Remove ads

সিহাহ সিত্তাহ বা কুতুবুস সিত্তাহ (আরবি: الكتب السته; Al-Kutub Al-Sittah) হাদিসের প্রধান ছয়টি গ্রন্থকে একত্রিতভাবে বলা হয়ে থাকে। কুতুব আল সিত্তাহ দ্বারা ছয়টি গ্রন্থ এবং সিহাহ সিত্তাহ দ্বারা "নির্ভুল ছয়" বোঝানো হয়। এই গ্রন্থগুলো ইসলাম ধর্মের প্রচারক হযরত মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইবনে আব্দুল্লাহ - এর মৃত্যুর ২০০ বছর পর সংগৃহিত হয়েছে ছয়জন সংগ্রহকারীর দ্বারা। ১১শ শতাব্দীতে ইবনে আল-কায়সারনী তাদের প্রথম আনুষ্ঠানিকভাবে দলবদ্ধ ও সংজ্ঞায়িত করেন, যিনি সুনান ইবনে মাজাহকে এই তালিকায় যুক্ত করেন।[১][২][৩]

Remove ads

গ্রন্থসমূহ

সুন্নী ইসলাম মতে সিহাহ সিত্তাহ-এর অন্তর্ভুক্ত গ্রন্থগুলো ধর্মীয় কারণে খুবই গুরুত্বপূর্ণ। নির্ভরযোগ্যতার বিচারে এগুলোর ধারাবাহিকতা হলো:[৪]

  1. সহীহ বুখারী, সংগ্রাহক: ইমাম বুখারী (মৃ. ৮৭০), অন্তর্ভুক্তি সংখ্যা: ৭২৭৫ টি হাদীস[৫][৬]
  2. সহীহ মুসলিম, সংগ্রাহক: মুসলিম বিন হাজ্জাজ (মৃ. ৮৭৫), অন্তর্ভুক্তি সংখ্যা: ৯২০০ টি হাদীস[৭][৮]
  3. সুনানে নাসাই, সংগ্রাহক: ইমাম নাসাই (মৃ. ৯১৫), অন্তর্ভুক্তি সংখ্যা: ৫৭৫৮ টি হাদীস[৯]
  4. সুনানে আবু দাউদ, সংগ্রাহক: আবু দাউদ (মৃ. ৮৮৮), অন্তর্ভুক্তি সংখ্যা: ৫১৮৪ টি হাদীস[১০]
  5. সুনানে আল-তিরমিজী, সংগ্রাহক: মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি (মৃ. ৮৯২), অন্তর্ভুক্তি সংখ্যা: ৩৬০৮ টি হাদীস[১১][১২]
  6. সুনানে ইবনে মাজাহ, সংগ্রাহক: ইবনে মাজাহ (মৃ. ৮৮৭), অন্তর্ভুক্তি সংখ্যা: ৪৩৪১ টি হাদীস[১৩]

প্রথম দুটি গ্রন্থকে তাদের নির্ভরযোগ্যতার জন্য "সহীহ গ্রন্থ" বলে নির্দেশ করা হয়।[১৪]

Remove ads

সংগ্রাহকবৃন্দ

ক্যামব্রিজ হিস্টোরী অফ ইরান" (Cambridge History of Iran) অনুসারে:[১৫] সুন্নি হাদীস সংকলন কারী সকল সংগ্রাহকই ছিলেন ইরানের অধিবাসী। তারা হলেন:

  1. মুহাম্মাদ ইবনে ইসমাইল আল-মুহাম্মাদ আল-বুখারী; তিনি সহীহ বুখারী গ্রন্থের সংগ্রাহক, যা তিনি ষোল বছর ধরে সংকলন করেছেন। সাধারণভাবে বলা হয়ে থাকে যে, বুখারী বলেছেন, তিনি নামাজ না পড়ে ও চূড়ান্তভাবে নিশ্চিত না হয়ে কোন হাদীস লিপিবদ্ধ করেননি। ইমাম বুখারী সমরকন্দ-এর নিকটে ৮৬৯-৭০ সালে মৃত্যুবরণ করেন।
  2. মুসলিম ইবনে আল-হাজ্জাজ; তিনি সহীহ মুসলিম গ্রন্থের সংগ্রাহক, যা নির্ভরযোগ্যতার দিক থেকে সহীহ বুখারী গ্রন্থের পরই অবস্থান করে। ইমাম মুসলিম নিশাপুর-এ ৮৭৪-৭৫ সালে মৃত্যুবরণ করেন।
  3. আবু দাউদ সুলাইমান ইবনে আসহাত আল-সিজিস্তানি, আরবীয় বংশোদ্ভূত পারসীয়ান, মৃত্যু ৮৮৮-৮৯।
  4. মুহাম্মাদ ইবনে ইসা আল-তিরমিজি, তিনি জামি' আত-তিরমিজি গ্রন্থের সংগ্রাহক। তিনি ইমাম বুখারীর ছাত্র ছিলেন ও ৮৯২-৩ -এ মৃত্যুবরণ করেন।
  5. আবু আবদ আল-রহমান আল-নাসায়ী, তিনি সুনানে নাসাই গ্রন্থের সংগ্রাহক। তিনি খোরাসান-এর অধিবাসী ও ৯১৫-১৬-এ মৃত্যুবরণ করেন।
  6. ইবনে মাজাহ আল-কুয়াজুইনী, তিনি সুনান-এ-ইবনে মাজাহ গ্রন্থের সংগ্রাহক। তিনি ৮৮৬-৭-এ মৃত্যুবরণ করেন।
Remove ads

তথ্যসূত্র

Remove ads

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.

Remove ads