ইন্দপুর সমষ্টি উন্নয়ন ব্লক
পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার একটি ব্লক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইঁদপুর সমষ্টি উন্নয়ন ব্লক হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার একটি প্রশাসনিক অঞ্চল। এই ব্লকটি ইঁদপুর থানার অধীনস্থ। ব্লকের সদর ইঁদপুর।[১][২]
ইঁদপুর সমষ্টি উন্নয়ন ব্লক | |
---|---|
সমষ্টি উন্নয়ন ব্লক | |
পশ্চিমবঙ্গের মানচিত্রে ইঁদপুর ব্লকের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩.১৬৬৭° উত্তর ৮৬.৯৩৩৩° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | বাঁকুড়া |
আয়তন | |
• মোট | ৩০০.২০ বর্গকিমি (১১৫.৯১ বর্গমাইল) |
উচ্চতা | ১১৮ মিটার (৩৮৭ ফুট) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ১,৩৭,৮০০ |
• জনঘনত্ব | ৪৬০/বর্গকিমি (১,২০০/বর্গমাইল) |
ভাষা | |
• সরকারি | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
লোকসভা কেন্দ্র | বাঁকুড়া |
বিধানসভা কেন্দ্র | ছাতনা, তালড্যাংরা |
ওয়েবসাইট | bankura |
ভূগোল
ইঁদপুর ব্লকটি ২৩.১৬৬৭° উত্তর ৮৬.৯৩৩৩° পূর্ব অক্ষ-দ্রাঘিমাংশে অবস্থিত। এই ব্লকের গড় উচ্চতা ১১৮ মি (৩৮৭ ফু)।[৩] ব্লকের আয়তন ৩০০.২০ বর্গ কিলোমিটার।[২]
গ্রাম পঞ্চায়েত
ইঁদপুর ব্লক/ পঞ্চায়েত সমিতির অধীনস্থ গ্রাম পঞ্চায়েতগুলি হল: ভেদুয়াসোল, ব্রাহ্মণডিহা, ব্রজরাজপুর, গৌরবাজার, হাটগ্রাম, ইঁদপুর ও রঘুনাথপুর।[৪]
পরিবহন
ইঁদপুর ব্লকটি বাঁকুড়া ও খাতড়া শহরদুটির মধ্যে সংযোগরক্ষাকারী রাস্তার উপর অবস্থিত।
জনপরিসংখ্যান
২০০১ সালের জনগণনা অনুসারে, ইঁদপুর ব্লকের জনসংখ্যা ১৩৭,৮০০। এর মধ্যে ৭০,৮৭৬ জন পুরুষ এবং ৬৬,৯২৪ জন মহিলা। ১৯৯১-২০০১ সালে দশকীয় বৃদ্ধির হার ১০.১৫%। বাঁকুড়া জেলার দশকীয় বৃদ্ধির হার ১৩.৭৯%।[২] রাজ্যের দশকীয় বৃদ্ধির হার ১৭.৮৪%।[৫]
ইঁদপুর ব্লকে তফসিলি জাতি জনসংখ্যা ৫৭, ৩৯২ এবং তফসিলি উপজাতি জনসংখ্যা ১৩,১৫১। [৬]
শিক্ষা
ইঁদপুর গোয়েঙ্কা উচ্চমাধ্যমিক বিদ্যালয় এই শহরে অবস্থিত। এখানে একটি গ্রন্থাগার রয়েছে। ইঁদপুর ব্লক থেকে ১৭ কিলোমিটার দূরে শালডিহা উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও শালডিহা কলেজ অবস্থিত। বেলুট গ্রন্থাগার শালডিহা কলেজ থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত।
আরও দেখুন
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.