Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আলী ইবনে হোসেন জয়নুল আবিদীন ؑ (আরবি: عَلِيّ ٱبْن ٱلْحُسَيْن زَيْن ٱلْعَابِدِين; ৪ জানুয়ারি ৬৫৯ – ২০ অক্টোবর ৭১৩), যিনি আস-সাজ্জাদ (আরবি: ٱلسَّجَّاد) বা জয়নুল আবেদীন (আরবি: زَيْن ٱلْعَابِدِين) নামেও পরিচিত, ছিলেন ইসলামের নবী মুহাম্মাদের একজন বংশধর, আলী ও ফাতিমার দৌহিত্র এবং হোসাইন ইবনে আলীর পুত্র। শিয়া ইসলামে তাঁকে ৪র্থ ইমাম গণ্য করা হয়। সুন্নি ইসলামে তাঁকে একজন বিশিষ্ট আলেম বিবেচনা করা হয় এবং তাঁর কাছ থেকে বর্ণিত হাদিস প্রধান সুন্নি হাদিস সংকলনসমূহ তথা কুতুব আল-সিত্তাহে লিপিবদ্ধ রয়েছে।[১২] সুফি তরিকাগুলোর সব সিলসিলা তাঁঁর মাধ্যমে আলী পর্যন্ত পৌঁঁছয়। কিছু সূত্রমতে তাঁর মাতার নাম শহরবানু।
ʿআলী ʾইবনে হ়োসেন ؑ عَلِيّ ٱبْن ٱلْحُسَيْن | |||||
---|---|---|---|---|---|
ʾইমাম[১] জ়য়নুল আবিদীন[২] সৈয়দুল আবিদীন ইবনুল খ়য়ারতাইন জ়ুল সফ়নাত আজ়-জ়াকী আল-আমীন সৈয়দ আস-সজ্জাদীন[৩] | |||||
৪র্থ ইমাম (শিয়া ইসলাম) | |||||
ইমামত | ৬৮০ – ৭১২ খ্রি. | ||||
পূর্বসূরি | হ়োসেন ʾইবনে ʿআলী ؑ | ||||
উত্তরসূরি | বিতর্কিত ইসনা আশারিয়া ও ইসমাইলি: মুহ়ম্মদ আল-বাক়ির ؑ জায়েদি: জ়ায়েদ ʾইবনে ʿআলী ؑ | ||||
জন্ম | ʿআলী ʾইবনে হ়োসেন আনু. ৪ জানুয়ারি ৬৫৯ (৫ শাবান ৩৮ হিজরি[৪][৫] অথবা ১৫ জুমাদিউল আউয়াল ৩৬ হিজরি) মদীনা, হেজাজ, উমাইয়া সাম্রাজ্য[৬] অথবা কুফা, ইরাক, উমাইয়া সাম্রাজ্য[৭][৮][৯] | ||||
মৃত্যু | আনু. ২০ অক্টোবর ৭১৩ ৫৪) (২৫ মুহররম ৯৫ হিজরি) মদীনা, হেজাজ, উমাইয়া সাম্রাজ্য | (বয়স||||
দাম্পত্য সঙ্গী | ফাতিমা বিনতে হাসান জায়েদা আল-সিন্ধী | ||||
সন্তান | মুহম্মদ আল-বাকির জায়েদ ইবনে আলী হোসেন আল-আসগর আব্দুল্লাহ আল-বাহার আলী আল-আসগর উমর আল-আশরাফ উম্মে কুলসুম খাদিজা | ||||
| |||||
স্থানীয় নাম | ؑٱلْحُسَيْن ٱبْن عَلِيّ ٱبْن أَبِي طَالِب | ||||
বংশ | আহল আল-বাইত | ||||
বংশ | বনু হাশিম (আলীয়) | ||||
রাজবংশ | কুরাইশ | ||||
পিতা | হোসেন ইবনে আলী | ||||
মাতা | শহরবানু[২][৯][১০] | ||||
ধর্ম | ইসলাম | ||||
মৃত্যুর কারণ | উমাইয়া খলিফা প্রথম আল-ওয়ালিদের নির্দেশে বিষপ্রয়োগ | ||||
সমাধি | জান্নাতুল বাকি, মদীনা, সউদি আরব ২৪°২৮′১″ উত্তর ৩৯°৩৬′৫০.২১″ পূর্ব | ||||
অন্যান্য নাম | দর্দুঞ্জু আলী (চতুর্থ আলী) তুর্কি: Dördüncü Ali | ||||
আত্মীয় | মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ (প্রপিতামহ) আলী ইবনে আবী তালিব (পিতামহ) ফাতিমা বিনতে মুহাম্মাদ (মাতামহী) হাসান ইবনে আলী (চাচা) | ||||
উনার বংশ-তালিকা ফাতেমা নবী মুহাম্মাদ পর্যন্ত পৌঁছেছে বিধায় তার পূর্ব-পুরুষগণ নামের পূর্বে ‘সাইয়্যেদ’ বা ‘সৈয়দ’ শব্দ ব্যবহার করেছেন।[১৩]
উনার ঊর্ধ্বতন বংশ পুরুষ ছিলেন; যথাক্রমেঃ হযরত মুহাম্মাদ রাসুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -> উম্মুল মুমিনিন সৈয়দা ফাতিমাতুজ জাহরা (রা) + হযরত আলী -> হযরত ইমাম হোসাইন(রা) -> হযরত ইমাম সাইয়্যেদ জয়নুল আবেদিন (রা)[১৪]
তিনি ৩৪ বছর খিলাফত/ইমামত-এর দায়িত্বে ছিলেন।
৯৫ হিজরীতে ইমাম জয়নাল আবেদিন, ইসলামের চর্তুথ ইমাম, মারবিয়ান কর্তৃক নিহত হন।[১৫]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.