
জাতীয় দল | |||
ডিএমকে | দ্রাবিড় মুনেত্র কড়গম | এম. কে. স্তালিন | ২৪ / ৫৪৩ |
১০ / ২৪৫ |
১৩৯ / ৪,১২৬ |
পুদুচেরি, তামিলনাড়ু | ||||
টিএমসি | তৃণমূল কংগ্রেস | মমতা বন্দ্যোপাধ্যায় | ২৩ / ৫৪৩ |
১৩ / ২৪৫ |
২২৬ / ৪,১২৬ |
পশ্চিমবঙ্গ, মেঘালয়, ত্রিপুরা | ||||
জেডি(ইউ) | জনতা দল (সংযুক্ত) | নীতিশ কুমার | ১৬ / ৫৪৩ |
৫ / ২৪৫ |
৪৬ / ৪,১২৬ |
২৫ / ৪২৬ |
বিহার, অরুণাচল প্রদেশ, মণিপুর | |||
এসএস(ইউবিটি) | শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) | উদ্ধব ঠাকরে | ৬ / ৫৪৩ |
৩ / ২৪৫ |
১৭ / ৪,১২৬ |
৯ / ৪২৬ |
মহারাষ্ট্র | |||
এনসিপি | জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি | শরদ পওয়ার | ৫ / ৫৪৩ |
৩ / ২৪৫ |
২২ / ৪,১২৬ |
৩ / ৪২৬ |
মহারাষ্ট্র, নাগাল্যান্ড | |||
সিপিআই(এম) | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | সীতারাম ইয়েচুরি | ৩ / ৫৪৩ |
৫ / ২৪৫ |
৮২ / ৪,১২৬ |
জাতীয় দল | ||||
জেকেএনসি | জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স | ফারুক আব্দুল্লাহ | ৩ / ৫৪৩ |
জম্মু ও কাশ্মীর | ||||||
IUML | ভারতীয় ইউনিয়ন মুসলিম লিগ | কে. এম. কাদের মহিদিন | ৩ / ৫৪৩ |
১ / ২৪৫ |
১৫ / ৪,১২৬ |
কেরল | ||||
এসপি | সমাজবাদী পার্টি | অখিলেশ যাদব | ৩ / ৫৪৩ |
৩ / ২৪৫ |
১১৪ / ৪,১২৬ |
উত্তরপ্রদেশ | ||||
CPI | ভারতের কমিউনিস্ট পার্টি | ডি. রাজা | ২ / ৫৪৩ |
২ / ২৪৫ |
২১ / ৪,১২৬ |
২ / ৪২৬ |
কেরল, তামিলনাড়ু, মণিপুর | |||
আপ | আম আদমি পার্টি | অরবিন্দ কেজরিওয়াল | ১ / ৫৪৩ |
১০ / ২৪৫ |
১৬১ / ৪,১২৬ |
জাতীয় দল | ||||
জেএমএম | ঝাড়খণ্ড মুক্তি মোর্চা | হেমন্ত সোরেন | ১ / ৫৪৩ |
২ / ২৪৫ |
ঝাড়খণ্ড | |||||
KC(M) | কেরল কংগ্রেস (এম) | জোসে কে. মণি | ১ / ৫৪৩ |
১ / ২৪৫ |
কেরল | |||||
আরএসপি | বিপ্লবী সমাজতন্ত্রী দল | মনোজ ভট্টাচার্য | ১ / ৫৪৩ |
কেরল | ||||||
ভিসিকে | ভিদুতালাই চিরুতাইগাল কাচি | তোল. তিরুমাভালাভান | ১ / ৫৪৩ |
তামিলনাড়ু | ||||||
আরজেডি | রাষ্ট্রীয় জনতা দল | লালু প্রসাদ যাদব | ৬ / ২৪৫ |
বিহার, ঝাড়খণ্ড | ||||||
RLD | Rashtriya Lok Dal | Jayant Singh | ১ / ২৪৫ |
Uttar Pradesh | ||||||
MDMK | Marumalarchi Dravida Munnetra Kazhagam | Vaiko | Tamil Nadu | |||||||
CPI(ML)L | Communist Party of India (Marxist–Leninist) Liberation | Dipankar Bhattacharya | Bihar | |||||||
AIFB | All India Forward Bloc | G. Devarajan | West Bengal | |||||||
PDP | Jammu and Kashmir Peoples Democratic Party | Mehbooba Mufti | Jammu and Kashmir | |||||||
KC | Kerala Congress | P. J. Joseph | Kerala | |||||||
MMK | Manithaneya Makkal Katchi | M. H. Jawahirullah | Tamil Nadu | |||||||
KMDK | Kongunadu Makkal Desia Katchi | E. R. Eswaran | Tamil Nadu | |||||||
AD(K) | Apna Dal (Kamerawadi) | Krishna Patel | Uttar Pradesh |
তথ্যসূত্র
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.